যদি হাতে সময় কম থাকে অথবা লং টার্ম ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস দিয়ে রাখলে আপনার সুবিধা অনুযায়ী ট্রেডিং অটো বন্ধ হয়ে যাবে। আমি মনে করি যারা প্রচুর পরিমানে ট্রেডিং করেন সাথে ইনভেস্ট অনেক বেশী তারা এর সুবিধা নিতে পারেন।
নতুন্দের এটা না ব্যবহার করাই ভালো।