কথায় আছে অতি লোভে তাতি নষ্ট । অর্থাৎ যে কোন কাজে বেশি লোভ করলে তাতে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে । তাই ফরেক্সে বেশি লোভ থেকে সব সময় দুরে থাকতে হবে । আরেকটি না বিষয়: লোভ ছাড়া কিন্তু ভাল কিছু পাওয়া যায় না । তবে সে লোভ তাকতে হবে সিমাবদ্ধ।
Printable View
কথায় আছে অতি লোভে তাতি নষ্ট । অর্থাৎ যে কোন কাজে বেশি লোভ করলে তাতে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে । তাই ফরেক্সে বেশি লোভ থেকে সব সময় দুরে থাকতে হবে । আরেকটি না বিষয়: লোভ ছাড়া কিন্তু ভাল কিছু পাওয়া যায় না । তবে সে লোভ তাকতে হবে সিমাবদ্ধ।
লোভ কখনও ভালো না । কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু । লোভ শুধু মানুষকে পতন করে থাকে । তাই ফরেক্সে কখনও লোভ করা যাবে না । আপনি যদি বেশি লাভের আসায় ফরেক্সে বেশি ভলিয়ম দিয়ে ট্রেড করলে লাভের চেয়ে লস বেশি হয় । কারন ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা তাই এখানে মার্কেট সবসময় উঠানামা করে । তাই মার্কেট আপনার বিপরিতে গেলে লস হবে ।
অধিকাংশ নতুন ফরেক্স শিখতে আসা ট্রেডারগণ যে ভুলটি করেন, তা হল – তারা ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়া থেকে ফরেক্স সম্পর্কে শিখতে গিয়ে বিভিন্ন স্ট্রেটেজি, ইন্ডিকেটর এবং সিগনালের ব্যাপারে জানতে পারে। সেখানে তারা দেখে যে সেগুলোর মাধ্যমে দৈনিক এতো ডলার/পিপস আয়ত্ত করা সম্ভব। সেগুলো দেখে তারা লোভে পরে সেগুলোর উপর যথেষ্ট এনালাইসিস না করে সেগুলো প্রয়োগ করার জন্য মরিয়া হয়ে যায়। তারা মনে করে, এর মাধ্যমে তারা অতি দ্রুত ফরেক্স থেকে লাভের মুখ দেখতে পারবে। আর তাদের এই লাভের আশায় লোভের পরিনাম লসের দ্বারাই পরিনতির রূপ পায়।
লোভ মানুষের সবচেয়ে ক্ষতিকর একটি দিক। লোক ছাড়া মানুষ পাওয়াটাই অসম্ভব বলতে পারেন নেই বললেই চলে, হ্যাঁ তবে কম আর বেশি। অনেক মানুষ আছে যারা লোভ কে কন্ট্রোল করতে পেরেছে। লোভ কে বিসর্জন দিলে জীবনে অনেক বড় হওয়া যায়। ইন্সটাফরেক্স এ আপনি ট্রেডিং করবেন বাট লোভ করলে আপনি বেশি দিন টিকতে পারবে না। ট্রেডে লোভ করলেই আপনার লস করবেন।
লোভ ফরেক্স মার্কেটের ধ্বংসের অন্যতম প্রধান কারণ। একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু। নতুন যারা ফরেক্স মার্কেটে কাজ করে তারাই বেশি লোভ করে। দক্ষ ফরেক্স রা কখন লোভ করে না। নতুন যারা ফরেক্স মার্কেটে কাজ করে তারা অতিরিক্ত লাভের আশায় বেশি রিক্স নিয়ে ট্রেড করে।বেশি রিক্স নিয়ে ট্রেড করলে অধিকাংশ সময় লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফরেক্স মার্কেট এ লোভ থেকে বিরত থাকতে হবে।
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু,তাই লোভকে সব সময় পরিহার করা উচিত,কারন কোন কাজেই লোভ করে ভাল ফল পাওয়া যায় না,আর ফরেক্স এর ক্ষেত্রে এটা খুব বীপদজনক, কেননা ফরেক্সে লোভের কোন স্থান নেই,ফরেক্স হল গতিশীল মার্কেট তাই কখন যদি লোভের বশিভুত হয়ে ট্রেড করে বসেন তবে লস হবার সম্ভাবনা বেশি কাজ করে,অথাৎ ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে,যেটা ফরেক্স এর ক্ষেত্রে মৃত্যুর সমতুল্য,তাই লোভকে সংযত করতে হবে যাতে করে কোন ভূল করে না ফেলি।
