-
লাভ এবং লস নিয়েই ব্যবসা । ফরেক্স মার্কেট এ ব্যবসা করে লাভ যেমন হিয় তেমনি লস ও হয় । হয়তো সঠিক সময়ে ট্রেড করতে না পারা , লোভ করে বেশি ট্রেড করা , এই সমস্ত কাজের জন্য লস হয়ে থাকে । লসের মাদ্যমেই আমরা আমাদের ভুল গুলোকে ধরতে পারি । ভুলের মাধ্যমেই আমরা বিষয়টা নতুন ভাবে জানতে পারি । তাই লস হলে হতাশ না হয়ে কেন লস হলো , কিসের জন্য হলো তা জানতে চেষ্টা করা উচিত । লসের পর লসের কারন জানতে পারলে , তা যেন আর না হয় তার চেষ্টা করা প্রয়োজন । এতে করে লসের চেয়ে পরবর্তিতে লাভ বেশি হতে পারে বলে আমি মনে করি ।
-
ব্যবসায়ে লাভ-লস দুটোই থাকে এটা স্বাভাবিক হিসাবে মেনে নিতে হবে । তেমনি ফরেক্স ব্যবসা ও ব্যতিক্রম না । ফরেক্স যদি লস হয় তখন ট্রেড বন্ধ না করে হতাশ না হয়ে য় নতুন উদ্যোমে ট্রেড করতে হবে । আর যদি ভুলের কারনে হয়ে থাকে ধীরস্থীরভাবে সিন্ধান্ত নিয়ে বাই- সেল করতে হবে । অথ্যাৎ লসকে শক্তিতে পরিণত করে ট্রেড করে এগিয়ে যেতে হবে ।
-
লস এর পর আমি আর ভাল করে দেখি যে কোন থেকে বা কীভাবে লস হয়েছে তা খুব ভাল করে থুতিয়ে দেখা। ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত অনেক কিছু শিখায়। আর এই প্রতিনিয়ত সময় দেওয়াটা সম্ভব নয়। তাই আমি যত টুকু পারি আমি তা সমস্যা গুলো দেখার চেষ্টা করি এবং যাতে আর কোন লস না হয় তা থেকে আমি এড়িযে চলি।
-
লস করার পর আমি যা করি তা হল যে, যেখান থেকে লস হয়েছে তা ভাল করে খুতিয়ে দেখি। দেখি যে কীভাবে এবং কী করে লস হল তা ভাল করে চেক করে তা শিখার চেষ্টা করি যাতে করে আমার আর কোন লস না হয়।
-
স্বাভাবিকভাবেই লাভ লস ব্যাবস্যর একটি অংশ। এই বলে আমের লাভ হছে বলেই যে আমর ব্যাবসা করতে হবে আর লস হলে বলেই ব্যাবসা করতে হবে না তার কন কারন নাই। লস করলে কি সের জন্য লস করেছে সেই বিশয় জেনে সংসধন করে এবার ব্যাবসা আরাম্ভো করা।
-
ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসায় লাভ লস থাকবেই যেখানে লস নাই সেটা ব্যবসা হতে পারে না সেটাতো সুধ।ফরেক্স যেহেতু একটা ব্যবসা তাই লস থাকবেই লস করলে বুঝতে হবে কি করলে লাভ করা যায় আর কি কারনে লস হলো ।তখন লসের কারন খুজে বের করে সমাধান করতে হবে ।ফরেক্সে ভালো করতে হলে লস খেলেই কেবল শেখা যায় কি করলে ভালো কিছু পাওয়া যায় তাই ফরেক্সে লস করলে হতাশ হওয়া যাবে না ভুলের কারন খুঝে বের করতে হবে এবং লাভ করতে হবে ।
-
ফরেক্স মাকেট রিক্সি মাকেট ফোড়েক্স থেকে আয় করা অনেক কথিন ফরেক্স মাকেটে একটি ভুলে ফরেক্স মাকেটে অনেক লস হতে পারে তাই বলে ফরেক্স মাকেট করব না তা না | আমি মনে করি ফরেক্স মাকেটে লস হতেই পারে ফরেক্স থেকে লাভ করতে হবে কি করে তা আমাকে করতে হবে তবেই ফরেক্স থেকে এক সময় সফল হওয়া যাবে |
