-
আমার জানামতে ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ২ দিন বন্ধ থাকে। মার্কেট খোলা অবস্থাই আপনি যেকোনো সময় আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন এতে কোন কারো বাধা নাই। তবে ফরেক্স মার্কেট যে ২ দিন বন্ধ থাকে সেই দুই দিন আপনি বসে না থেকে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে পারেন এতে আপনার অনেক অনেক লাভ করতে সাহায্য করবে।
-
আমি ও সবার সাথে একমত ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে । এখানে দিন রাত ২৪ ঘণ্টা যে কোন সময় ট্রেড করা যায় । সপ্তাহে ২ দিন বিরতিতে পুনরায় মার্কেট চালু হয় । যা ট্রেডারদের অবসর দেয় এবং রিফ্রেশ করে ।
-
ফরেক্স মার্কেটপ্লেস মূলত সপ্তাহে মোট ৫ দিন খোলা থাকে আর এই সময়ে আপনি আপনার ইচ্ছা মত এখানে ট্রেড করতে পারবেন। তবে এখানে দেখার বিষয় হল সব সময় ট্রেড করাটা প্রফিটঅ্যাবেল হবে কিনা কারন একজন ট্রেডার এখানে ট্রেড করে ভাল প্রফিট লাভের আশায় আর সেটিই যদি অর্জিত না হল তা হলে এত পরিশ্রম করে কি হল ?
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। প্রতিদিনই ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে। আপনি চাইলে ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। এর জন্য আপনার কোন বেধে দেয়া সময় নেই। যখনই সুযোগ পাবেন ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। আপনি চাইলে সব সময়ই কাজ করতে পারেন।
-
মার্কেট যতক্ষন খোলা আছে তার মধ্য যখন খুশি যতবার খুশি আপনি ট্রেড করতে পারবেন এমনি মর্কেট বন্ধ হওয়ার মিনিটেও আবার মার্কেট শুরু হওয়ার মিনিটেও। মার্কেট বন্ধ হওয়ার পর আপনি ট্রেড খোলা বা বন্ধ করতে পারবেন না।তবে মার্কেট মনিটর, এ্যানালাইসিস করতে পারবেন । ডিপোজিট করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ২ দিন বন্দ থাকে। শনিবার আর রবিবার এই ২ দিন ফরেক্স মার্কেট বন্দ থাকে। আর বাকি ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে এই ৫ দিন যে কনো সময় আপনি ফরেক্স মার্কেট এ কাজ করতে পারেন। কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি আপনার ইচ্ছা মত সম্যে ফরেক্স মার্কেট এ কাজ করতে পারেন।
-
ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে শনি ও রবি বার ছাড়া, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনি যখন উপযুক্ত সময় পাবেন তখনই ট্রেড করবেন।
-
হ্যা ভাই, ফরেক্স ট্টেডিং সব সময়ই করা যায়। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। ফরেক্স মার্কেট এ যদি সব সময়, অনেকটা সময় দিয়ে করা যায় তাহলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকটা জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা যায়।
-
ফরেক্স ট্রেডিং সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন খলা থাকে আর এই ৫ দিনের মধ্যে ২৪ ঘন্টা কাজ করা যায় এবং ২৪ ঘন্টা ট্রেড করা যায় ফরেক্স মার্কেট এই ৫ দিন ২৪ ঘন্টা খলা থাকে।
-
সপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। শনি ও রবিবার মার্কেট বন্ধ থাকে। এই দুই দিন বাদে যে কোন দিন যে কোন সময় ফরেক্সে ট্রেড করা যায়। তবে ফরেক্স মার্কেট ভাল ভাবে পর্যবেক্ষণ করলে যে কেউ বুঝতে পারবে কখন ট্রেড করলে ভাল লাভ হতে পারে। আর এই ভাবে ট্রেড করলে ফরেক্সে লস এর চেয়ে লাভ বেশি হবে।
-
