-
ফরেক্স এ আপনার কথি বন্ধ করতে চাইলে একানে স্টপ লস বেবহার করার কোন বিকল্প নেই ,কারন মার্কেট কখন কি হয় সেই সম্পর্কে কারও কোন ধারনা নেই ,আপনি যদি মার্কেট এ টিকে তাকতে চান বা আপনার অ্যাকাউন্ট ধরে রাকতে চান তাহলে আপানাকে অবশ্যয় স্টপ লস বেবহার করতে হবে আর এটাই হবে আপনার জন্য সটীক সিধান্ত...
-
ফরেক্স মার্কেটে যে লস হবেনা,এমন গ্যারান্টি কেউ দিতে পারবেনা । তবে ক্ষতি থেকে রক্ষা পেতে হলে প্রথমেই আপনাকে লোভ করা পরিহার করতে হবে ।এছাড়া আপনি যদি ইন্ডিকেটর ফলো করেন,ভালভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারেন তবে অনেকাংশেই ক্ষতি কমিয়ে আনা সম্ভব ।
-
ফরেক্স ট্রেডিংয়ে ক্ষতি বন্ধ করতে হলে অনেককিছু করতে হবে। যেমন-
১. ওভারট্রেডিং করা যাবে না কারন ওভারট্রেডিং সবচেয়েবেশি ক্ষতি করে
২. প্রতিটি ট্রেডকে চ্যালেন্জস্বরূপ নিতে হবে এবং সর্বোচ্চ সতর্ত থেকে ট্রেড করতে হবে
৩. প্রতিটি ট্রেডে কমবেশি অ্যানালাইসিস করতে হবো
সর্বোপরি ফরেক্সের সকল নিয়মকানুন মেনে ট্রেডে করে যেতে হবে।
-
ফরেক্সে এ সবচেয়ে মজার জিনিশ হছে আপনার টাকা আপনি নিয়ন্ত্রন করবেন। এখানে লাভ এবং লস সব আপনি কন্ট্রল করতে পারবেন। আপনি আপনার নিজের বস। ফরেক্স স্টপ লস বলতে কিছু সেটা ব্যভার করে আপনি আপনার লস কমিয়ে আনতে পারেন।
-
ফরেক্স মার্কেটে লাভ লস দুইটি হয়ে থাকে এই মার্কেটে আমি একজন নতিন ট্রেডার তাই আপনাকে উপদেশ দেওয়ার মত আমার সেই যোগ্যতা হয়নি। তবে ভাল করে এনালাইসিস করে ট্রেড করলে ক্ষতি কম হবে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে ক্ষতি এবং লাভের খেলা। এই খেলায় একজন ট্রেডারের একবার জয় হবে আবার একবার পরজয় হবে। আপনার ক্ষতি কি কারনে হচ্ছে তা খুঝে বের করে তা উপেক্কা করে ট্রেড করলে আমার মনে হয় আপনার ক্ষতি থেকে রক্ষা পাবেন।
-
আপনার ক্ষতি কমাবার কোন ধরনের সুযোগ নেই । কারন আপনি না বুঝে যদি ট্রেড করেন তাহলে আপনার লস হবেই। তাই আমি বলব আপনাকে ফরেক্স করার আগে অনেক বেশি ডেমোতে ট্রেড করে প্রেকটিস করা।
-
ফরেক্স মার্কেট মুলত রিস্কি মার্কেট তাই কিছু কিছু সময় লস বা ক্ষতি হয়ে যায়,কিন্তু লস কমাতে চাইলে প্রথমে ট্রেড দেওযার পুর্বে ফরেক্স মার্কেট এনালাইসিস করিতে হবে,মার্কেট ট্রেন্ড বুঝতে হবে,নিউজ দেখতে হবে,তার পরে ট্রেড দিয়ে টেক প্রফিট ও স্টপ লস বসাতে হবে।
-
ফরেক্স ট্রেডিং করতে গেলে লস হতেই পারে, এটা বন্ধ করতে পারবেন না। তবে কিছু বিষয় মাথায় রাখলে লস কমানো যায়। ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা করা বন্ধ করতে হবে। আপনি প্রাইস একশন ট্রেডার হতে পারেন যা আপনার ক্ষতি অনেকাংশ কমাবে। ট্রেডে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। কখনই রিভেঞ্জ ট্রেড করবেন না। আশাকরি এভাবে আপনার লস করা কমবে।
-
ক্ষতি বন্ধ করতে হলে প্রথম জানতে হবে কেন ক্ষতি হচ্ছে । যদি নিজের দুর্বলতাগুলো না জানতে পারেন তবে তা সমাধানও করতে পারবেন না । আর ব্যবসায় লাভ ক্ষতি দুটোই আছে । ক্ষতিটাকে স্বাভাবিক ভাবে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে ।
-