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ট্রেড করতে গিয়ে প্রথমে লসের চিন্তা করাই ভালো। কেননা ফরেক্স ট্রেডিং মার্কেটে লস খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে সবাই লস করবে। তবে লস লাভ মিলিয়ে লাভ করতে পারলে সফলতা। তাই লসের পরে না ভেঙে পরে লসের প্রকৃত কারন বের করে পরবর্তী তে তা শুধরিয়েসঠিকভাবে ট্রেড করার চেষ্টা করা উচিত বলে মনে করি।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি তখন আমি ভয় পাইনা।কারণ আমি ভালো করেই জানি কি ভাবে এই লস টাকে কাটিয়ে তুলতে হবে।আমি জতবারি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করেছি ততবারি আমি কিছু না কিছু সিখেছি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট টাকে আর ভালোভাবে বুজার জন্য মাজে মাজে লস করার দরকার আছে।আমি ফরেক্স তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করেও হতাশাই ভুগিনা।
-
ফরেক্স মার্কেটে লস একটি স্বাভাবিক ব্যাপার কারন লসকে যেহেতু এটি একটি ব্যবসা তাই ব্যবসা করলে লস হবেই । তবে সবসময় লস করাটা হল দুঃখজনক। তবে একজন ট্রেডার হিসেবে লস করলে আমি যা করি তা হল লস কেন করলাম সেই কারণ খুঁজি এবং কারণ খুঁজে বের করার পর ভবিষ্যতে যাতে এরকম লস আর না হয় সে ব্যাপারে সতর্ক হই ও এই লস থেকে শিক্ষা গ্রহন করি। আসলে ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকতে হলে লসের পরিমান কমিয়ে লাভের পরিমার বাড়াতে হবে আর আমি সে চেষ্টাই করি।
-
আমি মনে করি লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি।
-
ফরেক্স এ আমি লসের পর যা করি তা হল, আমি মনোযোগ সহকারে দেখি যে কী ভাবে বা কী জন্য আমার লস হয়েছে। আর যেখান থেকে লস হয়েছে তা ভাল করে দেখে তা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি যাতে আমার আর কোন সময়তে লস না হয়।
-
অোমি যখন ফরেক্স এ প্রথম আসি তখন ফরেক্স এ লস হলে মাথা গরম হয়ে যেত তখন আমি আরো বেশী লট ধরে লস করতাম আবার লস করতাম আর একাউন্ট জিরো হত । তবে এখন ফরেক্স এ লস হলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি আর মাতা ঠান্ডা রাখি । আমি বুঝার চেষ্টা করি লস কেন হল । আর একটু বেশ লস করলে এই দিন আর ট্রেড করি না ।
-
আমি যদি ফরেক্স মার্কেট থেকে কয়েকটা টেড পর পর লস করি তা হলে আমি আর সেই দিন টেড করি না তারপর ও যদি আমি লস করতেই থাকি তা হলে আমি ওই সপ্তাহে আর টেড করি না আমি যদি বেশি লস করে ফেলি তা হলে আমি বাহিরে বেরাতে যাই তা হলে মন ভাল থাকে আমি তারপর ভাল মনে আবার টেড করা শুরু করি এটা করলে আমার লস এর পরিমান কমে যাই আর ভাল লাভ ও করতে পারি
-
ফরেক্সের একটি কারেন্সি নাম ।অন্যান্য কারেন্সি চেয়ে গোল্ড দ্রুত উঠানামা করে । কেননা গোল্ড আর্ন্তজাতিক বাজারে শীর্ষে অবস্হান করে ।তাই গোল্ড ট্রেড করার সময় সর্বদা লিবোরেজ এবং পিপস এর দিকে খেয়াল রাখতে হবে যাতে করে গোল্ড উঠানামা করলেও কোনো প্রকার সমস্যা হয় না । তাই আমরা যখন গোল্ড ট্রেড করবো তখন চিন্তা ভাবনা করে ট্রেড করবো যাতে করে সমস্যা না হয় । অবশ্যই তাহলে ঝুকিমুক্ত থাকা সম্বব । ঝুকিমুক্ত থাকা সর্বদা উচিত ।
