-
ফরেক্স এ আমি বেশীর ভাগ রাতে ট্টেড করে থাকি। ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে তাই যে কোন সময়ে ফরেক্স করা যায়। ফরেক্স মার্কেট এ আমি দিনে করতে পারি না । কারন আমি দিনে অনেকটা ব্যস্তার মাঝে থাকি যার কারনে এই ফরেক্স দিনে করতে পারি না তাই আমি রাতে ফরেক্স এ ট্টেড করি।
-
আমি ফরেক্সে রাত্রে ট্রেড করি কারন আমি সারাদিন পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি । ার রাত্রে ট্রেড ওপেন করার আর একটা কারন আছে যে রাত্রে ট্রেড করতে মার্কেট আনালাইসিস করতে কোন জামেলা হয় না। ফরেক্সে ট্রেড করার জন্য মার্কেট আনালাইসিস করা অতান্ত জরুরি বিষয়। মার্কেট আনালাইসিস এর উপর ফরেক্সের লাভ নির্ভর করে। টাই আমি রাত্রে ট্রেড করি।
-
আসলে সারাদিন প্রচুর কাজে ব্যাস্ত থাকি যার কারণে নিদ্দিষ্ট সময় নিয়ে কাজ করার কোন সুযোগ পায় না । সে ক্ষেত্রে আমি অবশ্যই অনেক বেশি পরিমাণে আমার নিজের কাজকে বেশি প্রাধান্য দিব । ফরেক্স আমি অনেক উপভোগ করি । আর সেটা সবসময় রাতে করতে আরো বেশি ভাল লাগে । তাই আমি সর্বদা রাতে ট্রেড করতে পছন্দ করি ।
-
মি সময় পেলেই ট্রেড করি। তাছাড়া ট্রেড করা উচিত মার্কেট এর অবস্থার উপর। মার্কেট যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই সময় বুঝে সময়ের কাজ করা উচিত বলে আমি মনে করে থাকি। ফরেক্সে ট্রেড করার জন্য তাই উপযুক্ত সময়ে ট্রেড করা উচিত।
-
আমি ট্রেড তখনই করি যখন আমি দেখি যে মার্কেট শান্ত অবস্থায় থাকে । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার অামরা সব সময় নিউজের সময় মার্কেটে ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ফরক্সে মার্কেট ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ভাই আমি ফরেক্স মাকেটে থাকি ৪ থেকে ৫ ঘন্টা এর মধ্যে আপনি দিনে বা রাতে সব সময় ট্রেড করি | আমার ট্রেড করার কোন নিদিষ্ট সময় নেই ধন্যবাদ|||||||||||
-
আমার ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় ধরা নেই। কিংবা প্রতিদিনই যে ট্রেড করতে হবে তার ও কোন নিয়ম আমার নেই। আমার মাসিক কোন টার্গেট থাকে না। তবে আমার একটি টার্গেট থাকে তা হল আমার এ্যাকাউন্ট ব্যালেন্স ধরে রাখা। আমি চাই লাভ যাই হোক আমাকে আমার ব্যালেন্স ধরে রাখতে হবে। কখনোই এ্যাকাউন্ট জিরো করা চলবে না।
-
ফরেক্সে সবসময় মার্কেট এর মুভমেন্ট ভালো থাকে না। আমি মনে করি লন্ডন ও নিউইয়র্ক সেশনের ওভারল্যাপ সময়টাই আমাদের জন্য ট্রেডের সবচেয়ে উপযুক্ত সময়। কারন এই সময় মার্কেট অনেক বেশি উঠানামা করে। তাই এই সময় ট্রেড করলে আপনার ভালো একটা প্রফিট করার সম্ভাবনা থাকে।
-
আমি কোন নির্দিষ্ট টাইমে ট্রেড করি না মার্কেট দেখি নিউজ দেখি তারপর যদি মনে করি এখন ট্রেড করা উচিত তখন ট্রেড করি।আর এতে করে ভালো ফল আশা করতে পারি।
-
ফরেক্স ব্যবসা আমি পার্টটাইম হিসেবে নিয়েছি। আমি প্রতিষ্ঠানি চাকুরী করি। দিনে সময় পাই না ট্রেডে বসার জন্য । তাই আমার ট্রেডিং কৌশল এবং ট্রেডিং পরিকল্পনা দৈনন্দিন জীবনের সাথে মিল রেখে সাজিয়েছি।সকাল ভোরে ৫-৬ টা পর্যন্ত। এবং রাতে ৮ টা থেকে ১১টা পর্যন্ত।
-
ফরেক্স মার্কেটে এরকম অনেক ট্রেডারই আছে যারা নির্দিষ্ট একটি টাইমে ট্রেড করে বাংলাদেশি সময়ে এটা দুপুর থেকে রাত ১০ টা ১১ টা হতে পারে কারন এই সময়ে মার্কেট মুভ বেশি থাকে তবে আমি নিউজ দেখে মার্কেটে ট্রেড করার চেষ্টা করে চলেছি আর এই নিউজ যেকোন সময়ে প্রকাশিত হয় যার সময় আপনি ফরেক্স ক্যালেন্ডারে পাবেন।
