-
ফরেক্স মার্কেটে ট্রেডং করা অনেক সহজ প্রফিট করাও সহজ কিন্তু মার্কেটে টিকে থাকা অনেক কঠিন তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে যে ট্রেডার প্রফিট করতে পারবে নিয়মিত এবং মার্কেটে টিকে থাকতে পারবে সেই ট্রেডার মার্কেট থেকে সিটকে পড়বেনা,তাই আমি মনেকরি ট্রেডিং করার সময় আমাদের মাথা ঠান্ডা রেখে ফরেক্স ট্রেডিং করা।
-
ফরেক্স মার্কেটে ২ ভাবে লাভ করা যায় দাম বারলেও লাভ হয় আবার দাম কমলেও লাভে হয় এই দুভাবেই ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব।ভালো ভাবে ট্রেড করলে লসের সম্ভাবনা নেই।ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা উচিত সময় নিয়ে।তড়িঘড়ি কোন কাজই যেমন সফলতা আনতে পারে না তেমনি ধিরস্থিরভাবে কাজ টেকশই/মজবুত হতে পারে সেজন্য প্রফিট করা যতই সহজ হোক না কেন ফরেক্স মার্কেট-এ বুঝে ট্রেড করা উচিৎ।ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ট্রেড সম্পরকে জানতে হবে।তাই আমি বলি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয়।
-
আমি মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক সহজ কারন আপনি যখন একটা কাজ পারবেন না তখন আপনার কাছে সেই কাজ টা অনেক কঠিন মনে হবে আর আপনি যদি যেই কাজটা শিখে নেন তাহলে সেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে তেমনি আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে ফেলেন আর নিয়মিত লাভ করতে পারবেন
-
ফরেক্স এমন ই একটি মার্কেট এখানে ভুল করলে খুব বিপদ. কারণ নতুন যে সকল ট্রেডার তারা অনেক ইনকাম এর জন্য বড় বড় লট এ ট্রেড ওপেন করে. হয়তো কিছু কিছু ট্রেড এ অনেক লাভ হয় আর একটি ট্রেড যদি আপনি ভুল করেন আপনার একাউন্ট ০ করতে বেশি সময় লাগবে না. এ জন্য যারা নতুন ট্রেডার তাদের বলবো ছোট ছোট লট এ ট্রেডিং করেন লস হলে কম হোক. আপনার একাউন্ট এ যদি ১০০ ডলার থাকে আপনি সর্বোচ ০.১০ লট এ ট্রেড করলে একাউন্ট ০ হবে না. এর বেশি লট এ ট্রেডিং করলে ফরেক্স আপনাকেই বিদায় দিবে.
-
যেকোন কাজই জানার আগে অনেক কঠিন থাকে এটাই স্বাভাবিক। তবে যদি ধৈর্য্য সহকারে সেই কাজের সঙ্গে লেগে থাকা যায় এবং সেই কাজটার সকল ধরনের প্রসেস কে জানার চেষ্টা এবং সেগুলো আত্বস্ত করা যায় তাহলে সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। ফরেক্স ও তার বাইরে নয়। কিন্তু দু:খের বিষয় প্রায় সব ট্রেডার মনের করেন ফরেক্স টাকার খনি এবং কোন রকমের শিক্ষা এবং অভিজ্ঞতা ছাড়াই ট্রেড করা শুরু করেন এবং ফলাফল হয় একাউন্ট জিরো। অনেকে যখন দেখেন যে, শেখা ছাড়াতো ট্রেড করা যাবে না তখন শেখা শুরু করে দেন এবং পরবর্তীতে মার্কেট এর ব্যপারে জ্ঞান অর্জন করেন এবং লাভবান ট্রেডারে পরিনত হন।
-
ফরেক্স এ ট্রেড করা সহজ অবশ্যই । কিন্তু এখান থেকে লস করা আর বেশি সহজ যদি ট্রেড নিয়ে কোন অভিজ্ঞতা না থাকে। অনেকে অল্প পুজি দিয়ে ট্রেড করা শুরু করে যদি তারা ঠিকমত কাজ করতে পারে তাহলে তারা সল্প পুজি তেও লাভ করবে। কিন্তু কিছুই জানা না থাকলে লস খাবেই ।
-
ফরেক্স এ ট্রেড করা সহজ কিন্তু প্রফিট করা অনেক কঠিন। এখানে ইনভেস্ট করলেই যে আয় করা যায় তা নয়। অনেক সময় এবং শ্রম দরকার। সফলতার জন্য অনেক ট্রেডার আছেন যারা ৪-৫ বছর ধরে লস করার পর ও টে্ড করে যাচ্ছেন।