-
লস এর পর আমি যা করি তা হল, যেখান থেকে লস হয়েছে সেখান থেকে আমি ভাল করে প্রাকটিস করি এবং তা ভাল করে খুতিয়ে দেখি যে আমার কী ভা্বে লস হলা। আর তা থেকে আমি অনেক কিছু শিখে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি।
-
সব ধরনের ব্যবসায়ে লাভ লোকসান স্বাভাবিক। আমি যখন লস করব তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করব বলে আশা রাখি।কারন লসের প্রকৃত কারন খুজে বের করতে পারলেই আমি লাভের সন্ধান খুজে বের করতে পারবো।
-
আসলে ফরেক্সে যখন আমার লস হয় সেই সময় আমি সর্ব প্রথম লসের কারন কি তা অনুসন্ধানের উপরই সর্ব প্রথম বেমি দৃষ্টিপাত করি আর যতক্ষন না প্রর্যন্ত লসের কারন খুজে না পাই ততক্ষন প্রর্যন্ত আমি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখি।
-
কথাই আছে লস না করলে লাভ করা যায় না। আর আমি ফরেক্স থেকে লস করলে আগে দেখি লস টা কেন হল লস এর কারন খুজে দেখার চেষ্টা করি আর পরে যাতে এই ভুল টা না করি সেই মত কাজ করে যায়। আর আমার মনে হয় সবার এই কাজ টাই করা উচিত। ফরেক্স এ লস করলে কনো সমস্যা নেই আপনি ভাল করে ট্রেড শিখতে পারলে সে লস তুলে নিতে পারবেন।
-
লসের পর একটা সাধারন বিষয় হচ্ছে মন খারাপ হয়। এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। তবে লসের পর ভেংগে না পড়ে লসের কারন খুজে বের করতে হবে। ভবিষ্যতে যেন এরকম ভুল আর বা অয় সে জন্য পদক্ষেপ গ্রহন করতে হবে। তাহলে আস্তে আস্তে নিজের ভুল গুলি শুধরে নিতে পারবেন। এতে করে আপনার ফরেক্স স্কিল আরো ডেবেলপ হবে। আর সফল হওয়ার পথ সুগম হবে। তাই লস হওয়ার পর মাথা ঠান্ডা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স যেহেতু বেবসা তাই এখানে ল্যাব অ লস ২ টাই থাকে। লস আমাদের মেনে নিতে হবে তাই আমরা এস এল ইউজ করি। আমরা জদি বুজে সুনে ট্রেড করি তাহলে লস কম হবে। আর আমাদের সব সময় ট্রেড করা লাগবে না। জখন বেসি লস করব তখন আমরা ব্রেক নিতে পারি। আমি ভালোই বিরতি নেই।
-
ফরেক্স মার্কেটে লস এর পরে আমি কিছু দিন ট্রেড বন্ধ রাখি। ছোট লস হলে দু’এক দিন পরে লসের কারন খুজে বের করি। এবং শেখান থেকে শিক্ষা গ্রহন করিন। আর বড় লস হলে বেশ কিছু দিন ট্রেড বন্ধ রেখে মাইন্ড সেটের জন্য কোথাও না কোথাও যেমন সমুদ্রের পাড়ে ঘুরতে যাই এবং ফিরে এসে দেখি কেন লস করলাম। নিজেকে সংশোধন করে আবার শুরু করি।
-
আমি মনে করি লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি।
-
ফরেক্স এ লস এর পর আমি যা করি তা হল, যেখান থেকে লস হয়েছে সেখান থেকে খুব ভাল করে প্রাকটিস করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি। যাতে আমার আর কখনো ঐ ধরনের কোন সমস্যা হলে আমরা তা বুঝতে পারি। আমি অনেকটাতে লসে পরেছিলাম তাই আমি অনেক সময় দিয়ে ফরেক্স মার্কেট এ ফরেক্স এর কোন সমস্যা হয়েছে কিনা তা বোঝার জন্য আমি ফরেক্স অনেক চেষ্টা করি।
-