আমি কিভাবে আমার ক্ষতি বন্ধ করতে পারব এক্ষেত্রে বলা যায় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি ক্ষতি বন্ধ করতে পারবেন না এখানে ক্ষতি হবে তবে আপনার লাভের তুলনায় ক্ষতির পরিমান বেশি হয় তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না তাই আপনি অ্যানালাইসিস করে ট্রেড করেন ক্ষতির পরিমান কমে লাভের পরিমান বাড়বে আশা করা যায়
-
ফরেক্স মার্কেট এ লাভ লস দুই ই হয়ে থাকে কিন্তু আমরা একটু চেষ্টা করলেই ফরেক্স মার্কেট এ লস এড়াতে পারি ফরেক্স মার্কেট এ লস বন্ধ করার জন্য আমাদেরকে ফরেক্স ট্রেডিং এ দক্ষ হয়ে ওঠা জরুরি আর ফরেক্স এ দক্ষ হয়ে ওঠার জন্য ডেমো ট্রেডিং এবং ফরেক্স সেখা দুইটাই জরুরি।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আপনি আপনার ব্যবসায়ের মালিক আপনি নিজে। আপনার ব্যবসা আপনি পরিচালনা করবেন। কিভাবে লাভজঙ্ক ব্যবসা করা যায় সেটা সবাই চায়। আর তাছারা ফরেক্স সবচেয়ে মজার বিষয় হছে এখানে আপনি স্টপ লস দারা আপনার লস নিয়ন্ত্রন করেতে পারবেন।
-
ফরেক্সে বিগিনিং লেভেলের ট্রেডারদের মূল সমস্যা হলো তারা অনেক বেশি লস করেন। তাদের লসের মূল কারন হলো ভুল করা। আসলে ফরেক্সে লসের মূল কারনই হলো ভুল ট্রেড নেয়া। আপনি যদি লস বন্ধ করতে চান তবে ভুল করা বন্ধ করতে হবে। মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড নিতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই লস থেকে মুক্তি পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে লস করলে আপনি লস রিকভারী করার জন্য ব্যস্ত না হয়ে লস কে মেনে নিন । একটি কথা কি জানেন মার্কেট সব সময় আপনার ফেভারে নাও থাকতে পারে । তাই আপনাকে সঠিক সময়টি খুজে বের করতে হবে । যদিও ফরেক্স মার্কেটে লস বন্ধ করা খুবই কঠিন তারপরও চেষ্ট করতে হবে যেন তুলনামূলক ভাবে লস কম হয় ।
-
প্রথমে একটা কথা বলে রাখি যে কোন ধরনের ব্যবসায় লাভ লস উভয়ই থাকবে। তাই লস এর কথা মাথায় রেখে সবাইকে ট্রেড করতে হবে। জদি কখনও লস করি তবে সেদিনের মত ট্রেড বন্ধ করে রাখি এবং কি কারনে লস করলাম সেটা আনালাইসিস করি ।পরে নতুন উদ্যমে আবার শুরু করি ।
-
আসলে এই ক্ষতি নিয়েই সবাই যতে টেনশনে থাকে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ক্ষতি বন্ধ করা আসলে তার জন্য অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে । কিন্ত আমি এটাও মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেডার অাছি তাদের উচিত হল অনেক বেশি পরিমাণে লস নিয়ন্ত্রন এর চেষ্টা করা । আর লস নিয়ন্ত্রনের জন্য নিজেকে নিয়ন্ত্রন করতে হবে । আর নিজেকে নিয়ন্ত্রনের অর্থ হল ওভার ট্রেডিং হতে নিজেকে নিয়ন্ত্রন করা, লোভ হতে নিজেকে নিয়ন্ত্রন করা ।
-
আপনি স্টপ লস বেবহার করার মাধ্যমে আপনার ক্ষতি বন্ধ করতে পারবেন.আপনি যদি মনে করেন মার্কেট এই নির্দিষ্ট এর নিচে নামলে লস হবে তবে সেইখানে স্টপ লস সেট করে দিন .তাহলে ট্রেড যদি নিচে নাম ঐজাগায় আসে তবে বন্ধ হয়ে যাবে যার ফলে আপনি ক্ষতির সম্মুখীন হবেননা.আর লোন্ম্গ টাইম ফ্রেম এ তরে করুন....মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করার চেষ্টা করুন.
