-
ফরেক্স মার্কেটে লাভ ও লস মূলত ভাগ্যের উপর নির্ভর করে না।ফরেক্স মার্কেটে আপনি ভালোভাবে দক্ষতা অর্জন না করেই আপনি যদি রিয়েল ট্রেড শুরু করেন আর এতে করে আপনি লস খেয়ে একাউন্ট শূন্য করে ফেলবেন এবং লসের কারনটি নিজের ভাগ্যের উপর চাপাবেন এটা ঠিকনা।ফরেক্স মার্কেটে লাভ লস যদি ভাগ্যের উপর নির্ভর করতো তাহলে যারা লসখেত তারা কখনো আর ফরেক্স করতোনা।ফরেক্স মার্কেটে লাভ লস মূলত আপনার দক্ষতা অর্জনের উপর নির্ভর করে।এখানে ভাগ্যের কোন দোষ নেই।
-
এখানে ভাগ্য হল ৫% এবং বাকি ৯৫% হল আপনার চেষ্টা আর পরিশ্রম কেউ যদি মনে করেন যে শুধু বাই সেল দিয়ে দিলেই হল এবং বাকিটা ভাগ্যর ব্যাপার ! এই রকম থিউরিতে যারা বিশ্বাসি তারা অবশ্যই মার্কেট থেকে ছিটকে পড়তে বেশিক্ষণ লাগবেনা তাই নিজের কর্মের উপর বিশ্বাস রেখেই কাজ করে যান আর ফরেক্ন এর ক্ষেত্রে আপনার জ্ঞান ও অভিজ্ঞতাই হল আপনার সফলতার হাতিয়ার তাই ভাগ্যর উপর ছেড়ে না দিয়ে আপন কর্মের উপর আস্থা রাখুন
-
ফরেক্স মার্কেটের মধ্যে লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু তাই বলে আন্তাজে বা এলোমেলো ভাবে ট্রেড করা যাবে না, ফরেক্স ট্রেড মানে গুরুত্বপূর্ণ সুন্দর একটি ব্যাবসা, আন্তর্জাতিক ব্যাবসা, যে ব্যাবসা ছাড়া সারা বিশ্ব অচল হয়ে যাবে, কারণ এটা হল কোন দেশের মুদ্রা উন্নত হওয়া (দেশ উন্নত হওয়া)।
-
কিছু কিছু সময় লাভ অথবা লস ভাগাগের উপর নিরভর করে আবার কিছু কিছু সময় করে না। তবে আমার মনে হয় আমরা যদি নতুন নতুন কওসল আবিস্কার করতে পারি এবং কম ঝুকি নিয়ে বাবসা করি তবে আমাদের লস কম হবে।
-
ফরেক্স মার্কেটে লাভ লস ভাগ্যের উপর নির্ভর করেনা এটা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর আপনি যদি ফরেক্স সম্পর্কে খুব ভালো করে জানতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে খুব সহজে লাভবান হতে পারেন কিন্তু আপনি যদি অনভিজ্ঞ হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসেন তাহলে ত আপনি লস করবেন তাই ফরেক্স ব্যবসায় লাভ লসের জন্য কখনো ভাগ্য দায়ী নয় বলে আমি মনে করি
-
চরমতম সত্য একটা কথা বলেছেন। আসলেই লাভ অথবা লস ভাগ্যের উপর নির্ভর করে না। আপনার এনালাইসিস এবং মার্কেট প্রেডিকশান এর উপর নির্ভর করে মার্কেট যদি আপনার দেখানো পথে না চলে তবে বুঝতে হবে আপনার সিস্টেমে ঘাপলা আছে। তাই আগে নিজের সিস্টেম এর আদ্যোপান্ত ঠিক করুন।
-
যে কোন ব্যবসায় লাভ লস আছে । লাভ করতে হলে আপনাকে অভিজ্ঞাতা অর্জন করতে হবে । অভিজ্ঞাতা অর্জন করে সফল ট্রেডার হতে পারেন । লস হলে আপনাকে থুজে বের করতে হবে কি কারণে লস হয়েছে । লাভ-লস কখনো ভাগ্যের উপর নির্ভর করে না অভিজ্ঞাতার উপর নির্ভর করে ।
-
হা লাভ লচ ভাগ্যের উপর নির্ভর করে না ।ধারনার উপর নির্ভর করে আর অভিগ্ত্তার উপর নির্ভর করে।
-
