-
আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসায় নয় প্রতিটি ব্যবসাতেই লস এবং লাভ দুটোই আছে।তাই আমাদের প্রথম যেটা করনিও সেটা হলো কি কারনে আমার ফরেক্স ট্রেডে ভুল হলো সেটা খুজেবের করা তারপর আর যেন সেই ভুলটা আর না করি সেই দিকে খেয়াল রাখা।এর সাথে আরো যেটা ধরকার সেটা হলো মাথা ঠান্ডা করে কাজ করা ইমশনকে কন্টলকরা।ফরেক্স ট্রেডে লস করলে উতেজিৎ হলে হবেনা।ধন্যবাদ
-
প্রথমত ট্রেডকরে লস হলে আমাদের আগে দেখতে হবে কোন কারনে লস হয়েছে তারপর পরবর্তিতে ট্রেড করার আগে সেই ভুল সংষধন করে ট্রেড করতে হবে ।
-
লসের পর প্রধান যে করনিয় বিষয়টি সেটা হলো লস কেন হয়েছে সেটা ভাল ভাবে খুতিয়ে দেখা। সেই ভুলটা ধরে সেটা ভাল ভাবে এনালাইসিস করে দেখা এবং এই ভুল বা *ভুল ট্রেড যেন আর না করেন তার দিকে খেয়াল করা এবং ফরেক্স সম্পর্কে আরও জানা বুঝা ও আরও জ্ঞান অর্জন করা। আমি মনে করি তাহলে লস কিছুটা হলেও কম করবেন এবং কিছুটা হলেও লাভের মুখ দেখবেন।
-
ফরেক্স ব্যবসায় লস হলে আমার বা আপনার করনীয় যেটা সেটা হলো ইমসনকে কন্টল করা মাথা ঠান্ডাকরে আমার বা আপনার ভুল গুলো খুজে বেরকরা এবং সেই ভুলগুলা অার যেন না হয় সেই দিকে খেয়াল রাখা।ফরেক্স ব্যবসায় লাভ লস দুটোই যে কোন সময় হতে পারে এজন্য আপনাকে আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে করে আপনি হতাসাগ্রস্থ হয়ে না পরেন।আর অবশ্যই আপনাকে ধৈয্য ধরতে হবে।ধন্যবাদ
-
আরে ভাই কোন ব্যবসায় লস নেই।তেমনি ফরেক্স ব্যবসাতেও লস আছে।আপনি ফরেক্স ছারা অন্য ব্যবসা করলেও লস হবে।তাই বলে কি আপনি ব্যবসা ছেড়ে দিবেন। নাকি কি কারনে লস হলো সেটা খুজে বের করবেন।তেমনি ফরেক্স ব্যবসতেও লস হলে আপনাকে আপনার ভুলটাকে খুজে বের করতে হবে। মাথা ঠান্ড রেখে আবার চেষ্ঠা করতে হবে।আরে বেশি বেশি ফরেক্স ট্র্রেড করতে হবে অনুশীলন করতে হবে ।রাগ করলে চলবেনা ধৈয্য দরতে হবে। তাহলেই আপনি ফরেক্স ব্যবসাতে লাভ করতে পারবেন।ধন্যবাদ
-
ফরেক্স একটি আনলাইন ব্যবসা । আর ব্যবসায় লস হতেই সাভাবিক । ফরেক্স এ লস হলে আপনি
* দিশেহারা হয়ে পড়বে না ।
* কেন লস হলো জেনে ঐ সম্পকে জেনে ট্রেড করুন ।
-
যে কন বিজনেস এ লাভ বা লস হই য়ে থাকে। ফরেক্স এমনি একটি বিজনেস যেখানে লাভ বা লস হই। বিজনেস এর জন্য দরকার ধরজ এবং মোনবল। তা না হইলে লস অবধারিত। তার পরেও অনেক সময় লস হইয়ে যায়। লস হইলে আমি প্রথমে লস এর কারন বের করি এবং এটা সমাধানের চেচটা করি।
-
কোন ভুলের কারনে ট্রেডটি লস হয়েছে তা জানার চেষ্টা করতে হবে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে। ফরেক্স মার্কেট এ লাভ লস যে কোন মুহূর্তেই হতে পারে এ জন্য আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে করে আপনি এখানে থেকে হতাশাগ্রস্থ হয়ে না পরেন।
-