-
আমি সারাদিনই ট্রেড করি। তবে রাত্রীতে সবচেয়ে eur/usd উঠা নামা বেশি করে মানে মার্কেট ভাল থাকে এর জন্য চাইলে রাত্রীতেও ট্রেড করতে পারেন। তাছাড়া দিনের বেলায় অন্য কাজ সেরে রাত্রীতে এই কাজে নামা যেতে পারে।
-
আসলে আমি একজন ছাত্র। পাশাপাশী এটাকে পার টাইম অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে বেছে নিয়াছি। যার দ্বারা আমি নিজে ভাল ভাবে চলতে পারি । পড়ার পাসাপাশি আমি দিন অথবা রাতে যে সময় পাই সে সময়ে ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করাটা কারোর ব্যাক্তিগত পছন্দের বিষয় নয়৷ট্রেড করাটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার নির্বাচিত কারেন্সী পেয়ারের সেশনের নির্দিষ্ট সময়ের উপর৷যেমন eur/usd নিয়ে ট্রেড করতে চাইলে মারকেটে একবার বসবেন লন্ডন সেশনে এবং আরো একবার বসবেন নিউইয়র্ক সেশনে৷সেশন দেখে বুঝে ট্রেড করতে বসবেন৷আপনার ইচ্ছামতো বা অফসেশনে বসে ট্রেড করতে চাইলে ভালো ও নিয়মিত লাভ করতে পারবেন না৷
-
আমি রাত বারোটার পরে ট্রেড করি। দুই বা একদিন সময়ের ভেতরেই আমি আমার ট্রেড প্রফিটে ক্লোজ করতে পারি। কিন্তু আমি আপনাদের এই সাজেশন দেইনা। কারণ এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে একজন ট্রেডারের স্ট্যাটেজীর উপর। কোন নিউজ টাইমে বা মার্কেট খুব বেশি উঠানামার সময় আমরা অনেক দ্বিধাদন্ধে ভুগি আর তাই সঠিক ট্রেড ওপেন করতে ব্যর্থ হতে পারি। কিন্তু রাত বারোটার পর মার্কেট মোভমেন্ট কম থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
-
ফরেক্স এ আমি তখনই ট্টেড করি যখন আমি কোন ভাল একটি ট্টেড করার উপযুক্ত দেখি। তাছাড়া আমি খুব কম সময়ে টাইমফ্রেম ব্যবহার করে আমি ভাল একটি পজিশন করে আমি ট্টেড করি। এতে আমার অনেকটা লাভ হয়। আর আমি এটাই করে থাকে।
-
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । সপ্তাহে ৫ দিন খোলা থাকে ফরেক্স ব্যবসা । আমি জানি ২৪ ঘন্টাই ফরেক্স ব্যবসা খোলা থাকে । তাই যে কোন ট্রেডার যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । আমি আমার ইচ্ছা মত ফরেক্স ব্যবসায় ট্রেড করি ও টাকা আয় করি । তবে ফরেক্স নিউজ দেখেই বেশি বেশি ট্রেড করি ।
-
আমি চাকরি করি তাই সব সময় ট্রেড করার সময় পাই না তাই আমি সকাল দুপুর আর রাত এ ট্রেড দেখি এই সময় যদি আমার ট্রেডিং সিস্টেম এ যদি ট্রেড আসে তা হলে ট্রেড করি আর আমার ট্রেডিং সিস্টেম এ যদি ট্রেড না আসে তা হলে আমি ট্রেড করি না এই ভাবে আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করে আসছি কিছু ট্রেড আমি লস করছি আবার কিছু ট্রেড আমি লাভ করছি এই ভাবে চলছে আমার ট্রেড আর ট্রেড করার সময়
-
সময় মত মার্কেট এ ট্রেড নিতে না পারলে মার্কেট থেকে প্রফিট বের করা যায় না। তাই যখন মার্কেট বেশী মুভ করে তখন ট্রেড নেওয়া উচিত। তাই আমি যখন লন্ডন সেশন শুরু হয় তখন ট্রেড শুরু করি। এতে আমি দ্রুত প্রফিট করতে পারি। কারন তখন মার্কেট এক্টিভ থাকে।
-
এখন মার্কেট ক্লোজ হয় রাত ৩ টায়। আমার মতে যখন মার্কেট ক্লোজ হয় তখন আমাদের মার্কেট এনালাইসিস করা উচিত। কারন প্রাইচ একশন এনালাইসসিস নিউইররক সেশন ক্লোজ হওয়ার সাথে সাথে মার্কেট এনালাইসিস না করলে অনেক ট্রেড মিস হয়ে যায়।