-
ফরেক্স ব্যবসা তখনই সহজ যখন এই মার্কেট এর সাইকোলজি পুরোপুরি বোঝা যাবে তখন। মার্কেট এর সাইকোলজি বুঝতে অনেক সময়ের ব্যপার। আর ফরেক্স মার্কেট এর সংগে দীর্ঘদিন লেগে থাকবেন এবং নিজের ভূলগুলো বার বার এনালাইসিস করতে পারবেন তারাই একসময় এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন আর না হলে অনেক কঠিন ব্যপার। যতটা সহজ মনে করি আমরা আসলে এত সহজ বিষয় নয় অনেক কিছু বুঝার ব্যপার আছে। অনেকে অনেক পরিমান লাভ করার পরও ধরে রাখতে পারেন না কারন সঠিক পজিশন না বুঝে ট্রেড করেন, মানিম্যানেজমেন্ট ঠিক থাকে না ট্রেড করার সময় ইত্যাদি। তাই তারহুরা করলে সমস্যা বড় হতে পারে তাই একটু ধীরে চলতে হবে এই ফরেক্স মার্কেট এ।
-
আধুনিক এ বিশ্বে ফরেক্স সবচেয়ে বড় বানিজ্যিক প্রতষ্ঠিান।এ প্রতিষ্ঠানে সব শ্রেণি পেশার মানুষ ট্রেড করতে পারে তবে এখানে ট্রেড করা অনেক সহজ কিন্ত প্রফিট করা খুবই কঠিন। আপনি যদি এ মার্কেটে ট্রেড করে প্রফিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্পাট হতে হবে, অভিজ্ঞতা অর্জন করেই পরিকল্পনামাফিক ধৈর্য ধরে ট্রেড করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন।
-
টাকা কমবেশি সবাই ইনকাম করতে পারে। তবে কে কতটা মেধাখাটিয়ে বা বুদ্ধিখাটিয়ে ইনকাম করছে সেটা দেখার বিষয়। ফরেক্সে দুটি বিষয় যার একটি হলো ট্রেড কার অপরটি হলো প্রফিট করা। একজন ভালো ট্রেডার হতে হলে অবশ্যই তাকে দক্ষ হতে হবে। এ জন্য ফরেক্সে সময় ব্যয় করতে হবে। টেকনিক গুলো শিখতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে। তারপর প্রফিট এর চিন্তা মাথায় নিয়ে আসতে হবে। কারন একজন দক্ষ ট্রেডারই পারে নিজের মেধা কে কাজে লাগিয়ে প্রফিট এর মুখ দেখতে হবে। ফরেক্স অনেকটা বিজনেস এর মতো। এ জন্য এখানে লাভ-ক্ষতি দুটোই থাকবে। তাই প্রফিট এর উল্টোপাশে লসের ব্যাপারটা মাথায় নিয়ে এবং অনুরূপ মনোবল নিয়ে ট্রেড করা উচিত।
-
হ্যা ভাই আপনি সত্যই বলেছেন যে, এখানে ট্রেড করা বা নেওয়াটা অনেক সহজ কিন্তু প্রফিট করাটা আসলেই অনেক কষ্টসাধ্য দুঃসাধ্য বলা যায়। তবে কোন কাজকে কঠিণ মনে করে সেটা থেকে নিজেকে বিরত রাখা সবথেকে বড় ভুল হবে। তাই আমাদেরকে সর্বাত্বকভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে জয় করতে জানতে হবে। কারন এখানে লস যেমন রয়েছে সেরকম দ্বিগুণ পরিমাণে লাভও করা সম্ভব।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা শুধু ডিপোজিট করে আর জিরো হয়ে যায়। আবার ডিপোজিট করে কিছুদিন পরে আবার জিরো হযে যায় কিন্তু তারা ফরেক্স থেকে না সরে ট্রেড করতেই থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব সহজ কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ভালভাবে ফরেক্স বুঝতে হবে। তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।
-