লস এর পর মন খারাপ না করে ভুল গুল খুজে দেখতে হবে। তারপর সেগুলো জেন পরবরতিতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মন খারাপ করে কাজ বাদ দিএ দিলে কখনই ফরেক্স থেকে উপার্জন করা যাবে না।আবার নতুনভাবে সব শুরু করা উচিৎ।
-
লাভ এবং লস দুই শব্দ খুবই আপন একে অপরের যেখানে লাভ থাকবে সেখানে লস ও থাকবে। তবে লস করবার পর বসে নাথেকে লসের কারণ গুলি খুজে বের করে তার সমাধান খুজে আবর ও শুরু বরতে হয় তবেই আপনারন কাছে ধরা দেবে লাভ।
-
ব্যবসাতে লাভ লস দুটোই থাকতে পারে তাতে মন খারাপ করলে চলবে না। প্রথমে দেখতে হবে কি কারনে লস হল। তারপর আমাদের যে কারনে লস হল সেটা সংশোধন করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে কোন ট্রেড করতে হলে বুঝে শুনে করতে হবে তাহলে লসের সম্ভাবনা কম হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করতে হলে মাঝে মাঝে লস হয়ে থাকে যে দিন লস হবে কি কারনে লস হল তা আমাদের লিখে রাখলে অনেক ভাল হবে,কারন ফরেক্স মার্কেট এ লস রিকভারি করার জন্য যখন সুযোগ আসবে সে সময় একটু বড় করে লট দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট হবে।
-
লাভের পাশাপাশি ফরেক্স মার্কেটে লস হবে এটাই স্বাভাবিক । অনেকে দেখেছি ট্রেড করার পর লস করলে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে যায় আবার অনেকেই লস রিকভারি করার জন্য ব্যস্থ হয়ে পড়ে না বুঝেই ট্রেড করে । যা মোটেও ঠিক নয় । অাপনার একটি ট্রেড লস করলে ট্রেড করা থেকে বিরত থেকে লস করার কারন খুজে বের করে মার্কেট এ্যনালাইসিস করে ট্রেড করুন । ধন্যবাদ।।
-
লস এর পর বেশিরভাগ ট্রেডাররা যা করে আর বেশি ট্রেড নেয় লস কাভার করার জন্য । যার ফলে আরও বেশি লসের সম্মুখীন হয় । একবার যদি ট্রেডে লস হয় তাহলে অবশ্যই অপেক্ষা করা উচিত । আর নিজের ভুলগুলো সম্পর্কে ভাল ভাবে ভাবা উচিত । প্রয়োজনে ভুলগুলো লিখে রাখা উচিত বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে আমার লস হওয়ার পর আমি আরেকটটা ট্রেড করি এই ভাবে আমি আমার একাউন্ট জিরো করে পেলি করন যখন আমার একটা লস তখন আমি আপসেট হয়ে পড়ি সে আপসেট থেকে লস কাভার দেওয়ার জন্য আরেকটা ট্রেড অপেন করি।
-
কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নাই।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় অনেক ট্রেডে কম বেশী লস হয়ে থাকে ।কি কারনে ঐ সব ট্রেডের লস হল তা খুজে বের করতে হবে । প্রয়োজনে লসের কারন গুলো খাতায় নোট করতে হবে ।এভাবে বুঝে ট্রেড করলে লসের পরিমান অনেক কমে যাবে ।
-
্যেই মুহূর্তে লস হবে ঐ মুহুরতে আমাদের উচিত ট্রেড থেকে দূরে থাকা। কারন ঐ সময়টাতে আমাদের মাথা সাধারনত একটু গরম হয়ে যায়।এবং ওই মুহূর্তে ট্রেএ ওপেন করলে পুনরায় লসের সম্ভাবনা বেশি থাকে। তাই যখন লস হয় তখন একটু ট্রেড থেকে বিরত থেকে কিছুক্ষন পর আবার ট্রেড ওপেন করা উচিত।
