-
আগামী ৪ই মার্চ রোজ বুধবার বাংলাদেশ সময় 6:30am তে অস্ট্রেলিয়ান ডলারের জন্য হাই ইমপ্যাক্টের নিউজ GDP q/q এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারের বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 3.3% । তবে এনালিস্টরা 2.3% এর পূর্বাভাস দিয়েছে। তার মানে এটি কমবে যা অস্ট্রেলিয়ান ডলারের জন্য খারাপ হবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে কম হয় তাহলে এটি অস্ট্রেলিয়ানডলার ে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে বেশি হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল শুক্রবার বাংলাদেশের স্থানীয় সকাল ৭:৩০ ঘটিকায় মার্কিন শ্রম দপ্তর বেকারত্ব দাবি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে বেকারের দাবি 758K হবে। আগে মাসে এটি ছিল 730K । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্ব দাবি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে কিছুটা দুর্বল করতে পারে। যদি বেকারের দাবি এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় usd ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল ৫ই মার্চ রোজ শুক্রবার বাংলাদেশ সময় 7:15pm তে মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Non-Farm Employment Change এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 49K আর এই মাসে এর পূর্বাভাস হল 185K । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল ৮ই মার্চ যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ডিস্ট্যাটিস একটি লো ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল জার্মান শিল্প উৎপাদন। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে জার্মান শিল্প উৎপাদন হবে -১.৪%। আগে মাসে এটি ছিল ০.০%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী জার্মান শিল্প উৎপাদন কমার সম্ভাবনা রয়েছে যা ইউরোকে দুর্বল করতে পারে। যদি জার্মান শিল্প উৎপাদন আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল ৯ই মার্চ জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় 7:30pm এ মার্কিন ডলারের জন্য হাই ইমপ্যাক্টের নিউজ CPI m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.3% । আর এনালিস্টরা পূর্বাভাস দিয়েছে 0.4% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে কম হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে বেশি হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল বুধবার কানাডিয়ান ডলারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আর সেই নিউজগুলো হল ব্যাংক অব কানাডার রেট স্টেটমেন্ট এবং ওভারনাইট রেট। এই দুটি নিউজ বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রকাশিত হবে। সব মিলিয়ে আগামীকাল কানাডিয়ান ডলারের ভোলাটিলিটি অনেক বেশি হতে পারে। আশা করা হচ্ছে ব্যাংক অব ওভারনাইট রেট ০.২৫% তে স্থিতিশীল রাখবে। যদি ওভারনাইট রেট ০.২৫% বৃদ্ধি করে তাহলে কানাডিয়ান ডলার শক্তিশালী হবে। তাই নিউজ ট্রেডারা এই কারেন্সি তে ট্রেড নিতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামী ১১ই মার্চ রোজ শুরুবার কানাডার পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30pm এ কানাডিয়ান ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ Unemployment Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 9.4% আর এই মাসে এর পূর্বাভাস হল 9.2% এর মানে বেকারত্বের হার কমবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা যারা মার্কিন ডলারে ট্রেড করেন তারা মাথায় রাখবেন যে আজ বাংলাদেশের লোকাল টাইম রাত ৮.০০ টায় মার্কিন ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট আইএসেম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজ প্রকাশ করবে। অ্যানালিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই আইএসএম ম্যানুফ্যাক্সারি পিএমআই ৫৭.৬ হবে। আগে মাসে এটি ছিল ৫৮.১। যদি আইএসএম ম্যানুফ্যাকসারিং পিএমআই এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারের জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন । এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
প্রতিদিন ই প্রত্যেক ট্রেডা এর উচিত ডেইলি যে ডাটা প্রকাশিত হয় তা দেখা। এতে মার্কেট এ বড় ধরনের মুভমেন্ট সম্পর্কে জানা যায়। অনেক রানিং ট্রেড লাভের ট্রেড ও লসে পরিনত হয় এই নিউজ এর কারনে।তাই সকল ট্রেডারদের আমি বলব যে নিউজগুলো দেখা। আপকামিং নিউজ গুলো দেখা একজন ট্রেডারের বুদধি মানের কাজ।
-
আগামীকাল ১৫ই মার্চ যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ডেস্ট্যাটিস একটি লো ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল মাসিক জার্মান পাইকারি মূল্য সূচক। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে জার্মান পাইকারি মূল্য সূচকহবে ০.৭%। আগে মাসে এটি ছিল ২.১। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী জার্মান পাইকারি মূল্য সূচক কমার সম্ভাবনা রয়েছে যা ইউরোকে দুর্বল করতে পারে। যদি জার্মান পাইকারি মূল্য সূচক যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।