লস হতেই পারে আবার লাভও হতে পারে তাইবলে আমার লাভ হচ্ছে বলেই যে আমর ব্যাবসা করতে হবে আর লস হলে বলেই ব্যাবসা করতে হবে না তার কোন কারন নাই। লস করলে কি সের জন্য লস করেছে সেই বিষয় জেনে সংশোধন করে আবার ব্যাবসা আরাম্ভ করবো বলে আশা করি।
-
লসে পড়লে আমাদের পুনরায় এনালাইসিস করা উচিত। লসের ট্রেডটি লাভে রূপান্তর হবার সম্ভাবনা কতটুকু।সে হিসেবে সিদ্ধান্ত গ্রহন করা।প্রয়োজনে লসে ট্রেডটি ক্লোজ করে দেওয়া। লস মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। সব ট্রেড লাভ হবে না। গড়ে লাভ হবে। একজন সাধারন ট্রেডার অল্প লাভে ট্রেড ক্লোজ করে আর লস লালনপালন করে
অনেক স্বাস্থ্যবান করে। আর একজন দক্ষট্রেডার মার্কেটের গতি বুঝে নিদিষ্ট জায়গায় ট্রেড লাভে ক্লোজ করে এবং লসে থাকা ট্রেড শুরুতেই ক্লোজ করে দেয়। এখানেই পার্থক্য একজন দক্ষ ট্রেডারের। ফরেক্স ব্যবসায় লস তো থাকবেই। যারা লসকে নিয়ন্ত্রন করতে পারবে তারাই দক্ষ বা আদর্শ ট্রেডার।
-
আসলে লাভ-লস সব বিজনেসেই থাকে। ফরেক্সও একটা বিজনেস তাই লাভ-লস এখানেও থাকবে এটাই স্বাভাবিক।বিজনেসে লাভ হলে যেমন অতি উৎসাহে আত্মহারা হতে নেই তেমনি লস হলেও হিতাহিত জ্ঞান হারিয়ে পাগল প্রায় হতে নেই। কারণ, কোন বিজনেসেই সব সময় ভালো যায় না আবার খারাপ সময়ও সারাজীবন থাকে না। তাই ফরেক্সে লস হলে খুব বেশি আপসেট না হয়ে ঐ দিনের জন্য ট্রেড বন্ধ করে ঠাণ্ডা মাথায় চিন্তা করা উচিত কেন লস হল আর ভবিষ্যতে কিভাবে এই লস কাটিয়ে উঠা যায়।
-
ফরেক্স মার্কেট এ লস এর পর আমি যা করি তা হল যে, যেখান থেকে লস হয়েছে তা আমি খুতিয়ে ভাল করে দেখি এবং তা থেকে ভাল করে বুঝে আমি শিখি যাতে পরে আর কোন এই ধরনের কোন সমস্যা না হয়। ফরেক্স প্রতিনিয়ত নতুন নতুন করে অনেক কিছু শিখায়। আর এই ভুল ও লস থেকে আর নতুন নতুন করে অনেক কিছু শিখতে পারি।
-
ব্যক্তিগতভাবে লস এরপর আমি আমার লস করার কারনগুলো খুজে বার করি। যদি আমার কোনো ভুল হয় ভুলগুলো কেনো হল তার কারন ও পতিকার খুজে বের। কারন ভবিষ্যতে যেন আমি এই ভুল গুলা না করি। আমার মতে ভুল খুজে বের করা একজন ভাল ট্রেডারের অন্যতম প্রধান কাজ। তা না হলে বার বার লস করতেই থাকবো।
-
আমি মনে করি লাভ লস ব্যাবস্যর একটি অংশ। এই বলে আমের লাভ হছে বলেই যে আমর ব্যাবসা করতে হবে আর লস হলে বলেই ব্যাবসা করতে হবে না তার কন কারন নাই। লস করলে কি সের জন্য লস করেছে সেই বিশয় জেনে সংসধন করে এবার ব্যাবসা আরাম্ভো করা।
-
ফরেক্স ট্রেডিংয়ে লস করাটা একটা স্বাভাবিক ব্যাপার। আবার কিছু আছে যা হল অস্বাভাবিক।আর এ অস্বাভাবিক লস হয় মূলত ফরেক্স মার্কেটে ট্রেডিং করার যাবতীয় বিষয়াবলী সঠিকভাবে না জানার কারনে। তবে আমি যখন ফরেক্স ট্রেডিংয়ে লস করে থাকি তখন আমি লস কেন করলাম তা খুঁজার চেষ্ট করি এবং তা সংশোধন করি ও ভবিষ্যতে যাতে এ রকম লসের সম্মূখীন না হতে হয় সে ব্যাপারে সতর্ক হই। লসের পর আমি মার্কেট এনালাইসিস আরও ভালোমত করি ওমার্কেটের গতিবিধির সাথে আমার চিন্তাধারা কেন মিললো না তা দেখি।মোটকথা, লস হওয়ার পর তা থেকে শিক্ষা গ্রহণ করি যাতে ভবিষ্যতে এরকম না হয়।
