ভাই আমি ফরেক্স মাকেটে থাকি ৫ থেকে ৬ ঘন্টা আমি যেকোণ সময় ট্রেড কোড়ী আয় করার জন্য | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি অনেক বেশি বেশি ট্রেড করতে হবেই তবেই আপনি আয় করতে পারবেন | ফরেক্স থেকে লস না করলে লাভ করা যায় না |
Printable View
ভাই আমি ফরেক্স মাকেটে থাকি ৫ থেকে ৬ ঘন্টা আমি যেকোণ সময় ট্রেড কোড়ী আয় করার জন্য | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি অনেক বেশি বেশি ট্রেড করতে হবেই তবেই আপনি আয় করতে পারবেন | ফরেক্স থেকে লস না করলে লাভ করা যায় না |
আমি সাধারণত ট্রেড দিযে থাকি অনেক দিন পর পর একটা কিংবা দুইটা আর বাকিটা সময় মার্কেট এনালাইসিস করে ট্রেডিং সিদ্ধান্ত নিয়ে থাকি । আর দিনে এক হতে দুই ঘন্টা ফরেক্সে সময় দিয়ে থাকি । যেমন রাতে কিংবা সকালের দিকে ট্রেডগুলো দেখি আর নিউজগুলো দেখি । যেহেতু এখন স্মার্টফোনেই সহজে ট্রেড করা যায় তাই আমি যে কোন স্থানে বসেই ট্রেডিং পর্যালোচনা করতে পারি ।
এটা নির্ভর করে অবস্থার উপর। ট্রেডিং যখন ভালো হয় তখন প্রতিদিন ট্রেড করা যায়। আর প্যরতিদিন ২-১ বার করাই তো যথেশঠ। যখন লস হয় তখন তো এক্তু ধরজ্য ধরতে হবে। অস্থির হয়ে প্রতিবিন লস দেবেন কোন দুঃখে। হা আপনি যদি লোভ সাম্লাতে না পারেন তাহলে ভিন্ন কথা। তখন তো আপনাকে লস করতেই হবে।
আমি দিনে বেশী একটি ফরেক্স এ কাজ করি না। আমি বেশীর ভাগ রাতে ফরেক্স এ কাজ করে থাকি এবং রাতে আমি ভাল করে বুঝে ট্টেড করি। তার পরেও আমি দিনে যে সময় টুকু দিই তা হল আমি সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত সময় দিয়ে থাকি। তারপর আমি রাতে অনেকক্ষন ফরেক্স এ সময় দিই।
আসলে আমি যখনই সময় পাই তখনই ট্রেড করি। তবে বেশির ভাগ সময় দেখা যায় যে সকাল ১১টার থেকে বিকার ৫টা পর্যন্ত অফিসে বসে অফিসের কাজের ফাকে ফাকে বসে ট্রেড করি । সন্ধার সময় থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত যখন ট্রেড দেওয়ার পরিবেশ পাই তখনই ট্রেড দেই। সব মিলে দেখা যায় গড়ে ৫থেকে ৬ঘন্টা আমি ট্রেড করি।
আমি ফরেক্স মার্কেট এ একদিন এ ৩ বার থেকে ৫ বার ফরেক্স মার্কেট এ আসি আর দেখি নতুন কোন ট্রেড আসছে কিনা যদি নতুন ট্রেড আসে তা হলে আমি নতুন ট্রেড করি আর ট্রেড না আসলে অফিস এর কাজ করি আমি সময় কম পাই তাই ফরেক্স মার্কেট এ কম সময় দিতে পারি আমি যদি আরও বেশি সময় ফরেক্স মার্কেট এ দিতে পারতাম তা হলে আমি আরও বেশি ডলার ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পারতাম এই মার্কেট থেকে
আমি ট্রেড করি আমার ট্রেডিং কৌশল অনুযায়ী। যখন ট্রেড করার উপযুক্ত সময় মনে হয় ট্রেড করি। বর্তমানে ফরেক্স পার্টটাইম হিসেবে করি তাই সকালে ২ ঘন্টা সময় ফরেক্সে ব্যয় করি।