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা। আমরা জানি ব্যবসা করতে গেলে লাভ ও লস দুটিই হতে পারে। ফরেক্স বেশি বেশি সময় দিতে হবে। আর অধ্যাবসায় ফিরে আসে সফলতা।ফরেক্স মার্কেট নিয়ে গাডাগাডি করতে হবে এবং যারা সিনিওর তাদের সাহায্য নিতে হবে।আর ধর্য ধরলে এক সময় লসের পরিমান কমে আসবে। আপনারা কি মনে করেন?
-
ফরেক্স একটি বিজনেস। বাকি সব বিজনেসের মতনই এই বিজনেসেও লাভ লোকসান হয়ে থাকে। কিন্তু দক্ষ ও সফল একজন ট্রেডারের লস কখনই বেশি হয় না। কারন তারা ট্রেডিং প্ল্যান মেনে চলে ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে লস করা কমাতে হলে অর্থাৎ লস করা বন্ধ করতে চাইলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর নিয়ম কানুন মেনে চলে ট্রেডিং করতে হবে। ওভার ট্রেডিং করা যাবে না একদম।
-
না বুঝে ট্রেড করলে লস যদি ধৈর্য থাকে ভালো তবে ফরেক্স কে গুরুত্ত দেন, আমার ধারনাফরেক্স থেকে টাকা উপারজন করা সম্বব, যদি অধৈর্য, না বুঝে ট্রেড করলে লস সাব্ধানে ট্রেড করতে হয়, ক্ষতি বন্ধ করতে পাড়বেন যদি ফরেক্স কে গুরুত্ত দেন,
-
যদি অধৈর্য, না বুঝে ট্রেড করলে লস সাব্ধানে ট্রেড করতে হয়, ক্ষতি বন্ধ করতে পাড়বেন যদি ফরেক্স কে গুরুত্ত দেন,
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ ক্ষতি বন্ধ করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে এ জন্য আপনাকে এই ফোরাম এ সময় দিতে হবে কিভাবে ফরেক্স মার্কেট থেকে লস কমানো যায় এই বেপারে জানতে হবে তাহলে আপনি এখানে থেকে খুব সহজেই আপনার লস কমাতে পারবেন।
-
ফরেক্সে ক্ষতি হওয়ার কারন ফরেক্সে না বুঝে কাজ ক্রা বা ট্রেড করা অথবা ফরেক্সে লোভ করে ট্রেড করা । ফরেক্সে কাজ করে টাকা আয় করতে হলে ফরেক্সে কাজ বুঝে ট্রেড করে তারপর লাভ করতে হয় ও টাকা আয় করতে হয় । ফরেক্সে যদি কোন প্রকার লোভ করা হয় তাহলে ফরেক্সে কাজ করে ক্ষতি হয় । তাই ফরেক্সের ক্ষতির হাত থেকে বাচতে হলে ফরেক্সে লোভ করা বন্ধ করতে হবে । তাহলে আর ফরেক্সে ক্ষতি হবে না ।
-
আপনার ক্ষতি বন্ধ করতে হোলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে খুব ভালভাবে যানতে হবে। আপনাকে বিভিন্ন ইন্ডিকেটরের সাথে কাজ করা শিখতে হবে এবং মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমান ধারনা রাখতে হবে। অভিজ্ঞ ট্রেডার দের সাহায্য নিতে পারলে ভাল হয়। অপরদিকে আপনি যদি আপনার ভুল গুলোকে সনাক্ত করতে পারেন তাহলে আপনি নিজেই আপনার সমস্যা সমাধান করতে পারবেন।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ ক্ষতি বন্ধ করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে এ জন্য আপনাকে এই ফোরাম এ সময় দিতে হবে কিভাবে ফরেক্স মার্কেট থেকে লস কমানো যায় এই বেপারে জানতে হবে তাহলে আপনি এখানে থেকে খুব সহজেই আপনার লস কমাতে পারবেন।
