-
আমার জন্য সট টার্ম ট্রেড বেস্ট লাগে কারন আমি লং টার্ম ট্রেড করে সফল হতে পারি কম কারন আমি অনেক লং টার্ম ট্রেড করার চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ধরে লসে পড়ে থাকতে হয়েছে তা্ ি আমি সট ট্রেড বেশি করি তবে যারা নতুন আমি তাদের বলবো লং ট্রেড করার সময় কোরেন্সির অনেক দিক বিবেচনা করতে হবে, ধন্যবাদ।
-
আমি একজন নতুন সদস্য হিসেবে ফরেক্স কে খুব গুরুত্ব দিচ্ছি। আমার পড়াশুনার পাশাপাশি ফরেক্স কে খুব গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে ট্রেড করে থাকি। আমি মনে করি নতুন্দেরকে এমনি ভাবেই ফরেক্স করা উচিত। কারন আপনি যেনতেন ভাবে ফরেক্স করে তেমন শুফল নাও পেতে পারেন।
-
নতুন যারা ট্রেড করেন তাদেরকে আমি বলবো সর্ট টাইম ট্রেড করার জন্য। ভাল ভাবে রুঝে উঠার আগে ট্রেড করা রিক্স তাই বসে থেকে সর্ট টাইম ট্রেড করা আমার মনে হয় ভাল হবে। ভাল অভিজ্ঞতা হলে আপনি যেকোনো টাইমে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স এ কাজ যার যার সুবিধা মত কাজ করতে পারে। কারন ফরেক্স ২৪ ঘন্টা্ খোলা থাকে। তাই ফরেক্স এ যার যার সুবিধা মত সময় বের করে কাজ করতে পারে এ ফরেক্স এ। এখন আমার মতে ফরেক্স এ যারা নতুন তারা ফরেক্স এ ফুল টাইম এ করা ভাল। কারন ফরক্স এ ছোট সময় এ কিছু বোঝা যায় না। অনেকটা সময় নিয়ে ফরেক্স এ ডেমো বা মার্কেট এর চার্ট দেখে অনেকটা ভাল ভাবে শেখা যায়।
-
আমার ব্যক্তিগত অভিমত নতুন ট্রেডারদের শর্টটাইম ইনভেষ্ট অধিকতর ভাল হবে বলে মনে করি । তবে তাদের উচিত রিয়েল ট্রেডে আসার আগে যে পরিমান টাকা ইনভেষ্ট করতে চাই সে পরিমান ডলার দিয়ে ডেমোতে প্রাকটিস করা উচিত ।
-
আমি মনেকরি।। নতুন ট্রেডারদের জন্য লং টাইম ফ্রেমে ট্রেড করা ভাল কারন।। নতুনদের সট টাইম ফ্রেম বুঝতে পারা একটু কঠিন হয়ে দারাবে কারন সট টাইম ফ্রেমে কাজ করা অনেক কঠিন।।। লং টাইম ফ্রেমের খেত্রে ফরেক্স ১ ঘন্টা থেকে ৪ ঘন্টা এবং ১ দিনের টাইম ফ্রেমে কাজ করা উচিৎ । ।।
-
আমি যতদূর জানি লং টাইম নিয়ে ট্রেড করা অনেক ভাল। কারন লং টাইমে আমরা আমদের মার্কেট এর গতি ধরতে পারি আর এটা ধরতে পারলে আমরা ভাল করে ট্রেড করতে পারি । ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী পরিমাণে লাভ করে থাকেন লং টাইম ট্রেডাররা কারন তাদের অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতা ।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের আগে বভাল করে ডেমো প্রাকটিস করা উচিত।তারপর মার্কেটে রিয়েল ট্রেড আস্তে হবে।ফরেক্স প্রত্যেক বিগিনাররা বেশি ট্রেড করায় ব্যাস্ত থাকে।তারা নিজের ইমোশনকে বাদ দিতে পারে না।তাই বেশি ট্রেড করে।আমার মতে বিগিনারদের লং টাইমে ট্রেড করা উচিত কারন এতে ঝুকি অনেক কম থাকে।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি নতুন হন তাহলে ডেমো প্রাকটিস করতে হবে তারপর দেখতে হবে আপনি লং ট্রেডে ভাল ফল পাচ্ছেন না শর্ট ট্রেড করে ভাল ফল পাচ্ছেন।তবে নতুনদের জন্য সহজ ট্রেড হল লং ট্রেড করা।কারন শর্ট ট্রেডে কথাই এন্ট্রি করতে হবে এই জ্ঞান একজন দক্ষ ট্রেডআর করতে পারে।