আমিও ঠিক তাই মনে করি যে ফরেক্স ট্রেডিংয়ে লাভ বা লস আসলে ভাগ্যের উপর নির্ভর করেনা নির্ভর করে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর আর যাদের মধ্যে ঐ সকল ট্রেডিং গুনাবলী থাকে না বা অর্জনের মানসিকতা থাকেনা তারাই কেবল অযথা ভাগ্যের উপর দোষারোপ করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লাভ লস হয় তবে সেঠা ভাগ্যের উপর নির্ভর করে না এটা সম্পূর্ণ সত্ত্য কথা কারন ফরেক্স ট্রেডে লাভ লস হয় ফরেক্স অভিজ্ঞতার উপর নির্ভর করে তাই লস করলে ভাগ্যকে দোষ দিলে হবে না ।
-
ফরেক্স মার্কেটে লাভ এবং লস কনদিন ভাগ্যের উপর নির্ভর করে না কারন লাভ লস নির্ভর করে সুদুমাত্র ফরেক্স সম্পরকে জ্ঞানের উপর অভিজ্ঞতার উপর ফরেক্স ট্রেড করে লাভ অথবা লস হবে কিনা সেট্টা নির্ভর করে।
-
সবকিছু তো আর মানুষের ভাগ্যের উপর নির্ভর করে না। আপনাকে আগে জানতে হবে ফরেক্স সম্পর্কে, তারপর না আপনি ভাল একটা প্রফিট নিতে পারবেন।
-
আপনি যদি লস করেন আর সেই দোষ আপনার ভাগ্যের উপর দেন তাহলে আপনি কোনদিন ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারবেন না । ফরেক্স মার্কেট এ লাভবান হতে হলে আপনাকে প্রয়োজন মত ফরেক্স শিখতে হবে ।তাই কথাটা ঠিক, লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না ।
-
ফরেক্স মার্কেটে লাভ লস আপনার ভাগ্যের উপর নির্ভর করেনা আপনার অভিজ্ঞাতার উপর নির্ভর করে। যেকোন কাজে পরিশ্রম করলে ভাগ্য আপনার সহায় হবে। লস হলে কি জন্য লস হল এনালাইসিস করে বের হরতে হবে।
-
আমি ও এ ব্যপারে আপনার সাথে পুরোপুরি ভাবে একমত কারন আমিও মনে করি ফরেক্স ট্রেডিংযে লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে না এটি সম্পূন্য ভাবে নির্ভর করে ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর যার বলে একজন ট্রেডার ফরেক্স ট্রেডিংযে সফলতার মুখ দেখে।
-
আমি আপনার সাথে ১০০ ভাগ ১ মত। আসলেই ফোরেক্স মার্খেটে লাভ এবং লস ভাগ্যের উপর নির্ভর করেন না। ওটি নির্ভর করে আপনার অ্যানালাইসিস ক্ষমতা এবং মার্কেট সম্পর্কে আপনার জ্ঞানের উপর। আসলে আমার অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ার জন্য আমরা প্রতিনিয়ত লস করতে থাকি তাই ফোরেক্স মার্কেটে আমরা ভয়ে ভয়ে থাকি। কিন্তু আপনি যদি সঠিক অ্যানালাইসি করে সঠিক স্থানে ট্রেড রান করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনি নিজেই গড়তে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে লাভ অথবা লস আপনার ভাগ্যের উপর নির্ভর করে না আপনার যদি ফরেক্সে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতার থাকে এবং আপনি যদি ফরেক্সে সঠিক ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্সে থেকে লাভ করতে পারেন আর যদি ভুল ট্রেড করেন ফলে আপনার লস হবে
-