-
যেকোন ব্যবসাতে লাভ - লস থাকবে এটাই স্বাভাবিক । ফরেক্সও তেমন একটি ব্যবসা , তাই এখানেও লস হবে এটাও অস্বাভাবিক না । তবে যতই লস হোক অধ্যবসয়ের সাথে এই মার্কেট এর সাথে লেগে থাকতে হবে । দেখে-শুনে ট্রেড করতে হবে । এই মার্কেট এ অনেক কিছু শেখার আছে । আর তা শিখতে হবে ডেমোতে ট্রেড করে বা টিউটোরিয়াল দেখে । তাহলেই সফলতা আসবে ।
-
আমি মনে করি কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
-
লস হলে আমি অন্তত পক্ষে সেই দিনের জন্য ট্রেড করা থেকে বিরত থাকব । কারন সেই দিনি জদি আমি লস রিকভের করতে ছাই তাহলে , লসের মাত্রা আরও বেরে জেতে পারে । তাই সেই দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকা উত্তম।
-
অন্য সকল বিজনেসের মতনই ফরেক্স বিজনেসেও ট্রেডাররা লস করে থাকেন। যত অভিজ্ঞ ট্রেডারই হন না কেন লস করা বিজনেসের ক্ষেত্রে স্বাভাবিক একটি ব্যপার। এর জন্য মন খারাপ করে বসে থাকলে অথবা ফরেক্স বিজনেস ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ নয়। আমাদের ভুলের কারনেই সাধারনত লস হয়ে থাকে। মার্কেট এনালাইসিস করার সময় ভুলের কারনে লস হয়ে থাকে। ভুল মানুষেরই হয়। লস করলে লসের কারন গুলো খুজে বের করতে হবে। এনালাইসি করার সময় কোন ব্যপারে ভুল হয়েছে তা খুজে বের করে ঠিক করতে হবে।
-
লসের পর করনীয় হচ্ছে মাথা ঠান্ডা রেখে মনোনিবেশ আরও বাড়িয়ে বুঝেশুনে ট্ররড করার।এজন্য প্রথমেই লসের কারন বের করতে হবে।যথাযথ কারন বের করতে পারলে তা খেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ঐ একই ভুল করার থেকে বিরত থাকতে হবে।এভাবে ভুল শুধরানো শিখলে একসময় ভুলের সংখা কমে যাবে এবং প্রফিটের সংখা বাড়বে।
-
আমি সর্বদাই আমার স্ট্যাটেজি এর উপর বিশ্বাস রাখি । ট্রেডে লস হবে এটাই স্বাবাবিক । লসকে মেনে নেওয়াই হলো দক্ষ ট্রেডারদের লক্ষণ । আমি সাধারণতো কোনো ট্রেডে লস করতে তার পেছনের কারণগুলো খুজে বের করি এবং তার যথাসাধ্য সমাধান বের করার চেষ্টা করি ।
-
আপনি যে দিন লস করবেন আমি মনে করি সেই দিন আপনি ট্রেড না করেন কারন আমরা কেউ লসকে মেনে নিতে পারি না তাই এই লস টাকে উটানোর জন্য আর বেশি বেশি ট্রেড করে থাকি কারন আমরা মনে করি যদি লস টা উটাতে না পারি তবে আমি লাভ করবো কেমন করে তাই বার বার ছেস্টা করি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পরে আমার করনিয় আমি এই লস থেকে শিক্ষা নিব।কিভাবে আমার ট্রেড টি লস এর দিকে গেল তা নিয়ে আমি এনালাইসিস করবো।এর থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো।কোন কিছুর সম্পর্কে জান্তে হলে তার ভালো খারাফ দুনো দিক দেখতে হবে।তাই ফরেক্স মার্কেট এ মাজে মধ্যে লস করা ভালো।এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই জান্তে পারবো।তাই লস থেকেই আমি শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো ট্রেড করে আয় করতে পারি।