আমি ট্রেড করে ট্রেড নিয়ে বসে থাকি না। কারন আমি যত ক্ষন চার্টের সামনে থাকবো ততই আমার ট্রেদ দিতে মন চাইবে। সেজন্য আমি ট্রেড ওপেন করলে ট্রেড আর দেখি না। ট্রেডটা যত সময় পর্যন্ত স্টপ লস বা টেক প্রফিট হিট করবে। ফরেক্স আপনি কোন টেন শন না নিয়ে ট্রেড করবেন। কারন যত চিন্তা করা হয় ট্রেড ডিসিশনে ততি ভুল হয়।
আমি প্রতিদিন মাত্র ২/১ ঘন্টা মার্কেটে এনালাইসিস করি,মার্কেট সেন্টিমেন্ট দেখি কিন্তু ট্রেড করি খুবই কম৷মার্কেটে প্রাইস মুভমেন্ট নিয়ে এখন আর আমি খুব একটা অস্হির হইনা৷যখন দেখি একটা সুযোগ এসেছে ট্রেড করার ঠিক তখনই এন্ট্রী করে থাকি৷তাই প্রতিদিন সুযোগ খোঁজার জন্য ২/১ ঘন্টা মার্কেট দেখি৷
এটা নির্ভর করবে আপনার টাইমফ্রেমের উপর । লং টাইম ট্রেডে গেলে বেশি সময় লাগবে আর শর্ট টাইম ফ্রেমে গেলে দু চার ঘন্টার মধ্যেই আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে আশা করা যায় । এখন ধরেন আমার মাসিক টার্গেট হল ১০% এবং এটা যদি আমার একদিনে পূরণ হয়ে যায় তাহলে আমি ঐ মাসে আর কোন ট্রেডেই যাবনা । কারন আমার মাসিক যে টার্গেট ছিল সেটা ফিলাপ হয়েছে, সুতরাং বেশি লোভ করা ঠিক হবে না । তবে যতক্ষণ পর্যন্ত না আমার টর্গেট পূরণ হচ্ছে ততক্ষণ ।
আমি একজন শিক্ষানবীশ ট্রেডার গত একবছর যাবত আছি এটার সাথে ডেমো ট্রেড করছি। আমি দিনে আমার কাজের ফাকে মার্কেট দেখি এবং মাঝে মাঝে ট্রেড নেই আর বেশীর ভাগ সময় শিখি কিভাবে ট্রেড করতে হয় আর মাঝে মাঝে ফোরাম পোষ্টিং দেই। আমি ট্রেড নিলে আমি শুধু লস করি। চেষ্টা করছি আমার ট্রেডকে আরও শক্তিশালী করার জন্য সবসময় কারেক্ট করার চেস্টা করছি। আমি শেখার চেষ্টা করছি আরও ভাল ট্রেড করার জন্য। আমি মার্কেটে প্রতিদিন ৫-৬ ঘন্টা শেখার জন্য ব্যয় করি।
আমি একটা দিনে কতক্ষণ টেস্ট কোরি জনি ন আমি জানে না যদি আমি জানতাম* আমার ইচ্ছা স্বাধীন* আমার কোনো ধরাবাধা নিয়ম আমার কাছে নেই*
আমি আসলে দৈনিক চিন্তা করে ট্রেড করি না। আমি সবসময় চেষ্টা করি আমার ট্রেড যেন দীর্ঘ সময় খোলা থাকে আর তার ফলে আমি দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করে ট্রেড করি। আমার জানামতে দীর্ঘমেয়াদী ট্রেড এই ব্যবসার জন্য অনেক সুবিধাজনক আর দীর্ঘমেয়াদী ট্রেড করলে যেমন ঝুকি কম হয় তেমন মুনাফাও বেশি পাওয়া যায়। আর দীর্ঘমেয়াদী ট্রেড করলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আসলে আমি দৈনিক ট্রেডের কথা চিন্তা করি না বরং সঠিক সময় খোজার চেষ্টা করি যে কখন ট্রেড করলে ভাল প্রফিট অর্জন করতে পারব। তবে বেশির ভাগ সময় আমি মার্কেটের নিউজগুলো ফলো আপ করি আর সে অনুযায়ী মার্কেটে ট্রেডিং কৌশল পরিকল্পনা তৈরি করি। বেশির ভাগ সময় আমি দীর্ঘমেয়াদী ট্রেডিং কৌশল অনুসরণ করি কেননা এতে করে আমার ট্রেডিং করতে বেশ সুবিধা হয় এবং মার্কেটের অবস্থান সম্পর্কে ভাল বুঝা যায়।