-
লস এর পর আমি যা করি তা হল, যেখান থেকে আমার লস হয়েছে তা আমি ভাল করে খুতিয়ে দেখি যে আমার কী করে কী ভাবে আমার লস হয়েছে তা কী কারনে আমার লস হয়েছে তা আমি ভাল করে দেখি এবং তা বোঝার চেষ্টা করি। আর সেখান থেকে আমি ভাল করে দেখার পর আমি সেখানে ট্টেড করে জয়ী হবার চেষ্টা করি যাতে আমার কোন সময় তা আর লস না হয়।
-
আমার যখন লস হয় তখন আবার সাথে সাথে ডিপোজিট করে লস রিকোভার করার চেষ্টা করি। কিন্তু তখন লসের পরিমাণ আরো বেড়ে যায় সুতরাং আমার মতো কেউ এই রকম করিবেন না। কারন লস হলে আমার মাথায় কাজ করে না, তাই এরকম হয়।
-
অনিক বিশ্বাস ডেমো ট্রেড কত দিন করতে হবে তা বলা যায় না কিন্তু আমাদের ৩৪ মাস ডেমো ট্রেড করা উচিৎ । তবে ডেমো ট্রেড পুরোপুরি না বুজা পজন্ত আমাদের ডেমো ট্রেড করে যেতে হবে পুরপুরি ডেমো ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার পর আমাদের রিয়েল ট্রেড এ যেতে হবে । প্রত্যেক পটাকােপই উভয় লাভ ও ক্ষতির কারণঅভিজ্ঞতাশ্রেষ্ঠ শিক্ষাই আর মূল্যনির্ধারণ করে নেই ফরেক্স এ ।
-
আমরা সবাই ফরেক্স করতে এসে ভাবি যে আমরা লাভ করব। কিন্তু এটা একটা বেবসা আর সব বেবসাতেই লাভ বা লস আছে। আমাদের লস হতেই পারে। আমাদেরকে লস এর কারন বের করতে হবে। সেই ভুল গুলা জাতে আর না হ্য সেদিকে খেয়াল রাখতে হবে। আর জদি আমরা লস রীকোভার করতে চাই তাহলে আমরা জেন বর লটে ট্রেড না করি। আমাদের ট্রেড করা শিখতে হবে। নিউজ আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বেসি লস করে ফেললে আপনি একটু রেস্ট নিয়ে ট্রেড দেন।
-
আসলে এটা স্বাভাবিক আমার যখন প্রথম লস যায় তখন আমি অনেক মন খারাপ হয়ে ছিল। তারপর আমি মনে করলাম যে, যে কোন ব্যবসা করতে গেলে লস্ হয়ে থাকে। তাই লসের জন্য মন খারাপ না করে আবার আমি কাজ শুরু করি।
-
ফরেক্স মার্কেটে লস এর পরে আমি কিছু দিন ট্রেড বন্ধ রাখি। ছোট লস হলে দু’এক দিন পরে লসের কারন খুজে বের করি। এবং শেখান থেকে শিক্ষা গ্রহন করিন। আর বড় লস হলে বেশ কিছু দিন ট্রেড বন্ধ রেখে মাইন্ড সেটের জন্য কোথাও না কোথাও যেমন সমুদ্রের পাড়ে ঘুরতে যাই এবং ফিরে এসে দেখি কেন লস করলাম। নিজেকে সংশোধন করে আবার শুরু করি।
-
লস হলে মনটাকে যে ধরে রাখতে পারে তার জন্য ফরেক্স মার্কেট করা খুবই সহজ । অামরা বেশী থেকে বেশী লস রিকভার করার চেষ্টা করব । যে রিকভার করা শিখেছে তার জন্য লস করা সাজে । অতএব লস হওয়ার অাগেই অামরা ধৈর্য্যের সহিত কাজ করব । অামরা লাভবান হতে পারব ।
-
লস হলে আমার মাথায় কাজ করে না যার ফল কিন্তু খুব খারাপ হয়্। আশা করি আমার মতো সবাই হবেন না। আমি চেষ্টা করছি সব কিছু change করতে কারন, আমি যদি ফরেক্স ব্যবসা সাফল্য পাইতে চাই আমাকে অবশ্ই change করতে হবে আমাকে আমার প্লান।
-
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন লস হলে নতুন করে আবার করব।।