আসলে প্রথম দিকে এই ফরেক্সকে অনেক সোজা মনে হয়। কিন্তু এটা নির্ভর করে যে ট্রেড করবে সে কতটা পারদর্শী। আমার কাছে এটাকে অনেক কঠিন মনে হয়। আমার অনেক পরিসশ্রম করতে হএ অল্প লাভের জন্য।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা ্অনেক সহজ। আপনি চাঈলে নিউ ্অডার এ ক্লিক করে বাঈ ্অথবা সেলে ক্লিক করলে আপনার একটি ট্রেড করা হয়ে যাবে। কিন্তু ট্রেড করলেঈ আপনার লাভ হবে না ট্রেডটি আপনার অনুকুলে যেতে হবে । এজন্য আপনি চাঈলেঈ লাভ করতে পারবেন না। লাভ করার জন্য আপনাকে এনালাঈসিস করতে হবে।
-
তড়িঘড়ি কোন কাজই যেমন সফলতা আনতে পারে না তেমনি ধিরস্থিরভাবে কাজ টেকশই/মজবুত হতে পারে। সেজন্য প্রফিট করা যতই সহজ হোক না কেন ফরেক্স মার্কেট-এ বুঝে ট্রেড করা উচিৎ। ফরেক্স মার্কেট-এ টিকে থাকা অনেক বড় চালেঞ্জ। ফরেক্স মার্কেট-এ কেনা ও বেচায় লাভ থাকায় প্রফিট করা নিশ্চিত। প্রয়োজন কেবলমাত্র দক্ষতা, মেধা ও মননশীলতা।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে ২ ভাবে লাভ করা যায় দাম বারলেও লাভ হয় আবার দাম কমলেও লাভে হয় এই দুভাবেই ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব।ভালো ভাবে ট্রেড করলে লসের সম্ভাবনা নেই।ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা উচিত সময় নিয়ে।তড়িঘড়ি কোন কাজই যেমন সফলতা আনতে পারে না তেমনি ধিরস্থিরভাবে কাজ টেকশই/মজবুত হতে পারে সেজন্য প্রফিট করা যতই সহজ হোক না কেন ফরেক্স মার্কেট-এ বুঝে ট্রেড করা উচিৎ।ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ট্রেড সম্পরকে জানতে হবে।তাই আমি বলি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা ্অনেক সহজ। আপনি চাঈলে নিউ ্অডার এ ক্লিক করে বাঈ ্অথবা সেলে ক্লিক করলে আপনার একটি ট্রেড করা হয়ে যাবে। কিন্তু ট্রেড করলেঈ আপনার লাভ হবে না ট্রেডটি আপনার অনুকুলে যেতে হবে । এজন্য আপনি চাঈলেঈ লাভ করতে পারবেন না। লাভ করার জন্য আপনাকে এনালাঈসিস করতে হবে।
-
আমার মতে ফরেক্স ব্যবসায় মার্কেট সম্পর্কে আপনার এই মন্তব্য অনেকটাই সত্যি । যারা অল্প কাজ করে বেশী লাভবান হতে চায় তারা কখনও লাভবান হতে পারে না, কারণ তা সম্ভব না । ফরেক্স ব্যবসায় মার্কেটে তাদের ট্রেড করতে আসা উচিত যারা কাজ করে সময় নিয়ে প্রফিট করতে পারবে তাদের । যদি সময় বেশী দেয়া যায় তবে প্রফিট করা যায় । এজন্য আপনাকে পরিশ্রমী ও দক্ষ হতে হবে।
-
ফরেক্স এ ট্রেড এবং নিয়মিত প্রফিট করা কঠিন। একটা কার্যকরী ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা অার দক্ষতার প্রয়োজন। না বুঝে ট্রেড করলে ও অনেক সময় প্রফিট হতে পারে কিন্তু নিয়মিত প্রফিট করতে গেলে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। না বুঝে করা কোন কাজ বেশিদিন টেকে না এজন্য দক্ষতা বাড়াতে হবে ট্রেডিং এ প্রফিট অটোমেটিক হতে শুরু করবে।
-
মি বিশবাস করি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয় । কারন সবাই মনে করে যে ফরেক্স টাকা আয় করার জন্ত্র। বুত ফরেক্স ব্যবশাতে অনেক লস অ আছে। তাই ফরেক্স থেকে টাকা আয় করা খুব সহজ নয়। ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ট্রেড ও কারেঞ্চি সম্পরকে জানতে হবে। তাই আমি বলি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয় ।
-