ব্যাবসা হল লাভ এবং লসের জায়গা, যেখানে লাভ হতে পারে লস হতেও পারে, তবে আপনি না জেনে ব্যবসায় লস দিয়ে ভাগ্যের উপর দোষ দিলে সেটা মানা যায়না । তেমনি ফরেক্স মার্কেটও লাভ লস হবে, তবে এখানেও ভাগ্যের উপর দোষ দিলে হবেনা কারন আপনার প্রচুর পরিমানে জ্ঞান ও পরিশ্রমের প্রয়োজন লাভ লস থেকে বাসতে হলে।
-
ফরেক্স মার্কেটে লাভ লস কোন ভাগ্যের উপর নির্ভর করে না এই কথা সত্য কথা ফরেক্স মার্কেটে লাভ লস নির্ভর করে ফরেক্স ট্রেড সম্পর্কে কেমন অভিজ্ঞতা আছে তার উপর ফরেক্স মারকেটের লাভ লস নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট লাভ লস নির্ভর করবে আপনার ফরেক্স এ অভিজ্ঞতার উপর । আপনি ফরেক্স মার্কেট এ যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন তত বেশি মুনাফা আয় করতে সক্ষম হবেন । আপনি কিছু না বুঝেই ট্রেডিং করলে আপনার লস হবেই । এই জন্য আপনাকে আগে ফরেক্স মার্কেট ভালো এনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম কানুন জানতে হবে । আপনি ফরেক্স মার্কেট এ যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি মুনাফা আয় করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ লস এর কারন কোন ভাগ্য এর দোষ না । ফরেক্স মার্কেট হল একটি লোভী বিজনেস । ভাগ্য এর উপর এ লাভ এবং লস নিরবর করে না । ফরেক্স লাভ -লস নিরবর করে মার্কেট এ ভালো না বুঝার কারনে ।
-
ফরেক্স করে লাভ অথবা লস ভাজ্ঞের উপর নির্ভর করে না কারন ফরেক্স মার্কেটে লাভ অথবা লস ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অথবা জ্ঞান অর্জন করার উপর নিরভইর করে তাই লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে ভ আল জানা দরকার।
-
আসলে ফোরেক্সটা নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর। আপনি যত বেশিদিন থাকবেন এই মার্কেটে আপনি ততোঅভিজ্ঞ হবেন। আর আপনার মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা বাড়লে আপনার লসের পরিমান বেড়ে যাবে। আর আপনার লস এবং লাভ নির্ভর করবে আপনার অ্যানালাইসিসের উপর। কখনওই ভাগ্যের উপর নয়।
-
আপনি ফরেক্স কে জতটা জানবেন যেভাবে কাজ করতে পারবেন যত অভিজ্ঞ হবেন তার উপর ভিত্তি করে আপনার লাভ কিংবা লস হবে তাই ভাগ্যর দোষ দিয়ে কোন লাভ নাই। এটা কোন লটারী বিজনেস না যে ভাগ্যর চাকা আপনার দিকে ঘুরলেই আপনি কটিপতি হয়ে যাবেন।তাই আগে ভাল করে ফরেক্স সর্ম্পকে জানুন ।ট্রেড সর্ম্পকে জানুন তারপর ট্রেড করুন তাহলে লাভ এর পরিমান বেশি হবে লস এর চেয়ে।
-
অবশ্যই কারণ আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করেন নিজের যোগ্যতায় এতে ভাগ্যের কোন হাত নেই আপনি যদি খুব ভালো করে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে অবশ্যই ফ০রেক্স মার্কেটে আপনি লাভবান হবেন আর আপনি যদি ভালোভাবে এনালাইসিস করতে না পারেন তাহলে তো লস হবেই এটা সম্পূর্ণ আপনার উপর নিওরভর করে
-
