ফরেক্স এ কিছু কিছু সময় মার্কেট ভাল মুভ করে থাকে কিন্তু তাই বলে অভিজ্ঞতা এবং দক্ষতা ছাড়া ট্রেড করে প্রফিট করা সম্ভব নয় । একটি বিষয় মনে রাখতে হবে যে কোন ট্রেডই এন্ট্রি করার সাথে সাথে আপনার অনুকুলে আসবে না । ট্রেড এন্ট্রি দেওয়ার সাথে সাথে ব্রোকার আপনার ট্রেডের কমিশন কেটে ফেলে তাই ট্রেড এন্ট্রি দেওয়ার সাথে সাথে লস দেখা যায় । তাই পড়ে হতাশ না হয়ে আগে প্র্যাকটিস করুন, শিখতে থাকুন তারপর ট্রেডিং এ আসুন ।