ফরেক্সে আমি প্রতিদিন ২-৩ ঘণ্টা ফরেক্স মার্কেট এ বসি তারপরে মার্কেট এর অবস্থান বুঝে ট্রেড নেই এবং পরে এনালাইসিস মাধ্যমে মার্কেট এর অবস্থা বুঝে আমি আমার সময় মত আবার বন্ধ করে দেই এভাবেই আমি আমার ট্রেড পরিচালনা করে থাকি ।
আমি প্রতিদিন বেশিরভাগ সময়ই ফরেক্সে ব্যায় করি সবসময় মার্কেট ফলো করি মার্কেট মুভমেন্ট দেখি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করি এভারেজে প্রতিদিন আমার ৫ থেকে ৬ ঘন্টা ফরেক্সে সময় দেই ।
আমি একটা দিনে কতক্ষণ টেস্ট কোরি জনি ন আমি জানে না যদি আমি জানতাম* আমার ইচ্ছা স্বাধীন* আমার কোনো ধরাবাধা নিয়ম আমার কাছে নেই*
প্রশ্নটাই একটু কেমন যেন হয়ে গেল। যাই হোক কেউ এখানে সারাদিন চার্টের সামনে বসে থাকে আবার কেউ দুই এক ঘন্টা বসেই বাদ দিয়ে দেয়। প্রতিদিনই আপনাকে ট্রেড করতে হবে এমন কোন বাধ্যবাদকতা এখানে আছে বলে আমি মনে করি না। আমি মাসে দুটো ট্রেড করব কিন্তু তা হবে কোয়ালিটি ট্রেড। আজাইরা সারা মাসে ১০০ টা ট্রেড করে দুই তিনবার একাউন্ট জিরো করার থেকে তাই উত্তম নয় কি?
আসলে আপনি কতক্ষন দিনে ট্রেড করবেন এটা নির্ভর করবে আপনি কি ধারনের ট্রেড করেন বা আপনার ট্রেডের ধরন কেমন তার উপর ধরুন আপনি যদি স্কেলপিন করতে চান তবে আপনার দিনের ট্রেডের সময় হবে একরকম আবার আপনি যদি লং ট্রেড করতে চান তবে হবে অন্য রকম তবে আমি ট্রেড করার চেয়ে বেশি থাকি মার্কেট ওয়াচ করার জন্য।
আমি প্রতিদিন ৫-৬ ঘণ্টা ট্রেড করি। ট্রেড আমি যদিও কম ওপেন করি তবু ও মার্কেট কে বুজতে হলে কম করে আমাকে ৫-৬ ঘণ্টা সময় দিতে হয়। সুদু যে মার্কেট এ ট্রেড ই করব তা নয় । অনেক নিউজ পরতে হয় মার্কেট এর গ্রাফ নিয়ে চিন্তা করতে হয় এবং যারা আমার থেকে ফরেক্স বেশি বুজে তাদের সঙ্গে আলোচনা করি । আর মার্কেট এর ব্যাপারে বুজতে হলে এই সময় এর কম ব্যায় করে করা যায় না।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যত বেশি ফরেক্স সময় দিতে পারেন তত বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তাই আমি বলব আপনি ফরেক্স কে যদি পেশা হিসেবে নেন তাহলে অধিক সময় ব্যয় করুন। আর যদি পার্ট টাইম হিসেবে কাজ করেন তাহলে ৩-৪ ঘন্টা সময় ব্যয় করলে অনেক বেশি ভাল হবে। কেননা ফরেক্স নিউজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই তা বুঝার জন্য বেশি সময় ব্যয় করতে হবে প্রথম অবস্থায়। তার পর ধীরে ধীরে সময় কমিয়ে দিতে পারেন শুধু নিউজ এর সময় গুলো ফলো করলেই হবে আমার বিশ্বাস।