-
নতুনরা ট্রেড সম্পর্কে প্রায় অনভিজ্ঞ থাকে। তাই তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য লং টাইম ট্রেড করা উচিত। তবে তার টাইম ফ্রেমটা নির্ভর করবে তার নিজের উপর। নিজের টাইম টেবিল থেকে যে কোন একটা সময় সে তার ট্রেডিং কাজ করতে পারে। আর আমার মনে হয় সর্ট টাইম ট্রেডিং করতে গেলে সে না বুঝে অনেক লস করতে পারে। তাই সময় নিয়ে স্টাডি করে বুঝে শুনে ট্রেডিং করাই ভাল।
-
ফরেক্স এ ট্রেড করতে আগ্রহী অনেক নতুন বিনিয়োগকারী প্রতিদিন ট্রেড খুলেন ও প্রতিদিন অনেক বিনিয়োগকারী ফরেক্স থেকে সর্বশান্ত ও ফরেক্স থেকে চলে যান হতাশ হয়ে । ফরেক্স সম্পর্কে যথাযথ ধারণা না থাকা ও ফরেক্স থেকে রাতারাতি অনেক মুনাফা অর্জনের প্রয়াসের কারো না নতুন অনেক ট্রেডের ফরেক্স এ বেশিদিন টিকতে পারে না । নতুন ট্রেডারদের জন্য শর্ট টাইম ফ্রেম অনুসরণ করা ভালো । কারণ শর্ট টাইম ফ্রেম থেকে কম সময়ের মার্কেট এর ব্যবস্থা দেখা ও আগামী পরিকল্পনা করা সহজ ।
-
আসলে যারা এই মার্কেট এ প্রথম আসেন তারা সর্ট টাইম ট্রেড এ ভাল লাভ করতে পারবেন কারন লং টাইম ট্রেড এর জন্য দরকার হল ভাল অবিজ্ঞতা আর মানি ম্যানেজমেন্ট যার তারতম্য হলে আপনি যে কোন সময় লসে পরে যেতে পারেন তাই সর্ট টাইম নতুন ট্রেডারদের জন্য সব থেকে ভাল ।
-
ভাল একটি প্রশ্ন করেছেন ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্ব পুরন বিষয় নতুন হিসাবে আমি বলতে পারি নতুন দের উচিত লং টাইম ফ্রেম
ব্যাবহার করা কারন প্রফেসসনাল ট্রেডার গন সব সময় লং টাইম ফ্রেম ই ব্যাবহার করে থাকে আমি বর্তমানে লং টাইম ফ্রেম ব্যাবহার করতেছি
-
আমার মতে যারা এই মার্কেট এ নতুন তারা খুব সহজেই এই মার্কেট হতে লং টাইম ট্রেড করে ভাল প্রফিট করতে পারবে এ জন্য তাদের কে ফরেক্স শিখার প্রতি ভাল মনোযোগ দিতে হবে অনলাইন থেকে ফরেক্স সম্পর্কিত আর্টিকেল ডাউনলোড করে পরতে হবে তাহলেই এখানে লাভ করা সম্ভব ।
-
আমার মতে এই ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা এই সর্ট টাইম ব্যবহার করে তাহলে তারা অনেকটা বুঝতে পাররে যে মার্কেট এর বাই এবং সেল ক্যান্ডেল গুলো কীভাবে তৈরী হয়ে শেষ হয়।
-
আমার মনে হয় লং টাইম নিয়ে ট্রেড করা অনেক ভাল কারন লং টাইমে আমরা আমদের মার্কেট এর গতি ধরতে পারি আর এটা ধরতে পারলে আমরা ভাল করে ট্রেড করতে পারি । ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী পরিমাণে লাভ করে থাকেন লং টাইম ট্রেডাররা কারন তাদের অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতা ।
-
কেউ যদি কম সময় এ কাজ শিখতে পারে তাহলে তো ভালই। তবে আমের মনে হয় তারা হুড়ো করে কনো কাজ শেখা উচিত নয়। এতে ভাল করে সব শেখা যায় না ফলে পরে অনেক সমস্যা তে পড়তে হয়।ফরেক্স এ টিকে থাকতে গেলে আপনাকে ভাল করে ট্রেড জানতে হবে ভাল করে ট্রেদ না জানলে ফরেক্স থেকে আপনি লাভ করেতে পারবেন না।
-