-
ক্ষতি বন্ধ করতে হলে আমাদের কে সবার এক সাথে কাজ করতে হবে এক্ষেত্রে আমাদের অবিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ফরেক্স মার্কেট থেকে সফল হয়ে যেতে পারব । ফরেক্স মার্কেট এ ক্ষতি বন্ধ করতে হলে আমাদের কে এ সম্পর্কে জানতে হবে ফরেক্স মার্কেট থেকে আমি মনে করি খুব সহজেই লস বন্ধ করতে পারি যদি আমার দক্ষতা থেকে থাকে । এতে করে আমাদের বিনিয়োগ সহজ হবে এবং লস কম হবে।
-
আমি যদি ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করতে পারি তাহলে অবশ্যই আমরা ক্ষতি থেকে হেফাজতে রাখব । যে যত বেশী লাভবান হয় সে তত বেশী ধৈর্য্য ধারণ করে তারপর যেন এই ব্যবসা করে । সুতরাং আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা করব ।
-
আমি আমার লোভকে যদি সামলাতে পারি তাহলেই আমার ক্ষতি থেকে নিজেকে রেহাই দিতে পারি । অামরা সকলেই লোভ থেকে দূরে থাকব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং বেশী বেশী করে মার্কেট বোঝার চেষ্টা করব তাহলেই সফলকাম হত পারব । আর আপনারাও দৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আপনি প্রথমে লস করার কিছু কারন খুজেবের বরুন এবং এর পর তার সমাধান খুজুবের করুন। সমাধান গুলি ব্যবহার করুন দেখবেন ধিরে ধিরে আপনার লস বন্ধের দিকে যাচ্ছে। তাব লস করার কিছু সাধারন কারন হল: অনেক কম বিনিয়গ, রিস্ক ম্যনেজমেন্ট না মানা, অতিরিক্ত লাভের আশা এবং লোভ, লস না করার প্রবনতা এবং লস ত্রেড পুশে রাখা, আবোল তাবোল জিনিশে বিশ্বাস করা ইত্যাদি।
-
আসলে আমাদের এই নিগুড় সত্যটা মেনে নিতেই হবে যে ফরেক্সে লাভ লস উভয় ব্যাপারই হল আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক বলে ধরতে হবে । কেননা এগুলো যে কোন ব্যবসার মৈলিক বিষয় । একজন ব্যাক্তি ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সুদ নিলে তাকে ব্যবসা বলা যাবে না । কারণ এখানে লাভ ক্ষতি এবং ঝুঁকি কোনটাই নেই । তবে আমাদের অবশ্যই টার্গেট রাখতে হবে যে আমরা শুধুমাত্র লাভ করব ।
-
ভাই ফরেক্স মার্কেটে তখনি আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন যখন আপনি আপনার ভোল গুলি নিরবাচন করতে পারবেন এবং একি ভোলের পুনরাব্রিত্তি বার বার না করবেন
-
ফরেক্স মার্কেট এ ট্রেডে ক্ষতি লস বন্ধ করার উপায় হল-
১।ট্রেডিং এর সময় কখনো ইমোশন হবেন না।
২।কখনো লোভ করবেন না।
৩।মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করবেন না।