লোভ হয়ছে সব কিছুর জন্য খারাপ,আর ফরেক্স ট্রেড এর সবচেয়ে বড় খারাপ জিনিস হয়ছে লোভ,বেশি ভাগ ট্রেডার লোভ এর ফলে এই বিজিনেস হতে ব্যালেন্স শূন্য করেছে,ফরেক্স এ লোভ করে সফলতা অর্জন সম্ভব নয়,এই বিজিনেস এ অংশগ্রহন করতে হলে সর্বপ্রথম আপনাকে লোভ ত্যাগ করতে হবে অন্যথায় আপনি বিফল হবেন।
কথায়,আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু।ফরেক্সের ক্ষেত্রে কথাটি ১০০% সত্য।আপনার মনে লোভ আছে আর থাকতেই পারে তবে সেটা লিমিটের মধ্যে রাখা উচিত।আপনি যদি অতিরিক্ত লোভ করতে যান ফরেক্স এ আপনি টিকতে পারবেন না।ফরেক্স মার্কেট এ আপনার টিকতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে শিখতে হবে।আগে ফরেক্স বোঝেন এর জন্য যত প্র্যাক্টিস আছে করতে থাকেন।আপনার যদি ধৈর্য কম থাকে এবং ফরেক্সকে মানি মেকিং মনে করে দ্রুত কোটিপতি হতে চান তবে ফরেক্স আপনার জন্য না।আপনি ফরেক্স এ কিছুই করতে পারবেন না।ফরেক্স এ আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে চান তাহলে সমস্ত লোভ পরিহার করে আগে ফরেক্সটাকে ভালভাবে শিখুন এরপর আয়ের চিন্তা করুন।
ফরেক্স মার্কেটে কিছু কিছু লোভী ব্যক্তি আছেন যারা বেশি প্রফিটের আশায় অনেক রিস্ক নিয়ে ট্রেড করে থাকে। বিশেষ করে তারা অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করার সময় সর্বদা ১০℅ থেকে সর্বোচ্চ ১৫% ঝুঁকি নিয়ে যতটা সম্ভব কম লট নিয়ে ট্রেড করা উচিৎ। কিন্তু লোভের বশে বেশি লট নিয়ে ট্রেড করা ব্যাক্তিরা খুব অল্প সময়েই একাউন্ট শূন্য করে ফেলে এবং এইসব ব্যক্তিরা বেশিদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না। তাই ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে সকল ট্রেডারদের লোভ থেকে বিরত থাকা উচিৎ।
আমাদের সবার মাঝেই অর্থের লোভ আছে।কারো কম আবার কারো বেশি।আপনার ততটুকুই লোভ করা মানায় যতটুকু আপনার প্রাপ্য। লোভের তাড়নায় পড়ে ট্রেড করতে যাবেন না।যদিও আপনি কিছু সময়ের জন্য লাভবান হতে পারেন কিন্তু পরবর্তীতে এই লোভ আপনার ধ্বংস ডেকে আনতে পারে।কাজেই বুঝে শুনে কাজ করতে হবে।রাতারাতি ধনী হওয়ার চেয়ে ধীরে ধীরে ধনী হওয়া ভালো।কথায় আছে অতি লোভে তাতী নষ্ট।ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা।কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য্য সহকারে ফরেক্স করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন বলে আমি মনে করি।
আমি বলবো ফরেক্স ব্যবসা খুব একটা সহজ নয়। এখানে লাভ করা খুব কঠিন। ফরেক্স এ টিকে থাকতে হলে লোভ কে বর্জন করতে হবে। লোভ বেশি করতে গেলে ফরেক্স এ লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। তাই আস্তে আস্তে যা লাভ হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভাল। এখানে একদিনে একাউন্ট ডাবল ও করে ফেলা যায় আবার একদিনে একাউন্ট জিরো ও করা যায়। কিন্তু আস্তে আস্তে এগুলে লাভ কম হলেউ লসের সম্ভাবনা থাকে না। তাই লোভ না করে ফরেক্স এ এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ।
