আসলে প্রত্যকটা কাজের একটা প্ল্যান থাকা উচিত। তদ্রুপ ফরেক্স ও আমি কত রিস্ক মেনেজমেন্ট করে ট্রেড করব তা মাথায় রাখতে হবে। আমরা কোন পদ্ধতি ব্যবহার করে ট্রেড করব তা মাথায় রাখতে হবে। আমরা মাসে কত টার্গেট করে ট্রেড করব এটাও মাথায় রাখা জরুরী। একটা পরিকল্পনা নিয়ে কাজ করলে সফলতা পাওয়া সম্ভব।