ঠিক বলেছেন ভাই যে এই মার্কেট এ টিকে থাকাটাই অনেক অনেক কঠিন ব্যাপার। আপনি যদি কোন রকমে এই মার্কেট এ টিকে থাকতে পারেন কোন লস ছাড়াই তাহলে আমি বলব যে আপনি একদিন একজন সফল ট্রেডার হতে পারবেন। কিন্তূ এই মার্কেট এ টিকে থাকাটা যে কত কঠিন তা একমাত্র যারা এই মার্কেট একবার এসেছেন তারাই জানেন।
-
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন যে, এখানে ট্রেড করাটা অনেক সহজ কিন্তু প্রফিট করাটা আসলেই অনেক কষ্টসাধ্য। তবে কোন কাজকে কঠিণ মনে করে সেটা থেকে নিজেকে বিরত রাখা সবথেকে বড় ভুল হবে।এখানে কঠিন কাজ টাকে জয় করতে হবে।তাই আমাদেরকে সর্বাত্বকভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে জয় করতে হবে। কারন এখানে লস যেমন রয়েছে সেরকম দ্বিগুণ পরিমাণে লাভও করা সম্ভব।আর একটা বিষয় হলো ভয়ের পরেই জয় এটা তো কথায় আছে। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করতে পারলে অবশ্যই আমরা সকলেই সফল হতে পারবো। ইনশাআল্লাহ।
-
ভাই আপনি যথার্থই বলেছেন।বাস্তবেও ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ বাট প্রফিট করা অনেক কঠিন।ট্রেড তো যে কাউকে দেখিয়ে দিলে করতে পারবে কিন্তু প্রফিট কি ভাবে আসবে এটা তো অনেকেই জানেনা।এর জন্য দরকার প্রচুর এনালাইসিস এবং দক্ষতা।আপনি যদি নিজেই না জানেন কখন ট্রেড এন্টি করবেন বাই এ এন্টি করবেন না সেলে তাহলে আপনি প্রফিট করবেন কিভাবে।দেখা যাচ্ছে আপনি সেলে ট্রেড এন্টি করে বসে আছেন কিন্তু মার্কেট ক্রমাগত উপরে উঠছে।এতে তো আপনার লসই হবে।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করেই আপনাকে ফরেক্স এ ট্রেড করা শুরু করতে হবে।ফরেক্স মার্কেট এ টিকে থাকা বড় কঠিন আর যারা টিকতে পারে তারাই তো সফল।তাই ট্রেড এন্টি করলেই লাভ হবে এমন নয়।ট্রেড এন্টি করলে লস হয়ে আপনার একাউন্ট জিরোও হতে পারে।
-
আমি নতুন ফরেক্স এ।আমার ইদানিল খুব ইচ্ছে হচ্চে ফরেক্স টেড করতে।আপনাদের মতামত কৌশল ও উপদেশ আমি প্রতিনিয়ত এন্যলাইসিস করি।ফোরামে না আসলে অনেক কিছু জানতাম না।সবই আপনাদের সাপোর্ট। আশা করি নিজেকে ফোরাম এর সাথে যুক্ত রেখে আপনাদের পাশে থাকবো।ফোরাম আসলে ফরেক্স শিখার বিদ্যালয়।নতুনদের ক্ষেত্রে ফোরাম ফরেক্স শিক্ষার বেষ্ট প্লেজ
-
ফরেক্স এ ট্রেড করা সহজ কিন্তু লাভ করা কঠিন কথাটা ঠিক কারন আমরা অনেকেই আছি যারা এই মার্কেট এ এসে কিছু না বুঝেই ট্রেড করে থাকি । এর কারনে আমরা লস করি ফরেক্স করতে হলে আমাদের লস থেকে দূরে সরে গিয়ে লাভ করতে হবে সফলতার জন্য ।
-
আপনার মতামতের সাথে আমি একমত পোষণ করছি, কারণ প্রতিনিয়ত নতুন নতুন অনেক ট্রেডার ট্রেডিং শুরু করছে, কিন্তু ফরেক্স সম্বন্ধে উপযুক্ত জ্ঞান ও অভিজ্ঞতা না থাকায় প্রফিট করতে পারছে না বরং লস করার মাধ্যমে ধীরে ধীরে ব্যালেন্স কে জিরো করে ফেলে ফরেস্ক থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, কেননা ফরেক্স ট্রেডিং শুরু করাটা যতটা সহজ এখান থেকে প্রফিট করাটা ঠিক ততটাই কঠিন, অর্থাৎ ফরেক্স সম্বন্ধে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা না থাকলে ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব না,তাই আমার মতে ফরেক্স থেকে ট্রেডিং করে প্রফিট করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে,সাথে ফরেক্সের ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে, নিয়ম মেনে সকল প্রকার এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে,সেইসাথে লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে,তাহলেই ফরেক্স মার্কেটে টিকে থেকে প্রফিট করা সম্ভব হবে ।