ফরেক্স মার্কেট এ ভাগ্য কোন প্রকার ভুমিকা পালন করে না। ফরেক্স মার্কেট এ ট্রেড করি আমরা আমদের মেধা দিয়ে। আপনি যদি ভালোভাবে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি ফরেক্স মার্কেট এ জতবেসি ভালো ট্রেড করতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন। তাই আমি বলবো যে ফরেক্স মার্কেট এ লাব হোক বা লস হোক উভইটি আপনি নিজেই করেছেন।
-
অ্যাকাউন্টে ট্রেড করার একটাই উদ্দেশ্য যেন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে সফলতা অর্জন করতে পারে একজন ট্রেডার এজন্য ডেমো অ্যাকাউন্টে সবাই একটু বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে বাস্তবে তার এতটাকা ডিপোজিট করার সামর্থ্য দেখা যাবে অনেকেরই নেই তবে বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড করার মজাই আলাদা তাই সবাই ডেমো অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে একজন ট্রেডার দক্ষ হওয়ার জন্য ডেমো অ্যাকাউন্টে প্রাক্টিস করা অত্যন্ত গুরুত্বপূর্ন।
-
ফরেক্স একটা ইন্টারন্যাশনাল বিজনেস এটা আপনার ভাগ্যর উপর নির্ভর করবে না এটা নির্ভর করবে আপনার ফরেক্স যোগ্যতার উপর । ফরেক্স এ যেমন ল্যাব হয় তেমন লস ও হয় তাই আপনাকে ভাগ্যর উপর বসে না থেকে ভাল করে ফরেক্স বুজতে হবে ফরেক্স মার্কেট এ সব সময় আপডেট নিউজ নিতে হবে তবেই আপনার লস হবে না
-
ভাগ্যে নির্ভর আমরা তখনই করি যখন আমরা আন্দাজে ট্রেড করি । আআমদেরকে এনালাইসিস করে ট্রেড করতে হবে । আপনি যদি এনালাইসিস করে ট্রেড করতে থাকেন তাহলে আপনি একসময় ফরেক্স মার্কেট এর বিষয়ে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন । দক্ষতা আর অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করা যায় না । আর মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপুর্ন একটি বিষয় । এটি মাথায় রেখে মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করলে হাজার ডলারের একাউন্টও জিরো হতে পারে ।
-
লাভ-লস কখনই ভাগ্যের উপর নির্ভর করে না ।লাভ হলে অনেকে বলেন নিজের কারনে আবার লস হলে বলেন ভাগ্যের কারনে আসলে এ সব ধারনা ভুল । লাভ লস বিজনেসের একটি অংশ সকল কাজেই লাভ লস রয়েছে । আর ফরেক্স মার্কেট এ লাভ লস নির্ভর করে আমাদের অভিজ্ঞতা আর দক্ষতার উপর ।
-
আপনি নিজের ভাগ্য চাইলে নিজে নিজেই গড়তে পারেন এর জন্য কোন বাধা নেই । নিজের আত্মবিশ্বাস নিয়ে ফরেক্স মার্কেট এ কেউ কখনই ভাগ্যের উপর বিশ্বাস করবেন না তাহলে আপনি আপনার সব হারাতে পারেন ফরেক্স করতে হলে নিজেকে বিশ্বাস করেই ট্রেড করতে হবে । তবেই আপনি ফরেক্সে সফল হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে সবার ভাগ্য একসমান বলে আমি মনে করি। এখানে ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য্ বলতে কিছুনাই। এ জন্য এই মার্কেট এ জ্ঞেনের দরকার আছে জ্ঞান বিহীন ফরেক্স ফলহীন গাছের মত আমি মনে করি, নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হয়, ব্যাপারটি এমন যে একটি আম গাছে একটি পাকা আম ঝুলে আছে কিন্তু সে আমটি খাওয়ার জন্য আপনাকে কষ্ট করে তা পেড়ে খেতে হবে। ভাগ্যের ব্যাপারটি আমার কাছে এমনি মনে হয়। হয়ত আপানর ভাগ্যে আছে কিন্তু আপানাকে এ জন্য চেষ্টা করতেই হবে।