নুতন পুরাতন যাই হোক ট্রেড করার জন্য এক এক জনের ট্রেডিং পলিসি এক এক রকম। অনেকে লং টাইম ফ্রেমে সফল অনেকে সর্ট টাইম ফ্রেমে সফল। এটা নির্ভর করে ট্রেডারের মেধা ধৈয্য আর অভিজ্ঞতার উপর আপনি কোন টাইমফ্রেমে নিজেকে কম্ফোট ফিল করে এটা আগে আপনাকে জানতে হবে। এজন্য আপনি ডেমোতে বিভিন্ন টাইম ফ্রেমে প্রকটিক করে দেখতে পারেন। আপনি যেটা সহজ এবং সফল হন সেটাকেই আপনার জন্য টাইম ফ্রেম নিধারণ করুন।
-
আমার মতে এটি আপনার উপর নির্ভর করবে । লং ট্রেডে লসের সম্ভাবনা কম থাকে যদি আপনার ব্যালেন্স বশী থাকে। কারণ মার্কেট এক তরফা ভাবে শুধু উপরে উঠে না বা এক তরফা ভাবে শুধু নীচে নামে না প্রায় এক সাপ্তার মধ্যে আগের জায়গা ফিরে আসে। এই জন্য ব্যালেন্স বেশি থাকলে লং ট্রেড করাই ভাল, আর ব্যালেন্স কম হলে লং ট্রেড এর ক্ষেত্র আপনার ব্যালেন্স ০০ হওয়ার আশংকা বেশি থাকে।
-
টাইম ফ্রেম সম্পর্কে ধারণা রাখা অত্যণ্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নতুন ট্রেডারদের জন্য । আর অামি মনে করি যে ফরেক্সে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে চেষ্টা অব্যহত রাখতে হবে । ফরেক্সে সেই ব্যাক্তিই টিকে থাকে যে প্রায় সব বিষয়ে নিজের দক্ষতা দেখাতে পারে । তাই আমি মনে করি যে যদি দক্ষতা থাকে তবে অবশ্যই ভালো কিছু করা যাবে ।
-
আমার মতে লং টাইম নিয়ে ট্রেড করা অনেক ভাল কারন লং টাইমে আমরা আমদের মার্কেট এর গতি ধরতে পারি আর এটা ধরতে পারলে আমরা ভাল করে ট্রেড করতে পারি । ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী পরিমাণে লাভ করে থাকেন লং টাইম ট্রেডাররা কারন তাদের অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতা ।
-
ফরেক্স ট্ররেডে যারা নতুন তারা লস করবেই এটা নিশ্চিত। তাই নতুনদের উচিত হবে সর্বনিম্ন রিস্কে ট্রেড করার।সর্বনিম্ন রিস্কে ট্রেড করতে হলে অবশ্যই সুইয় ট্রেড করতে হবে। চারঘন্টা বা একদিনের টাইমফ্রেম অ্যানালাইসিস করে লং টার্মের ট্রেড করতে হবে। এতে শর্ট টার্মের ট্রেডের চাইতে ঝুকি অনেকটা কম থাকে বলে আমি মনে করি।
-
আপনি নতুন হন আর পুরাতন হননা কেন সবার জন্য লং টাইম ট্রেড করাই ভালো।কারণ আপনি ফরেক্স শর্ট টাইম চিন্তা করে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা। আর আপনি যদি নতুন হন তাহলেতো কোন কথাই নেই আপনাকে লং টাইম চিন্তা করে ট্রেড করতে হবে।না হয় আপনি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করতে পারবেননা।আসল কথা হচ্ছে আপনাকে জেই ভাবেই হোক শর্ট টাইম এর চিন্তা বাদ দিতে হবে।
-
আমার মতে কোন কিছু সুরু করার আগে তা ছোট থেকে করা ভাল। তারপর বড় ধরনের কিছু ভাবা মঙ্গলময় হবে। ফরেক্স মার্কেট এ যে টাইম ফ্রেম গুলো আছে তা থেকে সর্ট টাইম ফ্রেম গুলো চয়েজ করে তা আমরা ট্টেড করে ফরেক্স করতে পারি। ফরেক্স এ যারা নতুন তারা এই সর্ট টাইম ফ্রেম গুলো করে কাজ করাই ভাল।
-
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে শর্ট টাইম এর চিন্তা করলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লং টাইম এর চিন্তা করেই ট্রেড করুন।আসা করে আপনি ভালো করতে পারবেন।আপনি যদি শর্ট টাইম এর চিন্তা করে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি ট্রেড এর আগা মাথা খুজে পাবেন না।কারণ এতে আপনি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সুযোগ আর পাবেন না।