আমরা জানি ফরেক্স ব্যবসা খুব একটা সহজ নয়। এখানে লাভ করা খুব কঠিন। ফরেক্স এ টিকে থাকতে হলে লোভ কে বর্জন করতে হবে। লোভ বেশি করতে গেলে ফরেক্স এ লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। তাই আস্তে আস্তে যা লাভ হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভাল। এখানে একদিনে একাউন্ট ডাবল ও করে ফেলা যায় আবার একদিনে একাউন্ট জিরো ও করা যায়। কিন্তু আস্তে আস্তে এগুলে লাভ কম হলেউ লসের সম্ভাবনা থাকে না। তাই লোভ না করে ফরেক্স এ এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ।
জী হ্যা লোভ এ পাপ আর পাপে মৃত্যু,এই কথাটা ফরেক্স এর জন্য বেশি কার্যকরী,লোভ করলেন তো ব্যালেন্স শুন্য করলেন,ফরেক্স বিজিনেস এ ব্যালেন্স শুন্য হওয়ার কারণ হয়ছে আমাদের লোভ,আমরা লোভ এর কারণে ওভার এন্ট্রি নিয়ে থাকি বড় লট ব্যবহার করে ফলে লস এর স্বীকার হয়ে থাকি,তাই লোভ ত্যাগ করুন,অন্যথায় শেষ হয়ে যাবেন।
একদম বাস্তব কথাই বলেছেন ভাই, ফরেক্সে লোভের কোন জায়গা নেই। অনেক সময় দেখেছি প্রথমে ভালই চলে ,এ্যান্ট্রি নিচ্ছি ,প্রফিট হচ্ছে ক্লোজ করছি কিন্তু হঠাত করে একটু লোভ দেখা দিল যে মার্কেট তো ভালই যাচ্ছে তো একটা লট/ভলিউম বাড়িয়ে এ্যান্ট্রি দিই ঠিক তখনই ব্যালেন্স জিরো । তখন তো আফসোস ছাড়া কিছুই থাকে না । এজন্য কথাটি সত্য যে লোভ করলেন তো মরলেন।
অতি লোভে তাতী নষ্ট কথাটি এমনিতেই হয়নি। তাতী তার তাতের সবকিছু বিক্রি করে গরুর খামার করে দুধ বিক্রি করে অনেক টাকা ইনকাম করার প্লান করে। তাত বি্ক্রি করে বিশাল খামার তৈরী করে ,গোয়াল ঘর করে অবশেষে গরু আর কিনতে পারে নাই, শেষে দুধ বিক্রি করে টাকা পয়সা আর হলো না। ওদিকে তাতও হলো না গরুর খামারও হলো না। এজন্য ফরেক্সে লোভ করলে ভাল করার কোন সম্ভাবনা নাই ।
ফরেক্স একটা লোভনিয় আকশনিয় ব্যাবসা।অল্প সময়ের মাধ্যমে এখানে প্রচুর লাভবান হওয়া যায়।তবে লোভের আগে আপনাকে আপনার ক্যাপিটাল এর দিকে চোখ রাখতে হবে।একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু।তাই এ মাকেটে লোভ আপনাকে দেউলিয়া করে দিতে পারে।তাই আমরা সবাই নিজেদের গ্যান ও কৌশল অনুজায়ি রিক্স নিবো,ও ফরেক্স মাকেটে টিকে থাকার চেষ্টা করবো।ধন্যবাদ
ফরেক্স ব্যবসা একটি অনলাইন ভিত্তিক ব্যবসা এই ব্যবসা লোভ করলেন তো মরলেন কারন কথায় আছে লোভে পাপ পাপে মরন।অতি লাভের আসায় ট্রেডার না বুঝে ট্রেড করে এতে করে তারা লস করে বসে।তারপরে আবার ট্রেড করে আবার লস করে।শেষ পর্যন্ত দেখা যায় তাদের একাউন্ট জিরো হয়ে যায় অনেক ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়।তাই লোভ করা যাবে না।
