কোন ব্যবসায় হারাম না ফরেক্স হলো ঠিক তেমনি একটি ব্যবসা। তবে ব্যবসায় যদি সুদ অন্তর্ভুক্ত হয় সেই ক্ষেত্রে সে ব্যবসা হারামের পরিণত হবে। কেননা সুদ আমাদের ধর্মে একাধিকবার মানা করেছে। সেই সুদ যদি কোন ব্যবসায় সঙ্গে জড়িত থাকে তাহলে উক্ত ব্যবসা হারাম। তাই ফরেক্স একাউন্ট অপেন করার সময় সোয়াপ ফ্রী একাউন্ট এ হিসেবে ওপেন করতে হবে। সোয়াপ অর্থ হল সুদ। যেসকল ট্রেডার সোয়াপ অন্তর্ভুক্ত করেছে তাদের জন্য ফরেক্স হারাম। আমি সোয়াপ ফ্রী একাউন্ট ওপেন করেছি তাই আমার ফরেক্স থেকে সকল ইনকাম হালাল।