৪।ধৈর্যশালী হতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমাদের কে লস করে জানতে হয় কারন আমরা যারা ট্রেড করি তারা কখনো নিশ্চিত ভাবে বলতে পারিনা মার্কেট উঠবে না কমবে। আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হয় যে ভাল এনালাইসিস করতে পারে সে মার্কেটে প্রপিট করতে পারে। আমাদের কে সব নিয়ম মেনে ট্রেড করলে লস কমানো সম্ভব।
-
ফরেক্স মার্কেটে লস করে তারাই যারা ফরেক্স মার্কেট সম্পর্কে একদমই অদক্ষ।দক্ষ ট্রেডাররা কখনো ক্ষতির সম্মুক্ষিন হয়।আমরা ফরেক্স মার্কেটে ক্ষতি এড়াতে হলে মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে।কোন ট্রেড ওপেন করার আগে এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।কখনো ট্রেড সম্পর্কে অভার কনফডেন্স হওয়া যাবে না।
-
ভাই ফরেক্স মাকেট হল লাভ লসের খেলা আপনি ফরেক্স থেকে লাভ করতে পারেন আবার লস করতে পারেন | আমার মতে ফরেক্স করতে হলে আপনি আগে ফরেক্স মাকেটে এক্সপারট হন তারপর আপনি ফরেক্স ট্রেড কোড়েণ তবে আপনি দেকবেন লাভ করতে পারছেন আপনার ক্ষতি আপনি নিজে বন্ধ করতে পারছেন ধন্যবাদ|
-
আমি আমার ক্ষতি তখনই বন্ধ করতে পারব যখন আমি আমার লোভকে নিয়ন্ত্রণ করতে পারব । আমরা ধৈর্য্যের সহিত লোভকে নিয়ন্ত্রণ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী ক্ষতি থেকে হেফাজতে থাকবে । অতএব আমরা এ্যানালাইসিস ছাড়ব না তাহলেই আমরা সফলকাম ট্রেডার হতে পারব ।
-
যেকোন ব্যবসা করতে গেলেই প্রথমে লসের হিসাবটা আগে করতে হবে। নচেৎ লাভের হিসাব বের করতে পারবেন না। ব্যবসা মানেই লাভ এবং লস দুইটাই আছে। তবে ব্যবসা করি লাভের জন্য ,লসের জন্য নয়। যেহেতু আমরা জানি ফরেক্স মার্কেটে বিনিয়োগ ঝুকিপূর্ণ , তাই ভেবে শুনে ধৈর্য়ের সাথে ট্রেড করতে হবে এবং অধিক পরিমান লাভের লোভ পরিত্যাগ করতে হবে।
-
ভাই
প্রথমে আপনাকে ডিপোজিটের পরিমান কমাতে হবে।
2) লোভ সামলাতে হবে।
3) অল্প লাভে সন্তুষ্ট থাকতে হবে।
4) নিজের analysis এর উপর বিশাস থাকতে হবে।
5) ফরেক্স এর উপর বিশাস থাকতে হবে।
6) প্রত্যেক সপ্তাহে ট্রেড বন্ধ করে প্রফিট/লস হিসাব করতে হবে।
7) নিজের টাকার প্রতি মহাব্বত বাড়াতে হবে।
-
আসলে ফরেক্সে ট্রেড করতে গেলে লস আপনার হবেই। কারণ, বড় বড় সব ট্রেডারদেরই লস হয় ট্রেড করতে গেলে। তবে আপনি যদি ভালোভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস শিখেন, মানি ম্যানেজমেন্ট শিখেন আর সেটা ডেমোতে কাজে লাগান তাহলে রিয়েল ট্রেডে আপনার লস অনেক কমে যাবে। কারণ, আপনি যা ভালোভাবে শেখার সেটা ডেমো ট্রেড করে শিখে নিয়েছেন আগে।