ফরেক্সে আয় করা যদি এত সোজা হত তাহলে আজ সবাই কোটিপতি বা আরবপতি হয়ে যেত। ফরেক্সে কোন মুদ্রা জোড়ার প্রাইস কমা বা বাড়া শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে না। কাজেই শুধু একটা বিষয়ে জেনে বা শুধু একটা দেশের জেনে ফরেক্স ট্রেডে সাফল্য আসতে পারে না। চোখ, কান সবসময় খোলা রাখতে হয়। একটু অবহেলা করলেই একাউন্ট শূন্য।