-
বাস্তব কথা বলেছেন ফরেক্সে ব্যবসা করা খুব সহজ কিন্ত প্রফিট করা সহজ নয়। প্রতিদিন এই মার্কেটে যে পরিমান লেনদেন হয় তাতে খুব অল্প সংখ্যাক ট্রেডারই লাভ করে থাকে বলে জেনেছি। এই মার্কেট থেকে লাভ করতে হলে যথেষ্ট দক্ষতাসম্পন্ন ও পরিশ্রমি হতে হবে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা শুধু ডিপোজিট করে আর জিরো হয়ে যায়। আবার ডিপোজিট করে কিছুদিন পরে আবার জিরো হযে যায় কিন্তু তারা ফরেক্স থেকে না সরে ট্রেড করতেই থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব সহজ কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ভালভাবে ফরেক্স বুঝতে হবে। তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।
-
কথাটা ঠিক। কারণ অনেক সমই দেখা যায় কেও কম সময়ে বেশি উপর্জন করে কিন্তু কেউ ২-৩ মাসে ছিটকে পরে যায়। তাই ভালো ভাবে ট্রেডিং করলে কখনো ছিটকে পরার ছাঞ্চে থাকে না। তাই বলা হয় ট্রেড করা সহজ কিন্তু প্রফিট করা সহজ নয়।
-
এটা আমিও বিশ্বাস করি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ কিন্তু প্রফিট করা অনেক বেশি কঠিন ।আপনি যদি ট্রেড ভালো ভাবে ধরতে পারেন তাহলে আপনার লাভ হবে নিশ্চিত । তাই আপনাকে দেখে শুনে ভালো ভাবে ট্রেড করতে হবে ।
-
জী হ্যা ফরেক্স এ এন্ট্রি নেওয়া খুব সহজ কিন্তু প্রফিট লক করা খুব কঠিন,আমরা খুব সহহে এন্ট্রি নিয়ে থাকি,কিন্তু প্রফিট করতে পারিনা,ফরেক্স ট্রেড থেকে প্রফিট লক করতে হলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে,কারণ দক্ষতা ছাড়া ফরেক্স প্রফিট অর্জন করা যাই না।
-
ফরেক্স সফলতার মূল মন্ত্র হচ্ছে দক্ষতা। যে যত বেশি দক্ষ তার লাভ করার সুযোগ তত বেশি। একজন দক্ষ ট্রেডারই পারেন ঠিকমত মার্কেট এনালাইসিস করতে। তাই বলাই যায় ট্রেড করা সহজ কিন্ত প্রফিট করা নয়
-
আপনি একদম সঠিক কথা বলেছেন। ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব সহজ, যে কেউ যখন তখন ট্রেড করতে পারবে কিন্তু সফলভাবে মুনাফা করা এতটা সহজ নয়। কারণ মুনাফা করতে হলে এই মার্কেটে ভালভাবে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার জন্য পর্যাপ্ত পরিমাণের জ্ঞান এবঙ অভিজ্ঞতার প্রয়োজন। তাই যারা ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে একমাত্র সেই এই মার্কেটে ভালভাবে এনালাইসিস করতে পারবে আর সেই এনালাইসিস এর উপর ভিত্তি করে সে খুব সহজেই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারে। আর সে ব্যক্তি সঠিকভাবে এনালাইসিস করতে না পারে সে কখনই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে না।
-