-
আমি বলব আমি এই কথাটা সব সময়ই বলে থাকি আর তা হল ফরেক্সে নতুন ট্রেডারদের সব সময়ই উচিত ঐ সকল কারেন্সি পেয়ার দিয়ে ট্রেড করা যার মার্কেটে অনেক বেশি ডিমান্ড বা চাহিদা রয়েছে আর সেই ধরনের কারেন্সির কথা বলতে গেলে অবশ্যই প্রথমে eur/usd এ কারেন্সি পেয়ারটিই সামনে চলে আসবে।আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ন কারেন্সি মনে হয় এই কারেন্সি পেয়ারকে।
-
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা বাজার তাছাড়া আমরা সবাই জানি যে যে কোন ব্যবসায় লাভ ও লস এর ঝুকিটা থাকবেই এখানেও তার বিপরীত নয় ফরেক্সেও আপনার লস হতে পারে তবে ভেঙ্গে পড়লে চলবে না
আমরা অনেকেই এতে লসের সম্মুখীন হয় পরিমিত জানার অভাবে আমাদের ট্রেড সম্পর্কে ভাল করে যানতে হবে অ্যনালাইস করতে হবে তাহলেই সফল হওয়া যাবে বলে মনে করি
-
ফরেক্স একটি বিশ্বব্যাপি জনপ্রিয় ব্যবসা। আর ব্যবসা মানেই লস লাভ থাকবে।আমি যখন ফরেক্স মার্কেটিং এ লস করি তখন প্রথমে আমি এর কারন বের করি যে কোন ট্রেড করে লস হল আর লস হলে বুঝতে হবে মার্কেট এনালাইসিস সঠিক হইনি।তাই আপনি যখন লস করবেন আপনাকেও এর কারন খুঁজতে হবে এবং ভুল গুলী যেন ভবিষ্যৎ এ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
-
লস হলে আমি অগের মতো এখন আর বিচলিত হয় না । কেননা প্রত্যেকটা লস থেকে আমি অনেক কিছু শিখতে পারছি যা আমাকে পরবর্তীতে ট্রেড করতে সহযোগিতা করে । তাই আমি মনে করি লসকে পজিটিভ হিসাবে নেওয়াই ভালো । লসের কারণগুলো খুজে বের করে তার সমাধান করা দরকার ।
-
এখনো আমি নতুন তাই ফরেক্স মার্কেট সর্বপ্রথম আমার লস হয়।আমি এখনো লসে আছি।তারপরে ও আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। সব সময় চেষ্টা করি ভেবে চিন্তে ট্রেড দেওয়া ।
-
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। এখানে প্রায় ৮০% ট্রেডার তাদের একাউন্ট লস করে থাকে।। তাই আমরা ও লস করব এটাই সাভাবিক।। ভালো ফরেক্স ট্রেডিং শিখতে হলে আমাদের ফরেক্স লস থেকে শিক্ষালাভ করতে হবে।। একই ভুল বার বার যেন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।। লস হলেও মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।।।
-
আমি ম্নে ক্রি ফ্রেক্স ট্রেডিং এ লস ক্রার মানে হচ্ছে আপনি এখন ও এই মারকেটে পূরোপূরি ভাবে দক্ষ ন্ন। আপ্নাকে এই মারকেটে লোক্সান সাম্লাতে হ্লে সব কিছু ভাল ভাবে এনালাইসিস ক্রতে হবে । কোথাই লস ক্রলেন ,কি জন্য লস ক্রলেন ,কি ভুলের জন্য লস ক্রলেন সব কিছু আগে বের ক্রতে হবে প্রব্রতিতে জেন ভুল না হয় সে জন্য চিনহিত ভুলের স্ঠিক স্মাধান খুযে প্রব্রতিতে তা স্ঠিক ভাবে প্রয়োগ ক্রতে হবে। তাহ্লেই লস হবার প্রিমান কম থাকবে।