আপনি যেকোন সময় ট্রেড করেতে পারবেন যতক্ষন মার্কেট খোলা থাকে। ফরেক্সে মার্কেট রবিবার রাত জিএমটি +3 (.00)এএম হতে শুক্রবার জিএমটি +3 (.00) পয়ন্ত খোলা থাকে। সপ্তাহে দুই দিন শনিবার এব্ং রবিবার বন্ধ থাকে ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে। শনিবার ও রবিবার সপ্তাহে এই দুইদিন বাদে আপনি যেকোন সময়েই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার আগে নিজেকে পরিপূর্ন দক্ষ ও অভিজ্ঞ করে তারপর ট্রেড করা উচিৎ।
-
শনি বার বাংলাদেশ সময় রাত ৩-৪ টা থেকে ফরেক্স মার্কেট বন্ধ হয় এবং সোমবার রাত ৩-৪ টায় খুলে। এই সময় বেতিত বাকি ৫ দিন ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে। তাই এই ৫ দিন সময় করে যে কেও ট্রেড করতে পারে।
-
ফরেক্স মার্কেতে যখন ওপেন থাকে তখন আপনি ট্রেড ওপেন করতে পারেন।মার্কেট সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে ।এই সময় আপনি ট্রেদ করে আপনি লাভ করতে পারেন।তবে ট্রেড করলেই কেবল লাভ অর্জন করা সম্ভব না আগে মার্কেট এনালাইসিস করে নিয়ে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স সব সময়ই করা যায়। ফরেক্স ২৪ ঘন্টাই খোলা থাকে। কিন্ত সাপ্তাহে ২ দিন বন্ধ থাকে। ফরেক্স সাপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই এই ফরেক্স সাপ্তাহে ২ দিন বাদে বাকি ৫ দিনই করা যায়।
-
আমি যতদূর জানি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ২ দিন বন্ধ থাকে। মার্কেট খোলা অবস্থাই আপনি যেকোনো সময় আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন এতে কোন কারো বাধা নাই। তবে ফরেক্স মার্কেট যে ২ দিন বন্ধ থাকে সেই দুই দিন আপনি বসে না থেকে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে পারেন এতে আপনার অনেক অনেক লাভ করতে সাহায্য করবে।
-
ফরেক্স মাকেটে আপনি সপ্তাহে ৫ দিন ট্রেড করতে পারবেন আর বাকি দুদিন ফরেক্স মাকেট বন্ধ থাকে আপনি যদি আয় করতে চান তএ আপনি ৫ দিনে ফরেক্স থেকে আয় করতে হবে | ফরেক্স মাকেটে থেকে আপনি যত অভিগতা অজন করতে পারবেন আপনি ফরক্স থেকে তত আয় করতে পারবেন |
-
আমরা জানি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ২ দিন বন্ধ থাকে। মার্কেট খোলা অবস্থাই আপনি যেকোনো সময় আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন এতে কোন কারো বাধা নাই। তবে ফরেক্স মার্কেট যে ২ দিন বন্ধ থাকে সেই দুই দিন আপনি বসে না থেকে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে পারেন এতে আপনার অনেক অনেক লাভ করতে সাহায্য করবে।
-
হ্যা, ফরেক্স মার্কেটে দিনের ২৪ ঘন্টায় ট্রেড করা সম্ভব। ফরেক্স মার্কেট সপ্তাহে পাচদিন খোলা থাকে। শনিবার এবং রবিবার দুইদিন মার্কেট বন্ধ থাকে। এই দুদিন কোনো ট্রেডই করা যায়না। তবে খোলা থাকার পাচচদিন দিনের যেকোনসময় চাইলে ট্রেড করা যাবে। যেহেতু খোলা থাকার দিনগুলোতে মার্কেট দিনের সবসময় গতিশীল ভাবে চলতে থাকে।
-
ফরেক্স মার্কেট এ আমরা সপ্তাহে ৫ দিন ট্রেড করতে পারি।এই ৫ দিন আমরা যে কোন সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।আমি সাধারনত রাতেই ফরেক্স মার্কেট এ ট্রেড করি।কারিন এই সময় আমি ভালোভাবে ট্রেড করে আয় করতে পারি। আমি দিনেও ফরেক্স মার্কেট এ ট্রেড করি কিন্ত আমি রাতে ট্রেড করেই বেশী আয় করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তাই রাতকেই বেশী প্রাধান্য দিয়ে থাকি।
-
সপ্তাহে ৫ দিন শনি রবি এই দু দিন ছাড়া অন্য দিন গুলতে সব সময় ফরেক্স বাজারে ট্রেড করা যায় এবং ভালো করে জন বুঝে ট্রেড করলে লাভ করা যায়।
-