আমি প্রতিদিন ৫-৬ ঘণ্টা ট্রেড করি। ট্রেড আমি যদিও কম ওপেন করি তবু ও মার্কেট কে বুজতে হলে কম করে আমাকে ৫-৬ ঘণ্টা সময় দিতে হয়। সুদু যে মার্কেট এ ট্রেড ই করব তা নয় । অনেক নিউজ পরতে হয় মার্কেট এর গ্রাফ নিয়ে চিন্তা করতে হয় এবং যারা আমার থেকে ফরেক্স বেশি বুজে তাদের সঙ্গে আলোচনা করি । আর মার্কেট এর ব্যাপারে বুজতে হলে এই সময় এর কম ব্যায় করে করা যায় না।
আমি লং টাইম ট্রেডার। তাই 4h টাইম ফ্রেম ব্যবহার করি । যার ফলে অধিকাংশ ট্রেডই দুই তিনদিনের মত দীর্ঘস্থায়ী হয়। তবে এধরনের ট্রেডে পর্যাপ্ত পরিমানের ডিপোজিটের প্রয়োজন হলেও লসের সম্ভবনা অনেক কম থাকে। এছাড়াও ফরেক্স যেহেতু আমার পার্টটাইম ব্যাবসা তাই এটাতে সময়ও বেশী দিতে পারিনা।
আমি মনে করব এখানে মার্কেট এর মুভমেন্ট বুঝে আমাদের ট্রেড রাখা উচিত কারন এটা যার যার ট্রেডিং সিস্টেম এর উপর নির্ভর করে ফরেক্স করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট হতে আয় করতে হবে এ জন্য আমরা এখান থেকে ভাল কিছু করতে পারব । আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা অনেকেই কম সময় আবার অনেকেই বেশী সময় নিয়ে করে থাকি ।
আমি ফরেক্সে নতুন তাই আসলে দৈনিক চিন্তা করে ট্রেড করি না।তবে ৪/৫ ঘন্টা সময় ধরে এটা করি।আর আমি সবসময় চেষ্টা করি আমার ট্রেড যেন দীর্ঘ সময় খোলা থাকে। আর তার ফলে আমি দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করে ট্রেড করে থাকি । আমি যতটুকু জানি যে লং ট্রেড এই ব্যবসার জন্য অনেক সুবিধাজনক।এবংলং ট্রেড করলে যেমন ঝুকি কম হয় তেমনি মুনাফাও বেশি পাওয়া যায়। আর লং ট্রেড করলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আমি মনে করি।
আমি যেদিন ট্রেড চালু করি আমি সেই দিনেই আমার ট্রেড বন্ধ করি আমি আমার ট্রেড কে ঝুলিয়ে রাখি না কারন এতে করে আম্র লস বি যেতে আপরে আমি কখনই অনেক দিন এক ট্রেড রেখে দেই না কারন এটা আমার কোন সিস্টেম এর মধ্যে পরে না ।
আমি বর্তমানে এই মার্কেটে দৈনিক হিসেবে ট্রেড করি না। আমি চেষ্টা করি আমি যেন দীর্ঘ সময় নিয়ে ট্রেড করতে পারি। কারণ দীর্ঘ ট্রেড অনেকটা সুরক্ষিত হয়ে থাকে। আর তা থেকে খুব সহজেই ভাল মুনাফা পাওয়া যায়। আমি আগে দিনে বেশ কয়েকটা ট্রেড করতাম তারমানে স্কেলপিং করতাম। সেটা থেকে ভালই মুনাফা আসতো তবে সেটা অনেক রিস্কি ছিল। আর যখন লস করতাম দেখা যেত যা মুনাফা করেছি তার সবটুকুই লস হয়ে যায়। তাই এখন এমন ভাবে ট্রেড করি যাতে একটা ট্রেড আমার কয়েকদিন অপেন থাকে।
আমি একজন ছাত্র । আমি খুব বেশি সময় পায় না ।তাই আমি প্রতি দিন ২ থেকে ৩ ঘন্টা ট্রেড করে থাকি ।আর আমি ফরেক্সেও নতুন তাই আমি ফরেক্স সম্পর্কে দক্ষ হতে চেষ্টা করছি ।