-
লস হলে চিন্তার কোন কারণ নেই। করন সেই লস থেকেই আপনি ভালমত ফরেক্স শিখতে পারবেন। দ্বিতীয়বার সেইভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ফরেক্স এ ভাল করা সম্ভব। লস করে ফরেক্স ছেড়ে দেওয়া মোটেই উচিৎ হবে না। চেষ্টা করলে অবশ্যই ফরেক্স থেকে ভাল লাভ পাওয়া সম্ভব।
-
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।।। এখানে অধিকাংশ ট্রেডার ঈ লস করে থাকে।। তাই আমরা যখন লস করি তখন আমাদের লস থেকে শিক্ষা লাভ করতে হবে।।। লস করার পিছনে কি কি কারন ছিল তা লিখে রাখতে হবে।। একি ভুল যেন বার বার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।।।।।।। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড অপেন কপ্তা প৬
-
সাধারণত ব্যবসার মধ্য লাভ লস হল ব্যবসার মৈলিক অংশ যেগুলো অবশ্যই আমাদের মেনে নিতে হবে । তবে আমরা সবাই শুধু লাভের প্রত্যশা করেই এখানে আসি । যার কারণে লস হলেও তা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি না । আসলে লস হওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী । কেননা লস হয় দক্ষতার অভাবে । তবে আমি লস হলে সে দিনের মত আর ট্রেড করি না ।
-
প্রথম প্রথম লস হলে খুব মন খারাপ হতো। কেননা বড় লটে ট্রেড করতাম কিন্তু কিছুই শিখতাম না। এখন লস হলে বেশ ভাল লাগে। কেননা সেদিন একটি ট্রেড দিয়ে 22 সেন্ট লস করেছি। অর্থাৎ 22 পিপস স্টপ লস হিট করেছে। হাসছি আর দেখছি কোথায় ভুল হলো। শেষ পর্যন্ত যখন ভুলটা চোখে ধরা পড়ল তখন মনটা খুশিতে ভরে গেল। ভাবছি এভাবে আগের ট্রেডগুলি যদি করতাম তাহলে খুব কম লসেই ট্রেড শিখতে পারতাম।
-
সকল বিজনেস এ লাভ এবং লস রয়েছে। ফরেক্স মার্কেটে আমরা প্রফিট করার বিপরিতে লস করে থাকি। ফরেক্স মার্কেট এ আমরা লস করলে অনেকেই মন খারাপ করে ইমোশনাল হয়ে পরি। ফরেক্স ট্রেডে লস হলে হতাস হওয়ার কারণ নেয়। ট্রেডে লস হওয়ার পর মন খারাপ না করে মাথা ঠাণ্ডা রেখে ভুল গুলো খুজে বের করতে হবে। তারপর সেগুলো যেন পরবরতিতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
-
ফরেক্সে লস এর পর আমাদের লস থেকে সিক্ষা লাভ করতে হবে।। ফরেক্সে লস করার কারন গুলী লিপিবদ্ধ করে রাখতে হবে। ফরেক্সে আমাদের লসের কারন গুলী লিখে রাখলে এবং এগুলো অনুসরণ করলে আমাদের লস অনেক টা কমে আসবে এবং লাভের পরিমাণ বাড়বে।
-
লস হলে করণীয় ঃ-
১, মাথা ঠান্ডা রেখে লসের কারণ খুঁজে বের করা।
২, একাউন্ট জিরো হলে একাউন্ট রিফিল করা।
৩, ফোরামের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
৪, নতুন করে এনালিসিস করা।
৫, নতুন করে ট্রেড শুরু করা।
৬, ছোট ছোট লটে ট্রেড করা।
৭, একাউন্ট ঘন ঘন ভিজিট করা, অথবা ২৪ ঘন্টা নেট অন
রেখে মার্কেটের গতিবিধি দেখা এবং ব্যাবস্থা নেওয়া।