হ্যাঁ আমার সব সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। তবে সপ্তাহে ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে।এই ২ দিন আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারিনা।আর বাকি ৫ দিন আমরা যেকোনো সময় যেকোনো মুহূর্তে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে। যেমন আমাদের কে মার্কেট এর অবস্থা সম্পর্কে জান্তে হবে। না হয় আমরা ভালো করতে পারবোনা।
-
শনিবার এবং রবিবার বাদে বাকি পাচদিন যেকোন সময়ই ফরেক্স মার্কেটে ট্রেড করা যাবে।তবে বাকি দুইদিন বসে না থেকে ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারেন যা আপনার ট্রেডিংয়ে সহায়তা করবে ও আপনাকে সফল করে তুলবে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে মোট ৫ দিন সর্ব সাধারনের ট্রেড করার জন্য খোলা থাকে আর এই সময় আপনি আপনার নিজের মত করে ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং প্রফিট উঠাতে পারবেন।শনিবার এবং রবিবার এই দুই দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে আর এই সময়ে আপনি এখানে কোন অবস্থায়ই ট্রেড করতে পারবেন না।
-
ফরেক্স সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। যে কেউ চাইলে তার সুবিধামত সময়ে ফরেক্স করতে পারে। তবে একজন ট্রেডার সারাদিন ফরেক্স মার্কেটের সামনে বসে থাকা ঠিক হবেনা। আর এটা ফরেক্সে ট্রেডিং ষ্ট্রাটেজিতে পড়েনা। তাহলে আপনার লস হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনাকে ফরেক্স মার্কেটের সামনে সারাদিন বসে থাকার দরকার নেই। দিনের নির্দিষ্ট কিছু সময় ফরেক্স ট্রেডিং-এ সময় দিলেই আপনার জন্য যথেষড় হবে। তাই সময় মেনে ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে মোট পাচ দিন খোলা থাকে আর এই সময়গুলোতে আপনি এখানে ট্রেড করতে পারবেন।ফরেক্সে কোন সময় ট্রেড করলে ভাল প্রফিট অর্জিত হবে সেটি বলে দিবে আপনার ট্রেডিং সম্পর্কিত জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন অর্থ্যাৎ সোম থেকে শুক্র বার পর্যন্ত ২৪ ঘন্টাই খোলা থাকে তাই একজন ফরেক্স ট্রেডার এই সময়ের যে কোন সময় একটি সুবিধাজনক সময় বেছে নিয়ে ট্রেড পরিচালনা করতে পারে। আবার শনি ও রবি বার ফরেক্স মার্কেট বন্ধ থাকে এ সময়ে ট্রেড করা যায় না। বাংলাদেশের ট্রেডারদের জন্য আমি মনে করি ট্রেড করার সবচেয়ে ভাল সময় হচ্ছে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত কারন এই সময় মার্কেটে প্রচুর ভোলাডিটি থাকে মানে মার্কেট প্রচুর উঠানামা করে তাই এ সময়ে সঠিকভাবে ট্রেড করতে পারলে ভাল প্রফিট পাওয়া যায়।
-
পরেক্স ব্যবসা সব সময় করা যায় কিন্তু বুঝে শুনে করতে হবে । কারণ যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করে নিজেকে যোগ্য ট্রেডার হিসেবে বিবেচিত করি তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও বেশী বেশী এ্যানালাইসিস করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে আপনি সপ্তাহে ৫ দিন যে কোন সময়ে আপনার লাইভ একাউন্টে ফরেক্স ট্রেডিং করতে পারেন। শনিবার ও রোববার এই দুই দিন ফরেক্স বাজার বন্ধ থাকে তাই এই দুই দিন আপনি ট্রেড করতে পারবেন না এবং আপনি বাকি ৫ দিনে আপনার পছন্দ মোতাবেক সময়ে ট্রেড করতে পারেন।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার। তবে ফরেক্স মার্কেট প্রতিদিনই খোলা থাকে না। ফরেক্স মার্কেট প্রতি সপ্তাহে ৫ দিন খোলা থাকে ( সোমবার থেকে শুক্রবার ) এই ৫ দিন দিন-রাত ২৪ ঘণ্টাই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে প্রতি শনিবার ও রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আপনি ইচ্ছা করলে সারাদিন ট্রেডিং করতে পারবেন। শুধু সপ্তাহের শুক্র ও শনিবার মার্কেট বন্ধ থাকে। সেই হিসেবে মাসে ৮ দিন বাদে বাকি ২২ দিনই মার্কেট খোলা থাকে। এই ২২ দিনের যেকোনো সময় আপনি টার্মিনালে গিয়ে ট্রেড ওপেন করতে পারবেন। তবে সারাদিন ট্রেড না করাটাই ভালো। এতে লস হবার ঝুঁকি থাকে।