আসলে ফরেক্সে ট্রেড করার নির্দ্রিষ্ট কোন টাইম নেই । আপনার সুবিধা মত ট্রেড করতে পারেন । ফরেক্স মার্কেটের এনালাইসিস করে সুবিধা মত সময় আমি ট্রেড করে থাকি । কারন ফরেক্স মার্কেটের ট্রেড পুরোটাই আমার সুবিধা মত করে থাকি।
এটা সাধারনত আপনার ট্রেডিং স্টাইল এর নির্ভর করে। কারন মার্কেট এ যে বসে থাকলেই প্রফিট করা যায় তা কিন্তু নয়। আপনি সারাদিন বসে থাকলেও হবে না। যথাসময়ে সঠিক নিয়মে আপনাকে ট্রেড েএ ঢুকতে হবে। আপনি যে কোন একটা ট্রেডিং স্টাইল বেছে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে।
আমি ফরেক্সে নতুন ।খুব বেশি ফিরেক্স সম্পর্কে দক্ষ না ।তাই ফরেক্সে দক্ষ হওয়ার জন্য একটু বেশি সময় দিয়ে থাকি । এজন্য আমি প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ ঘন্টা ফরেক্সে সময় দিয়ে থাকি । এ জন্য আমি দিন দিন ফরেক্সে উন্নতি লাভ করছি এবং ফরেক্স থেকে আয় করছি ।আর আমি একজন দক্ষ ট্রেডার হতে চেষ্টা করছি ।
সত্যি কথা বলতে আমি একদমই সময় ধরে ট্রেড করিনা। কারণ আমি সব সময় এতটাই ব্যস্ত থাকি যে, নির্ধারিত সময় ধরে আমি ট্রেড করতে পারি না। তাই বলে এই না, যে আমি ফোরামে পোস্ট করিনা বা সময় দেয় না। আমি অবশ্যই ফরেক্স কে সময় দেয়। কিন্তু সেটা আমার সুবিধা অনুযায়ী। এটা কখনো ২-৩ ঘন্টাও হয় আবার ৪-৫ ঘন্টাও হয়।আবার অনেক সময় এর থেকে বেশিও হয়।কিন্তু ফরেক্স কে বেশি সময় দিলে অবশ্যই অনেক ভালো কিছু উপার্জন করা সম্ভব বলে আমি মনে করি।
আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফরেক্সে ব্যয় করি না। কোন দিন 2 ঘন্টা বা কোন দিন 3 ঘন্টা ,কোন দিন 4 ঘন্টা আবার এমনও দিন আছে যেদিন হয়তো মার্কেটে থাকার সময় পাইনা। আমি যখনই সময় পাই তখনই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকি। তাছাড়া ফরেক্স মার্কেটে এমন কোন রুলস নেই যে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সময় ফরেক্সে ব্যয় করতে হবে। একজন ট্রেডার ফরেক্স মার্কেটে স্বাধীনভাবে ট্রেডিং করতে পারবেন। ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডার রয়েছেন কেউ ফুলটাইম ট্রেডিং করেন , কেউ পার্ট-টাইম আবার কেউবা অবসর সময়ে ট্রেডিং করেন। তবে যে যেভাবেই ট্রেডিং করুক না কেন নিয়ম অনুযায়ী ট্রেডিং করলে ফরেক্স মার্কেট থেকে সবাই প্রফিট অর্জন করতে পারবেন। ফরেক্স মার্কেট এমনই একটা মার্কেট যেখানে অনেক কম পরিমাণ সময় দিয়েও বেশি পরিমাণ প্রফিট অর্জন করা যায়। তাই কতটা সময় দিলেন সেটা বড় কথা নয়, ফরেক্স থেকে প্রতি মাসে কি পরিমাণ প্রফিট অর্জন করছেন সেটাই মুখ্য বিষয়।