-
আমি সব সময় চেষ্টা করি এমন সময় ট্রেড করার জন্য যাতে আমার লস না হয়। আর ফরেক্স এ কম বা বেশি লস হবেই। ফরেক্স এ এক্টিভ মার্কেট এ ট্রেড করতে পারলে যে দিন ট্রেড করা হয় সেই দেনই প্রফিট করতে পারা যায়। তবে লং টাইম এর ক্ষত্রে ভিন্ন।
-
আমি প্রতিদিন সকালে মার্কেট এনালাইসিস করি। তারপর যদি কোন পেয়ার এ সিগ্নাল দেখি তাহলে ট্রেড করি। আর তাছারা লন্ড সেশোনে যদি ভালো কোন ট্রেড পাই তাহলে আমি ট্রেড নিই। কারন ফরেক্স ট্রেড য কোন সময় করা যায়।
-
আসলে এই বিষয়টা সম্পুর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। যারা স্ক্যাল্পিং করে তার চায় যেন মার্কেট এর বেশি মুভমেন্ট থাকে। তাই তার মুলত ওভারল্যাপ সেশনে ট্রেড করে থাকে। আর যারা ট্রেন্ড ট্রেডার এবং লং টাইম ট্রেডার তার মুলত একদম ফ্লাট মার্কেট এ ট্রেড করে থাকে। আপনি কোন ধরনের ট্রেডার তার উপর নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল নির্ধারিত হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কোন নিদিষ্ট সময় নেই যে কোন সময় ট্রেড করা যায়।আমি বলতে চাই আপনি যখনই ট্রেডিং করতে চাননা কেন আপনাকে মার্কেট ভালভাবে পর্যলোচনা করে দেখতে হবে মর্কেট ব্যবসার জন্য উপযুক্ত কিনা।আমি সাধারণত দুপুর ২ টা থেকে ৫ টা পর্য ন্ট্রেড করি।
-
ট্রেডের ক্ষেত্রে সময় একটা গুরুত্বপুর্ন দিক । ট্রেড করতে হলে সময় নির্বাচন করতে হয় । আমি একজন স্টুডেন্ট আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড করি । সুতরাং আমি যখনই সময় পাই তখম ট্রেড করি । তবে রাত্রের বেশি সময় এর পেছনে ব্যয় করি কারন দিনের বেলায় কলেজে থাকি । সুতরাং সময়ের কোন নির্দিষ্টতা নাই ।
-
আমি সাধারনত বিকাল বেলা ট্রেড করি কারন বিকাল বেলা মর্কেটের স্প্রিড বেশি থাকে তই অমি বিকালে ট্রেড করতে বশি।তবে সুধু বিকাল বেলা ট্রেড করতে হবে সেটো ঠিক না য়েকোন সময় ট্রেড করা যাবে যার যার সময় মত ট্রেড করতে আপনার অবশ্যই একটি নর্দিস্ট সময় বেছে নিতে হবে।
-
আমি সব সময় ট্রেড করি বিশেষ করি নিউজ টাইম এ আমি এই সময় গুলো বেশি ফলও করি আর আমি মনে করি এই সময় গুলো আমি অনেক ভাল লস ও লাব করতে পারি আমি দিনের অনেক সময়কাজ করি ফরেক্স নিয়া আর আমি সব সময় আমার ট্রেড অপেন করে রাখি টাই আমি মনে করি যে কোন সময় মার্কেট আমার দিকে আসবে
-
আমার ট্রেড করার আসলে বাধা ধরা কোন সময় নাই । আমি মন চাইলে এখন ট্রেড করতে পারি। আবার এখন কাজের চাপ এখন ট্রেড করতে পারলাম না তাহলে যখন ফ্রি হবো তখন করবো। আমি সকাল দুপুর রাত সব সময় ই ট্রেড করি । আবার মার্কেট ও ঠিক থাকা লাগে। আমার না পোষাইলে বা লস হবার সম্ভবনা থাকলে আমি ট্রেড করার রিস্ক নেই না । আমি অল্প লাগে খুশি থাকি কিন্তু আমি লস করতে চাই না ।
-
বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন । আমি একটা ছোট চাকরির পাশাপাশি এই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি । আমি ২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড ওপেন করি । কিন্তু আমার এই ফরেক্স মার্কেটে ট্রেড করার নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা নায় । আমি কাজের মধ্যে যখনই একটু সময় পায় তখনই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি,,, ধন্যবাদ ।
-