-
হ্যা ভাই, ফরেক্স ট্টেডিং সব সময় করা যায়। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই এই ফরেক্স মার্কেট এ যে কোন ব্যক্তি যে কোন জায়গায় যে কোন সময়য়ে এই ফরেক্স এ কাজ করতে পারে এবং ফরেক্স থেকে আয় করতে পারে। আমি ফরেক্স মার্কেট এ প্রায় অনেক ক্ষন সময় দিয়ে ফরেক্স করি এবং ফরেক্স থেকে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে ফরেক্স করি।
-
ফরেক্স সব সময় করা সম্ভব নয়। কেননা ফরেক্স সপ্তাহে দুই দিন বন্ধ থাকে।আসলে দুই দিন বলা ঠিক নয় কেননা শনিবারে ফরেক্স রাত তিনটার পর বন্ধ হয়।তাছারা আমরা বলতেই পারি পাঁচ দিনই ২৪ ঘন্টা ফরেক্স ট্রেডিং সম্ভব।
-
সপ্তাহে একটনা ৫ দিন ৫ রাত সময় মার্কেট খোলা থাকবে৷সোমবার ভোর ৩/৪ টা হতে শুক্রবার ভোর ৩/৪ টা,এই সময়ের মধ্যে যখন আপনার সুবিধা তখনই মার্কেট দেখতে পারবেন তার নিজস্ব গতিতে উঠা নামা করছে৷কিন্তু ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই সেশন জানতে হবে,বুঝতে হবে৷অফ সেশনে ট্রেড করে স্বাভাবিক বা সঙ্গতিপূর্ণ প্রফিট করতে পারবেন না৷
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই সব সময় করা যায় । অামরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য ভালো করে কাজ করার চেষ্টা করব । যার যত বেশী এ্যানালাইসিস করব সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা দক্ষতা অর্জন বেশি করে করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই বলে আপনি সব সময় ট্রেড করতে যাবেন না। কারন মার্কেট অনেক সময় রেঞ্জিং করে থাকে। আর রেঞ্জিং মোডে থাকলে স্টপ লস হিট করার সুযোগ বেশি থাকে। আমাদের যাতে স্টপ লস হিট না করে সেদিকে লোক্ষ্য রেখে ট্রেড দিতে হবে।
-
সপ্তাহে একটনা ৫ দিন ৫ রাত সময় মার্কেট খোলা থাকবে৷সোমবার ভোর ৩/৪ টা হতে শুক্রবার ভোর ৩/৪ টা,এই সময়ের মধ্যে যখন আপনার সুবিধা তখনই মার্কেট দেখতে পারবেন তার নিজস্ব গতিতে উঠা নামা করছে৷কিন্তু ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই সেশন জানতে হবে,বুঝতে হবে৷অফ সেশনে ট্রেড করে স্বাভাবিক বা সঙ্গতিপূর্ণ প্রফিট করতে পারবেন না৷
-
ভাই ফরেক্স ট্রেডিং সপ্তাহে ৫ টি দিন আপনি ২৪ ঘন্টাই করতে পারবেন। তবে ট্রেডিং জিনিসটা একটু আলাদা, যদি আপনি মার্কেটের সঠিক ট্রেন্ড ধরে এবং এর সাইকোলোজি বুঝে আগাতে পারেন, তাহলে সব সময় অর্থাৎ* বেশির ভাগ সময় প্রফিটেই থাকবেন। তাই ভাল ট্রেডিং এর জন্য প্রয়োজন হবে আপনার ভাল একটা সিস্টেম, যেটা এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি হবে।
-
মার্কেট সপ্তাহে পাচ দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে। এর মানে এই না যে আপনি সব দিন গুলোতেই ট্রেড করবেন বা করতে হবে। আপনি আপনার সাথে যায় এমন কিছু দিন বের করে নিতে পারেন। আবার যদি আপনার খুব বেশি দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি প্রতিদিনিই ট্রেড করতে পারেন। এতে কোন বিধিনিষেদ আছে বলে আমি শুনি নি।
-
না ফোরেক্স ট্রেডিং সব সময় করা গেলেও করা উচিত না। মার্কেট ২৪/৫ খোলা থাকে এবং এটি আসলেই বেশ ভালো। কিন্তু আপনার উচিত কোন নির্দিষ্ট কারেন্সি নিয়ে কাচ করা তাহলে আপনার ঐকারেন্সির উপর ভিত্তি করে ট্রেড করতে পারবেন। ফলে আপনার সময় ও শ্রম দুটোই বাচবে। এবং আপনি আরো ভালো ট্রেড করবেন।