-
লাভ অথবা লস এই দুইটি ঘটবেই ফরেক্স এ , আসলে আপনি যদি ভাজ্ঞের কথা বলেন , ফরেক্স এ এটা ঘতে না, আপনি অবশ্যই লক্ষ করেছেন যে বেশির ভাগ মানুষ ফরেক্স এ লস করে থাকে এবং সেটা সম্পূর্ণ তাদের নিজেদের জন্য , অন কাওকে দোষ দিয়ে লাভ নেই এতে
-
ফরেক্স মারকেট কন ভাগ্য পরিক্কার জায়গা না যে ফরেক্স ট্রেডে লাভ আর লস হবে ভাগ্যের উপর নিরভর করবে কারন ফরেক্স মারকেট একটি ব্যবসা এই ব্যবসা করতে হলে ফরেক্স সম্পরকে জানতে হবে ফরেক্স অভিজ্ঞতা অরজন করতে হবে তাহলে ফরেক্স মারকেটে লাভ করা যাবে ।
-
ফরেক্স মার্কেট এর লাভ ও লস দুইটা নিরভর করে আপনি কিভাবে ট্রেড করেন তার উপর এখানে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। কারন আল্লাহ নিজেই বলেছেন যে মানুষ যেটা চায় সেটা পায়,তার জন্য তাকে শুধু নিজের মত চেষ্টা করতে হয়। তাই আপনি ফরেক্স এ লাভ করবেন কি লস করবেন সেটা সমর্পণ আপনার নিজের উপর নিরভর করে।
-
ফরেক্স মার্কেটে লাভ অথবা লস নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর কখনোই ভাগ্যের উপর নয়।ফরেক্স মার্কেট আয় অথবা ব্যয় নির্ভর করবে আপনার কর্মের উপর আপনি ভুল করে ভাগ্যের দোষারপ করবে তা কখনই ঠিক নয়।তাই ভাগ্যেকে দোষ না দিয়ে ফরেক্সকে জয় করেন আপনার মেধা শ্রম ওজ্ঞান দিয়ে। তাহলেই আপনি সামনে আগাতে পারবেন।তাই আমার মনে হয় ফরেক্স করে নিজের ভাগ্য নিজেকই পাল্টাতে হবে।ধন্যবাদ
-
কথাটা পুরোপরি সত্য । কেননা যে ফরেক্সে লোভ বেশী করবে সে তত বেশী ক্ষতির ভিতরে পড়বে । আর যে লোভকে ছেড়ে দিবে সে অবশ্যই লাভবান হবে । সুতরাং আমি বলব লাভ বা লস হয়ে থাকে নিজের ট্রেডের উপর নির্ভর করে । বুঝে শুনে যে ট্রেড করে সে তো লাভবান হতে পারে আর যে সম্যক ধারণা রাখে না সেতো লসের মুখে পড়ে ।
-
ফরেক্সে ভাগ্যের কোন ব্যাপার নেই। ফরেক্স ট্রেডে লাভ বা লস নির্ভর করবে আপনার সেন্টিমেন্টের উপর। ধৈর্য্য সহকারে যত সূক্ষ্ণ বিশ্লেষণ করতে পারবেন তত লাভের সম্ভাবনা বাড়বে। তাড়াহুড়ো করতে যাবেন না, বেশি লোভ করবেন না, ট্রেড করতেই হবে এমন দৃঢ়প্রতিজ্ঞ হবেন না।
-
কিছু মানুষ আছে যারা নিজের দোষ কখনও মেনে নেয় না। লস করলে বলে কপালে নাই। তাদের জন্য ফরেক্স না। এখানে কেউ মার্কেট পরিবর্তন করতে পারে না। এখানে পরাসুনা করে আনাল্যসিস করে ট্রেড করতে হয় তাহলে লাভ হবে।
-
আমরা যেকোন কাজ করলে ফলাফল যাঈ হোক না কেন সেটাঈ ভগ্য নির্ধারিত থাকে বলে আমরা মনে করি। আমি যদি ভালো ট্রেড করি তা্হলে লাভ হবে এবং সেটাঈ ভাগ্যে ছিল বিপরিত আবস্থ হলে একঈ কথা।তাঈ আমি মনে করি পরিশ্রম করলে ভালো ্অভিজ্ঞতা হবে এভাবে ভালো লাভ করা যায় ভাগ্যের উপর নির্ভশীল হতে হয় না।