লোভ অনেক ভয়ংকর একটা বিষয়। লোভ আপনার অ্যাকাউন্ট এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। তাই ফরেক্স মার্কেটে লোভ করা উচিত না। আপনাকে আপনার লোভ নিয়ন্ত্রণ করে চলতে হবে। না হলে ফলাফল অনেক ভয়ঙ্কর।
লোভের কারনে ফরেক্সে ভালো ক্ষততি হতে পারে।তাই নয় বরং আরও বড় ক্ষতি হয়। সেটা হলো রিয়েল ট্রেড শেখা যায় না।লোভ করলে আমরা কোনোদিনই ভালোভাবে ট্রেড শিখতে পারবো বলে আমার মনে হয় না।আর তাছাড়া লোভ করলে ফরেক্সের মতো এতো গতিশীল মার্কেট থেকে অতি দ্রুত লস হবে। যা দেখে ট্রেড করা বাদ দিতে মন চাইবে।তাই এটা ঠিক যে লোভ করলেন তো মরলেন।
সাধারণত আমরা সবাই জানি লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ খুব খারাপ একটা জিনিস । শুধু ফরেক্স ব্যবসায় বলে না আপনি যে কোন কাজ ই করুন না কেন আপনাকে লোভ থেকে দূরে থাকতে হবে । তাই আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । আপনি যদি লোভের বশে বেশি লট এ ট্রেড করেন তাহলে আপনার ঝুকি বেড়ে যাবে এবং আপনি আপনার পুজি হারাতে পারেন । তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা লোভের বশর্তি না হয়ে খুব রিস্ক নিয়ে ট্রেড না করি।
ফরেক্স ট্রেড আপনাকে লোভ না করলেও আপনি লোভে পড়ে যাবেন। তাই আপনার প্রয়োজন সেন্টিমেন্টাল এনালাইসিস করা। আর আপনি ডিমো পেক্টিজ এ সেন্টিমেন্টাল এনালাইসিস এ সফল হলেই কেবল মাত্র লোভ কে নিয়ন্ত্রণ করতে পারেন।
একটা কথা প্রচলিত আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখানে লাভের কোন স্থান নেই। ফরেক্স মার্কেটে লোভকে নিয়ন্ত্রণ করতে না পারলে দংশন সুনিশ্চিত। অনেকেই ফরেক্স মার্কেটে লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত লাভের আশায় রিক্স নিয়ে অধিক ট্রেড করে থাকে। যার ফলে বেশীরভাগ সময় লাভ হওয়ার পরিবর্তে অধিক লস হয়। তাই ফরেক্স মার্কেটে লোভ কে নিয়ন্ত্রণ রেখে ফরেক্স মার্কেট এর সকল নিয়ম মেনে পরিমিত হারে ট্রেড করাই উত্তম।
কথায় আছে লোভে পাপ অার পাপে মৃত্যু কথাটা সত্য ফরেক্স এর জন্য। লোভে পরে একাউন্ট খালি করেছেন এমন লোকের অভাব নেই। ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডারের উচিত সর্বপ্রথম নিজের একাউন্ট কে সুরক্ষা প্রদান করা। লোভ সকলের ভিতর আছে এটাকে কন্ট্রোল করে রাখতে হবে তা না হলে ফরেক্স এ টিকে থাকা অসম্ভব। আর মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট।
স্বাভাবিকভাবেই আপনি যদি ফরেক্সে আসার আগে সব কিছু ভাল করে শিখেন তারপর ফরেক্স এ আসেন তাহলে আপনার সময় গুলোর মূল্য আপনি পাবেন । আর আপনি যদি লোভ করে থাকেন তবে আপনাকে বেশির ভাগ সময় লস করতে হবে । লোভি ট্রেডাররা বেশি দিন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেনা । তার জন্য আপনি যদি মানি ম্যানেজমেন্ট ভাল ভাবে করেন তাহলে আপনি সফল হতে পারবেন বলে আমার ধারনা ।
ফরেক্স ব্যাবসায় লোভ অনেক বেশি কাজ করে তাই অনেকেই লোভের বশে এখানে ট্রেড করে যা কখনোই ঠিক বলে মনে হয়না। এখানে ট্রেড করতে হলে বুজেশুনে ট্রেড করতে হবে অহেতুক লোভ করে লস করা ছারা উপায় থাকবে না। যে ট্রেডাররা লোভ না করে রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনে ট্রেড করে তাদের লসের সম্ভাবনা কম।