-
আমার মনে হয় যারা এই মার্কেট এ নতুন তারা খুব সহজেই এই মার্কেট হতে লং টাইম ট্রেড করে ভাল প্রফিট করতে পারবে এ জন্য তাদের কে ফরেক্স শিখার প্রতি ভাল মনোযোগ দিতে হবে অনলাইন থেকে ফরেক্স সম্পর্কিত আর্টিকেল ডাউনলোড করে পরতে হবে তাহলেই এখানে লাভ করা সম্ভব ।
-
আমি মনে করি নতুন দের জন লং টাইম এ টেড করলে ভাল হবে কারন আপনি যদি শর্ট টাইম এ টেড করেন তাহলে আপনি মার্কেট আসলে কোন দিকে আছে তা আপনি বুঝতে পারবেন না তাই লং টাইম এ টেড করা অনেক সুবিধা জনক বড় বড় ফরেক্স মার্কেট এ যত টেড আর আছে তারা বড় টাইম এ টেড করে থাকে বড় টাইম এ বড় টাইম এ টেড করলে আপনি বড় বড় লাভ করতে পারবে পারবেন তাই নতুন দের লং টাইম এ টেড করা উচিত হবে
-
আমি মনে করি নতুন ট্রেডারদের কম কম লতে ট্রেড করতে হবে। আমি একজন নতুন ট্রেডার আমি বর্তমানে ডেমো ট্রেড করি। আমি ডেমোতে প্রথমে কম কম মিনিট এর ট্রেড ওপেন করতাম ার পর বেশি বেশি মিনিট এর ট্রেড ওপেন করতাম। আমি পরবর্তী মাস থেকে রিয়েল ট্রেড ওপেন করব আমি প্রথমে ১৫ মিনিট এর ট্রেড ওপেন করব বলে টিক করছি।
-
আমার কাছে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য লং টাইম ট্রেড করাই ভাল মনে হয় , র্শট টাইম ট্রেড করলে সব সময় এনালাইসিস কাজ করে না ফলে আপনার মার্কেটে যে কোন মূহর্তে আপনি ভুল ট্রেড ওপেন করতে পারেন এবং আপনার ভুল ট্রেডের ফল আপনার একাউন্টটি হারিয়ে যেতে পারে তাই র্শট ট্রেড থেকে লংট্রেড করা ভাল ।
-
আমার কথা অনুসারে নতুনদের জন্য বেশী সময় দেয়াটাই ভালো তাতে করে আমার মনে হয় খুব সহজেই ও তাড়াতাড়ি লাভের মুখ দেখা যেতে পারে।
-
আমার মতে লং ট্রেড করা ভাল কারন এতে তেনসন থাকে না। আপনি আরামে আপনার ট্রেড ওপেন রেখে বাইরে যেতে পারবেন। তবে সবার টা এক না অনেকের অল্প টাইম ফ্রেম দ্রকার হয় কারন তারা স্কাল্পিং করে। আপনি দেমোতে করে দেখেন কোনটা আপানার জন্য ভাল।
-
ফরেক্স মার্কেটে নতুন যে সকল ট্রেডার আছে তাদের জন্য লং টাইমে বা লং টাইমফ্রেমে ট্রেড করা ভাল বলে আমি মনে করি কারন সর্ট টাইমফ্রেমে ট্রেড করাটা অনেক ঝুকিপূর্ণ। নতুন ট্রেডাররা ট্রেড করবে ভালমত মার্কেট বিশ্লেষন করে যাতে ভূল না হয়। বেশির ভাগ নতুন ট্রেডার আছে যারা সর্ট টাইমফ্রেমে ট্রেড করে আসলে এটা নতুনদের জন্য উচিত নয় কেননা সর্ট টাইমফ্রেমে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।তাই নতুনদের উচিত হবে বড় টাইমফ্রেমে ট্রেড পরিচালনা করা।
-
ফরেক্স মার্কেটে দুই বা এক বছর যাবৎ ট্রেড করে ট্রেডারগনও নতুন বলা চলে। সর্ট বা লং টাইমফ্রেম নির্ভর করেে একজন ট্রেডার এর স্ট্যাটেজির এর উপর। তবে লং টাইমফ্রেমে এনালাসিস করে ট্রেড করলে যদি মানি ম্যানেজমেন্ট ভাল থাকে তবে লস কম হয় এবং প্রফিট খুব ভাল হয়। শর্ট টাইম ফ্রেম থেকে মার্কেক ট্রেন্ড বুঝা যায়না।
-
