কৌশলী হয়ে ট্রেড করলে অল্প ডিপোজিট নিয়ে টিকে থাকা সম্ভব :-
সম্ভব তবেকৌশলী হতে হবে, অসাধারণ প্রতিভা নিয়ে ট্রেড করলে অবশ্যই টিকে থাকবেন। তবে অসুস্থ মস্তিষ্ক নিয়ে না, ঠান্ডা মাথায় মার্কেট বুঝে ট্রেড করবেন। দিনের মাঝে সবসময় না কিছু সময় বুঝে শুনে পর্যবেক্ষণের মাধ্যমে ট্রেড করলে টিকে থাকা সম্ভব।
অল্প ডিপোজিট নিয়েও কি টিকে থাকা সম্ভব :-
অল্প ডিপোজিট নিয়েও টিকে থাকা সম্ভব তবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যেমন:-
১. কম লিবারেজ নেওয়া, কম লডে ট্রেড করা।
২. সময় বুঝে ট্রেড করা।
৩. নিউজ ফলো করে নিউজ বুঝে ট্রেড করা।
৪.লাভ করার পর বেশি লাভের আশা করে বেশি ট্রেড না করা।
৫. মার্কেট চার্ট ফলো বিশ্লেষন করে ট্রেড করা।
৬. ধৈর্য্য ধারন করে ঠাণ্ডা মাথায় ট্রেড করা।