এটা নির্ভর করে অবস্থার উপর। ট্রেডিং যখন ভালো হয় তখন প্রতিদিন ট্রেড করা যায়। আর প্যরতিদিন ২-১ বার করাই তো যথেশঠ। যখন লস হয় তখন তো এক্তু ধরজ্য ধরতে হবে। অস্থির হয়ে প্রতিবিন লস দেবেন কোন দুঃখে। হা আপনি যদি লোভ সাম্লাতে না পারেন তাহলে ভিন্ন কথা। তখন তো আপনাকে লস করতেই হবে।
একটি সুইং এবং পজিশনের ব্যবসায়ী হিসাবে আমার কাছে প্রতিদিনের কয়েক মিনিট সময় বরাদ্দ করতে কোনও সমস্যা নেই ইন্ট্রাডে ব্যবসায়ীদের থেকে আলাদা। আমাদের দৈনিক সময়সূচির সাথে কোন টাইম ফ্রেমটি ভালভাবে কাজ করে তা আমাদের অবশ্যই চয়ন করতে হবে এবং এটির সাথে আমাদের আরামদায়কও হতে হবে। কিছু ব্যবসায়ী দ্রুত ট্রেডিং ক্রিয়াকলাপ পছন্দ করেন যেমন একটি স্কাল্পার বা উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবসায়ী যা তাদের ট্রেডগুলিতে ইএ ব্যবহার করে। আমরা কোন টাইম ফ্রেমটিই বেছে নিই না, সর্বাধিক গুরুত্বপূর্ণ হ'ল দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে একটি ধারাবাহিক লাভজনক ব্যবসায়ী হওয়া।
আমার প্রিয় ভাই আমি এতে সঙ্কুচিত হই না । যখন আমার বোন আগুন মিটারে তখন আমি এতে ট্রেড করি এবং আমার কোন ব্যালেন্স নেই এবং যখন আমাদের বোনাস আসে তখন ট্রেড করার কোন ভালো সময় নেই । আমি ট্রেড করি এতে আমরা সঞ্চয় পাবো ।
মনে রাখবেন, আমি আমার বাণিজ্যটি নতুন দু'দিনের জন্য নবায়ন করি কারণ আমার বিশ্বাস এটি লাভে যাবে এবং তাই আমার গণ্ডার এটিও করেছে। নাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে একটি লাভ করতে হবে There সেখানে আপনি একজন সফল নেতা হয়ে উঠবেন I আমি মনে করি এটি পাওয়ার জন্য ক্ষতিটিই আপনাকে মোকাবেলা করতে হবে
আমি প্রতিদিন ট্রেড করি না। প্লেন করে সময় মত ট্রেডিং করি আর ইকোনমি ক্যালেন্ডার ফলো করি। বুঝে ট্রেডিন করলে আমি মনে করি প্রত্যেক দিন টেডিং করতে হয় না।
মাসে একটা টার্গেট নিয়ে ট্রেডিং করলে আমি মনে করি সবাই ফরেক্স ট্রেডিং করে লাভবান হবে।
আমি প্রতিদিন 3-4 ঘন্টা বিনিময় করি। আমি কম খোলা বিনিময় করি এবং বাজারটি বুঝতে পারার পরেও, আমাকে নিজেকে 3-5 ঘন্টা কম দেওয়া দরকার give সুদু আমি যে বাজারটি বিনিময় করি তা নয়। আমার এক টন নিউজ অনুধাবন করা উচিত এবং বাজারের চার্টটি বিবেচনা করা উচিত এবং আমার সাথে ক্রমাগত বুলিশ ব্যক্তির সাথে কথা বলতে হবে। আরও কী, যদি বাজারটি এই সময়টি সম্পর্কে বুঝতে পারে তবে এটি কম খরচে ব্যয় করা যায় না।
আমি যেহেতু একজন ছাত্র, তাই আমাকে পড়াশুনা করতে হয়। তাছাড়া আমি একটি পারটাইম চাকুরী করি এবং তার সাথে সাথে ফরেক্স করছি। তাই কাজের ফাকে ফাকে আমি অবসর সময়ে ফরেক্স করে থাকি। তাতে করে প্রতিদিন আমি 5-6 ঘন্টা ফরেক্স করতে সময় পাই।