লোভ করা খুবই খারাপ বিষয়। লোভ এর ফলাফল কখনোই ভালো হয় না। আর ফরেক্স মার্কেটে লোভ করলে ফলাফল হয় লস। ফরেক্স মার্কেটে ট্রেডারদের লস এর অন্যতম কারণ হলো লোভ। লোভে পড়ে তারা মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেই ওভার লটে ট্রেড করে থাকেন। এ কারণে লাভের পরিবর্তে লসে পড়ে যান তারা*। আর মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করার কারণে লসের পরিমাণ বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় বেশি। একারণে কখনোই লসে পড়ে অতিরিক্ত লাভের আশায় ট্রেড করা উচিত নয়।
কথায় আছে, লভে পাপ, পাপে মৃত্যু। আমরা জানি যে ফরেক্স হচ্ছে পৃখিবীর সবচেয়ে ভাল অনলাইন থেকে আয় করার জায়গা তো্ এখানে আপনাকে আপনার অর্থ ইন্ভেস্ট করতে হবে। আর যদি এখানে আপনি অতিরিক্ত লোভ করেন তো আপনি আপনার অর্থ এখানে হারাতে পারেন।
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু । সুতরাং ফরেক্সে যদি কেউ লোভে পরেছেন তো আপনার একাউন্ট ব্যলেন্স সর্বস্ব হারিয়েছেন । ফরেক্স লস এবং লোভ এই দুটির কারনে প্রত্তেকদিন হাজার হাজার ট্রেডার তাদের একাউন্ট ব্যলেন্স জিরো করে বসেন । এমনকি আমিও অতিরিক্ত লোভে পরে একটি ৪৫$ একাউন্ট থেকে ২০$ লাভ করা সত্তেও পুরো ক্যাপিটাল হারিয়ে ফেলেছি । তাই লোভ যে একজন ট্রেডার কে কতভাবে ক্ষতি করতে পারে তা এখন প্রতিনিয়ত বুঝতে পারছি ।
ফরেক্স মার্কেটে লোভ খুবই সাংঘাতিক একটি বিষয় যা ট্রেডারদের লুজার করে তুলে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একজন ট্রেডার কে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারে রূপান্তরিত হতে হয় আর যার জন্য দীর্ঘদিন ট্রেডিং বিষয়ে পড়াশোনা এবং অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করতে হয়।ট্রেডিং প্লাটফর্ম এ ট্রেডিং জ্ঞান এবং কৌশলসমূহ এর যথাপোযুক্ত প্রয়োগ এর মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেট থেকে উপার্জন করার সুযোগ পায় কিন্তু লোভ এমন একটি বিভীষিকা যা একজন ট্রেডার কে অধিক প্রফিট অর্জনের ব্যাপারে অতি উৎসাহিত করে তোলে যার ফলশ্রুতিতে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ট্রেডার ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা কে একেবারে অগ্রাহ্য করে লোভের দ্বারা প্ররোচিত হয়ে ট্রেডিং জ্ঞানের তোয়াক্কা না করে ভুল ট্রেডিং কৌশল প্রয়োগ করে যার ফলশ্রুতিতে একসময় বড় ধরনের লস এর মধ্য দিয়ে উক্ত ট্রেডার কে মার্কেট থেকে বিদায় নিতে হয়।তাই ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার হিসেবে রূপান্তরিত করতে হলে অবশ্যই প্রত্যেকেরই উচিত লোভ এবং আবেগকে একেবারে পরিহার করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে উচ্চহারে প্রফিট করা সম্ভব না হলেও ট্রেডিং প্লাটফর্ম এ নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে টিকিয়ে রাখা সম্ভব হবে। তাই সকল ট্রেডারেরই উচিত লোভ থেকে সবসময় নিজেকে বিরত রাখা।