অামার মতে নতুনদের জন্য লং টাইম ট্রেড ভাল কারন তারা যেহেতু নতুন সেজন্য লং টাইম ট্রেড থেকে অনেক কিছু শিখতে পারবে ও তাদের ধর্য বাররে ফরেক্স মার্কেট সম্নধে জানবে কিছু আয় করতে পারবে । আর শর্ট ট্রেড হল শধু মাত্র এক্সপাটদের জন্য নতূনদের জন্য নয় । নতূনরা যদি শর্ট ট্রেড করে যদি লাভও তাও তার জন্য বিপদজনক কারন এক সময় সে তার সব ব্রালেন্স হারিয়ে ফেলবে ।
-
নতুনদের জন্য শর্ট টাইম ট্রেড করলে হঠাৎ একাউন্ট জিরো হয়ে যেতে পারে। ফলে মন খারাপ হলে ফরেক্স থেকে বিদায় নিতে পারে। আর লং টাইম ট্রেডের ধৈর্য্য থাকবে না। তাই কার্যকরী একটি পদ্ধতি হলো ১ ঘন্টার চার্টে ট্রেড করা আর ধীরে ধীরে ফরেক্সে আয়ত্বে আনা। নতুনদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে লিভারেজ বেশি নেয়া যাবে না। যত কম নিয়ে ট্রেড করা যায়। লিভারেজ কম নিয়ে ট্রেড করলে মানি ম্যানেজমেন্ট মানার প্রয়োজন পড়ে না।
-
সর্টট টাইম আর লং টাইম নয় । আসল কথা হলতা হচ্ছে সর্ট ট্রেড বা লং ট্রেডরে বিষয়। নতুনদের উভয় ট্রেডই শিখতে হবে। তবে প্রথমত তাদের সর্ট ট্রেডই শেখা ভাল। এর পর আস্তে ােস্তে লং ট্রেডের দিকে পা বাড়াতে হবে।
-
নতুনদের জন্য সবই নতুন সেটা শর্ট টার্ম হোক আর লং টার্ম ট্রেডিং হোক। নতুনদের জন্য তাই ডেমো ট্রেডিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই তারা তাদের স্কিলটা ঝালাই করে নিতে পারে। ডেমো ট্রেডেই যেতে তারা এক্সপার্ট হয়ে যায় তাহলে রিয়েল ট্রেডিং এ গিয়ে তাদের খুব একটা সমস্যা ফেস করতে হয় না। তবে ধৈর্যটা এখানে অনেক বড় একটা ফ্যাক্ট।
-
মানি ম্যানেজমেন্ট যার তারতম্য হলে আপনি যে কোন সময় লসে পরে যেতে পারেন তাই সর্ট টাইম নতুন ট্রেডারদের জন্য সব থেকে ভালো । ফরেক্স করতে হলে আপনাকে সব সময় মার্কেট নিয়ে থাকতে হবে মার্কেট এর অবস্থা বুঝে ট্রেড নিতে হবে । ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী পরিমাণে লাভ করে থাকেন লং টাইম ট্রেডাররা কারন তাদের অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতা ।
-
আমি নতুনদেরকে শর্ট ট্রেড করতে কখোনোও উৎসাহ দেইনা৷আমি নিজে শর্ট ট্রেড করি না এবং সবাইকে তা করতে নিষেধ করি৷শর্ট ট্রেড করার জন্য ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷প্রচুর প্রফিট করা যায় সত্যি কিন্তু তা কখোনোই নতুন ট্রেডারদের জন্য প্রযোজ্য নয়৷কারণ তারা মার্কেটের গতিবিধি কিছুই জানে না৷আবার বেশী লাভের লোভে পড়ে এই ধরনের শর্ট ট্রেড করে করে পুরো ব্যালেন্সটাই শুন্য করে ফেলে৷শর্ট ট্রেডের চিন্তা বাদ দিয়ে লং টাইম ফ্রেমে লং ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷এতে প্রফিট কম হলেও আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন৷
-
নতুনদের জন্য শর্ট টাইম ফ্রেমই ভাল। কেননা, লং টাইম ফ্রেমে ট্রেড করতে হলে একজন ট্রেডারকে অনেক অভিজ্ঞ হওয়া লাগে। কারন লং টাইম ফ্রেমে এ মার্কেট মুভমেন্ট অনেক দেরিতে হয়। সেই সাথে শর্ট টাইম ফ্রেমে মার্কেটের মুভমেন্ট তারাতারি হওয়ার কারনে নতুন ট্রেডাররা আপ্লতেই এনালাইসিস করে ট্রেড এ অংশ নিতে পারেন। তবে, ফরেক্স এ অভিজ্ঞ হলে আপনি যেকোন টাইম ফ্রেম এ ট্রেড করতে পারবেন।