ট্রেডের ক্ষেত্রে সময় একটা গুরুত্বপুর্ন দিক । ট্রেড করতে হলে সময় নির্বাচন করতে হয় । আমি একজন স্টুডেন্ট আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড করি । সুতরাং আমি যখনই সময় পাই তখম ট্রেড করি । তবে রাত্রের বেশি সময় এর পেছনে ব্যয় করি কারন দিনের বেলায় কলেজে থাকি । সুতরাং সময়ের কোন নির্দিষ্টতা নাই ।
-
ফরেক্স মার্কেট থেকে ট্রেড করতে হলে আমাকে যখন মার্কেট এর ভাল পয়েন্ট খুঁজে পাওয়া যাবে তখন ট্রেড করতে হবে কারন আমি চাই ফরেক্স করে এ থেকে অনেক বেশী করে অর্থ উপার্জন করতে তা না হলে আমি কখনই এখানে থেকে বেশী লাভ করতে পারব না ফরেক্স ট্রেডিং এ আমাকে বেশী করে ট্রেড করার জন্য যে কোন একতা সেশন পছন্দ করে নিতে হবে ।
-
আমি সব সময় ট্রেড করতে পছন্দ করি তার কারন আমি এখন নতুন তাই আমি এনালাইসিস করতেছি মার্কেটের অবস্থা অথবা মার্কেটের আচরণ কখন কেমন থাকে।তবে আজ ২ মাস যাবত ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতেছি আর এই টা বুজলাম মার্কেট সব থেকে বেশি মুভ করে সন্ধা ৭টার পর।আর আর অন্য সময় ও মাঝে মাঝে অনেক মুভ করে যেমন রাত ১১ টার পর সকাল ৯টার পর আর দুপুর ৩ টার পর এই টাইম গুলো মাঝে মাঝে মার্কেট খুব মুভ করে।তাই আমাদের যখন ট্রেড করতে হবে ভেবে তার পর করা উচিত তাহলে আমাদের লস টাকে কমাতে পারবো।
-
আসি ফরেক্স ট্রেডিং এ ডেমো ট্রেড করে আসছি।এখুনো আমি কোন রিয়েল ট্রেড করিনি।আসলে কোন কি সময় আছে যে সময় ট্রেড করলে বেশি লাভ করা যায়?আমি যখুন সময় পাই ঠিক সে সময় ট্রেড ওপেন করি।
-
ট্রেড করার জন্য আমার নির্দিষ্ট কোনো সময় নেই আমি যে কোন সময় ট্রেড করি তবে রাতে আমি বেশি খুব বেশিরেড করে থাকি কারন রাতে আমি খুব বেশি ফ্রি থাকি তবে আমি মনে করি সপ্তাহের শেষে ট্রেড করা সব থেকে ভালো সপ্তাহের শেষে ভালো আর্নিং করা সম্ভব হয় এবং ভাল ট্রেড পাওয়া যায়।
-
সাধারনত বিকাল বেলা ট্রেড করি কারন বিকাল বেলা মর্কেটের স্প্রিড বেশি থাকে তই অমি বিকালে ট্রেড করতে বশি।তবে সুধু বিকাল বেলা ট্রেড করতে হবে সেটো ঠিক না য়েকোন সময় ট্রেড করা যাবে যার যার সময় মত ট্রেড করতে আপনার অবশ্যই একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে।
-
ট্রেড সব সময় করা যায় তবে এটা নিভর করে কেন্ডেল কনফার্ম হওয়ার পর। তবে লন্ডন সময় এর সময় ট্রেড নেওয়া ভালো আবার সন্ধ্যায় সময় আমেরিকার সময় ট্রেড নেওয়া যায়। শেষ রাতে ট্রেড না করা ভালো। কারণ ঐ সময় মাকেট মুভমেন্ট করে না
-
আমি আসলে কোন নির্দিষ্ট সময়ে ট্রেড করি না নিয়মিত । কারণ আমি যখন মার্কেটে ঢুকে দেখি মার্কেটের অবস্থা ভালো তখনই আমি ট্রেড ওপেন করি । এটা কখনই আমার সময়ের উপরে নির্ভর করে না । সাধারণত আমি আমার অবসর সময়গুলোতে ফরেক্স মার্কেট নিয়ে আনাল্যসিস করে থাকি এবং এই সময়ে যদি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারি তাহলেই ট্রেড দেই আর না হলে দেই না । তাই আপনি আপনার সময় মত ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন ।
-
আমি সাধারণত রাতে ট্রেড করি দিনের বেলা ঘুমাই রাতে সবাই জাগনা থাকে তো তাই রাতে এডিট করুন
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার বেশি ভালো লেগে কারণ এখানে আপনি ২৪ আওয়াস ট্রেড করতে পারবেন।আমি সাধারণ দিনে বেশি ট্রেড করে থাকি।তবে আমি আবার মাঝে মাঝে রেতেও ফরেক্স ট্রেড করে থাকি।আপনি চাইলে যে কোন সময় ট্রেড করতে পারেন।