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লোভ করা যাবে না। আপনি যখনি অতিরিক্ত ইনকাম এর আশায় অধিক ঝুকি নিয়ে ট্রেড অপেন করবেন তখনি আপনার লসে পরার সম্ভবনা বেড়ে যায় কারন আপনি সেরা ট্রেড টি নির্বাচন না করেই অতিরিক্ত ইনকাম এর আশায় ঝুকি নিচ্ছন। তাই লোভ পরিহার করা জরুরি। শুধু ফরেক্স এ না ব্যক্তিগত জিবনে ও এটি ত্যাগ করা জরুরি।
যে কোন কাজেই লোভ করতে গেলে বেশি ধরা খেতে হয়। তাই আপনি লোভ করা বন্ধ করে দিন। তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। ফরেক্স ব্যবসার ক্ষেত্রেও একই হিসাব। আপনাকে লোভ পরিহার করে ট্রেড করতে হবে এবং যা প্রফিট করতে পারেন তাই নিয়ে খুশি থাকতে হবে।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম । আসলে একটা প্রবাদ আছে যে,,,,, লোভে পাপ,,,, পাপে মৃত্যু । অতিরিক্ত লোভ করলে আপনাকে সেই লোভের আগুনে পুড়ে মরতে হবে । আর এই ফরেক্স মার্কেটে ঠিক তেমনি,,,,, অতিরিক্ত লোভ করলে আপনাকে একাউন্ট শূন্য করে মার্কেট ত্যাগ করে চলে যেতে হবে বাধ্য হয়ে কারণ আপনার তখন মাথায় আর কিছু কাজ করবেনা । তার কারণ হলো আপনি ফরেক্স মার্কেট থেকে অতিরিক্ত প্রফিট আশা করছিলেন,,,,,, অতিরিক্ত প্রফিট মানেই লোভ । তাই সর্বপ্রথম আপনাকে লোভটাকে সামলাতে হবে এবং নিষ্ঠার সাথে ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে হবে ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।
অতিরিক্ত লোভ মানুষকে ধংস করে।তাই অতিরিক্ত লোভ না করে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে কাজ শুরু করায় ভাল।মানুষ কষ্ট না করলে সে কখনোই সফল হতে পারবেনা।আর যদি ফরেক্স ট্রেডিং খুব এ সহজ হত তাহলে তো মানুষ অন্য সব কাজ বাদ দিয়ে শুধু ফরেক্স ট্রেডিং নিয়ে পড়ে থাকতো।তাই আমাদের উচিত অতিরিক্ত লোভ না করে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তার পর কাজ শুরু করবো আর খুব বেশি করে ট্রেড করবোনা আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স এর নির্ভর করে আমি কাজ শুরু করব।
মানুষের যতগুলো খারাপ গুন আছে লোভ তার মধ্যে অন্যতম। লোভ মানুষকে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে নিয়ে যায়। আর ফরেক্স মার্কেটে লোভ সেতো মৃত্যুর সামিল। সুতারাং লোভ ত্যাগ ফরেক্সে ট্রেড করুন। লোভকে কন্ট্রোল করা না গেলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে না।
ফরেক্স মার্কেট খুব একটা সহজ না।এই মার্কেটে লাভ করা খুব কঠিন।লোভ ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারন।অধিকাংশ ট্রেডার অধিক লাভে আশায় লোভ করে ট্রেড করে ফলে বড় ধরনের লসের সমুক্ষিন হতে হয়।একটি কথা সব সময় মনে রাখতে হবে ফরেক্সে সফলতার পেতে হলে লোভকে বর্জন করতে হবে।