আমি মনে করি ফরেক্স থেকে আপনি যদি ভাল প্রফিট অর্জন করতে চান তাহলে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে। কারণ ফরেক্স মার্কেট এ যারা দক্ষ তারাই কেবল সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। আর আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে ফরেক্স সম্পর্কিত জ্ঞান বুদ্ধি কৌশল এবং বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানতে হবে ও শিখতে হবে। তাহলে আপনি ভাল প্রফিট অর্জন করতে পারবেন। ভালো জ্ঞান এবং দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার এই মন্তব্য অনেকটাই সত্যি । যারা অল্প কাজ করে বেশী লাভবান হওয়ার আশা করে তারা কখনও লাভবান হতে পারে না কারণ তা সম্ভব না । ফরেক্স মার্কেটে তাদের ট্রেড করতে আসা উচিত যারা কাজ করে সময় নিয়ে প্রফিট করতে পারবে তাদের । যদি সময় বেশী দেয়া যায় তবে প্রফিট করা যায় ।
-
, ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার এই মন্তব্য অনেকটাই সত্যি । যারা অল্প কাজ করে বেশী লাভবান হতে তারা কখনও লাভবান হতে পারে না কারণ তা সম্ভব না । ফরেক্স মার্কেটে তাদের ট্রেড করতে আসা উচিত যারা কাজ করে সময় নিয়ে প্রফিট করতে পারবে তাদের । যদি সময় বেশী দেয়া যায় তবে প্রফিট করা যায়
-
আমি আপনার কথার সাথে একমত।ফনেক্স ব্যবসায় ট্রেড সবাই করতে পারে কিন্তুু প্রফিট সবাই করতে পারেনা।তবে আমরা যদি ফরেক্স ব্যবসা ভালো করে শিখতে পারি তাহলে এখান থেকে অনেক প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি।আপনার মতামত কি?
-
হ্যাঁ,,, ফরেক্স মার্কেটে ডলার ডিপোজিট করে ট্রেড ওপেন করা খুবই সহজ,,, কিন্তু ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে প্রফিট অর্জন করা খুবই কঠিন কাজ । তার কারন হলো আমাদের মধ্যে লুকিয়ে থাকা লোভকে আমরা কন্ট্রোল রাখতে পারি না,,, সেই কারনে আমরা বড়ো বড়ো লটে ট্রেড ওপেন করি এবং সেই ট্রেড যদি লচের সম্মুখীন হয় তাহলে আমরা সেই লচকে পুশে রেখে বড়ো আকারের লচের সম্মুখীন হয়ে একপর্যায়ে ফরেক্স মার্কেট থেকে বিতাড়িত হয়ে যায় । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড ওপেন করা এবং লোভকে কন্ট্রোল রেখে অল্প অল্প প্রফিট আশা করে ট্রেড ক্লোজ করে দেওয়া,,,, ধন্যবাদ ।
-
অবশ্যই খুব ভালো ভাবে ফরেক্স সম্পর্কে জেনে তারপর ফরেক্স মার্কেটে ট্রেডে নামতে হবে,এই মার্কেটে ট্রেড করা অনেক সহজ কিন্তু ভালো ভাবে ফরেক্স সম্পর্কে না জানলে লাভ করা অনেক কঠিন ।এই মার্কেটে ২ ভাবে লাভ করা যায় দাম বারলেও লাভ হয় আবার দাম কমলেও লাভে হয় এই দুভাবেই ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব।কিন্তু লাভ করতে চাইলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।ফরেক্স মার্কেটে অনেক বেশী সময় দিতে হবে।তাহলেই ফরেক্স মার্কেট থেকে ভালো পরিমান টাকা ইনকাম করা সম্ভব। যে কেউ খুব অল্প মূলধন বিনিয়গ করে ফরেক্স এ ট্রেড শুরু করতে পারে কিন্তু ফরেক্স থেকে প্রফিত করা অনেক কঠিন কাজ। কারন ফরেক্স থেকে প্রফিট করতে গেলে আপনাকে অবশ্যই ফরেক্স জানতে হবে। তাই ফরেক্স এ কাজ করা খুব সহজ কিন্তু প্রফিট করা খুব কঠিন।
-
ঠিক কথা। ফরেক্স মার্কেটে ব্যবসা করা খুব সহজ কিন্ত প্রফিট করা সহজ নয়। প্রতিদিন এই মার্কেটে যে পরিমান লেনদেন হয় তাতে খুব অল্প সংখ্যাক ট্রেডারই লাভ করে থাকে বলে জেনেছি। এই মার্কেট থেকে লাভ করতে হলে যতেষ্ট দক্ষতাসম্পন্ন ও পরিশ্রমি হতে হবে।