অবশ্যই, অবশ্যই জানতে হবে যে ফলাফলগুলি আমরা পাই তা কখনই এক হতে পারে না এবং আমরা কেবলমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি, এবং পৌঁছে যায় বা না হয় এই লক্ষ্যগুলি বৈদেশিক মুদ্রার বাজারের চলাচলের উপর নির্ভর করে, তবে ব্যবসায়ের লক্ষ্যমাত্রা সহ অনেক সহায়ক ছিল প্রতিটি ব্যবসায়ী লোভী ব্যবসায়ী না হওয়ার জন্য সীমাবদ্ধতার মুনাফাটি কতটা বাস্তবসম্মতভাবে অর্জন করতে হবে তা দেখার জন্য ট্রেডিং ক্রিয়াকলাপ নিয়মিত হওয়া এবং এলোমেলো মনে হয় না। অবশ্যই জানা উচিত যে আমাদের ফলাফলগুলি কখনই হবে না একই এবং আমরা কেবলমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি, এবং পৌঁছে যায় বা না হয় এই লক্ষ্যগুলি বৈদেশিক মুদ্রা বাজারের গতিবিধির উপর নির্ভর করে, তবে ব্যবসায়ের লক্ষ্যমাত্রার সাথে প্রতিটি ব্যবসায়ীকে সীমাবদ্ধতার লাভ কতটা বাস্তবসম্মত হতে পারে তা দেখতে খুব সহায়ক হয়েছে লোভী ব্যবসায়ী না হওয়ার জন্য অর্জন করা হয়েছে তারপরে ট্রেডিং ক্রিয়াকলাপ নিয়মিত হওয়া এবং এলোমেলো মনে হয় না।
আমরা সবাই বাংলা একটা প্রবাদ এর সঙ্গে পরিচিত আর তা হল লোভে পাপ পাপে মৃত্যু ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদ বাক্যটি শুনতে শুনতে বড় হয়েছি তবে বাস্তবিক লাইফে অর্থাৎ কর্মব্যস্ততা ময় এই জীবন ব্যবস্থায় আমরা এই প্রবাদ বাক্যটি অনুসরণ করে খুব কমই চলতে পারি। এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা। লোভ একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারকে ও অতি উৎসাহী এবং অতি আবেগী করে ভূল ট্রেডিং এর দিকে যেতে উৎসাহিত করে যার ফলে অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন জ্ঞান থাকা সত্বেও অনেক ফরেক্স ট্রেডার শুধুমাত্র লোভের দাঁড়া পরিচিত হয়ে ফরেক্স মার্কেটে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরে। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে প্রফিট অল্প হলেও বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।
ফরেক্স ব্যবসায়ের একমাত্র বড় ধরনের লোকসানে কারন হল লোভ। শুধু মাত্র ফরেক্স এ নয় বাস্তব জীবনে বা সব ক্ষেত্রেই লোভ ক্ষতির মূল। সেই আদিম যুগ থেকে আজ অবধি যে বেশি লোভ করেছে তার পতন ঘটেছে। ফরেক্স ব্যবসায়ে একটা নিতি বাক্য হল লোভ করলেন তো মরলেন। আর আমিও েএই কথায় একমত। বেশি আয়ের আশা করে বা লোভ করে যাদি বেশি বেশি ইন্ভেষ্ট করেন তবে আপনি নিঃসন্দেহে পতিত হবেন।
ফরেক্স মার্কেটটা একটা লোভনীয় মার্কেট....আর ফরেক্স এ তাকালে দেখবেন আপনার চারপাশে শুধু ডলার উড়তেছে!!!আপনাকে লোভ সংবরণ করে এই মার্কেটে টিকে থাকতে হবে।।।নয়তো ফরেক্স মার্কেট আপনার জন্য না!!!
ফরেক্স এ কখনোই লোভ করা যাবে না। আর লোভ করে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করা যাবে না। কারন বড়লোক হওয়ার চিন্তা করলেই এক নিমিষেই একাউন্ট জিরো হয়ে যেতে পারে। যা বেশির ভাগ সময় নতুন ট্রেডারদের হয়ে থাকে। তারা আন্দাজে অনেক সময় প্রফিট করে থাকে। তারা মনে করে যে খুব দক্ষ টেডার হয়ে গেছেন।