-
আগামীকাল বুধবার কানাডার জাতীয় পরিসংখ্যান অফিস বাংলাদেশ সময় 6:30pm এ কানাডিয়ান ডলারকে প্রবাভিত করে এমন নিউজ ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index CPI m/m,) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি কানাডিয়ান ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.6% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.7%; অর্থাৎ এটি বাড়তে পারে । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল কানাডিয়ান ডলারকে এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আমি মনে করি আপকামিং নিউজ প্রত্যেক ট্রেডারকে ফলোকরা একান্ত জরুরী একটি বিষয় আর আমরা এই নিউজগুলো এ্যানালিসিস করাকে ফান্ডামেন্টাল এ্যানালিসিস বলে থাকি যেটা ফরেক্স এর তিন ধরনের এ্যানালিসিস এর মধ্যে অন্যতম। যারা নিউজ ট্রেড করেন বা নাও করেন সবাইকে নিউজ এর দিকে অবশ্যয় খেয়াল রাখতে হবে যদি কোনদেশের অর্থনৈকিত অবস্থা ভাল থাকে তাহলে সেই দেশের কারেন্সিতে ভাল প্রভাব পড়তে আর খারাপ হলে খারাপ প্রভাব পড়বে তাই প্রতিটি ট্রেডারকে নিউজ এর উপর নজর রাখতে হবে। কারন নিউজ না জেনে যদি কোন ট্রেড করা হয় তবে সেই ট্রেডে ৯৫% লস হওয়ার সম্ভাবনা থাকে।
-
আজকের দিনে যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন বাংলাদেশের লোকাল টাইম সন্ধ্যা ৬.০০ অফিসিয়াল ব্যাংক রেট এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে অফিসিয়াল ব্যাংক রেট ০.১০% হবে। আগে মাসে এটি ছিল ০.১০%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী অফিসিয়াল ব্যাংক রেট স্থির রাখার সম্ভাবনা রয়েছে। যদি অফিসিয়াল ব্যাংক রেট এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় পাউন্ডের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
EUR/USD পেয়ারটিতে আগামী সপ্তাহে মার্কেটে ফান্ডামেন্টাল রিপোর্ট অনেক। তবে মার্কেটে হাই ইম্প্যাক্ট যে নিউজেগুলো রিলিজ হবে সেগুলো হল ইউরোপিয়ান ইউনিয়ন এর ২য় প্রান্তিকের জিডিপি , আমেরিকার পিসিই ইনফ্ল্যাশন রিপোর্ট, নর ফার্ম প্যারল, আর্নিং এবং ব্যাংক অব ইংল্যান্ড এর রেট ডিসিশন সহ আরো বেশ কিছু ইন্ডেক্স। সুতরাং ইন্টাফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডারে নিউজগুলোর উপর নজর রাখুন, আশাকরছি নিউজগুলোর ইম্পেক্ট দেখার পর আপনার ট্রেডিংয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেনধন্যবাদ।।
https://www.instaforex.com/bd/forex_calendar
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বাংলাদেশ সময় 8:00pm মার্কিন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিল্টরস ফেব্রুয়ারী মাসের বিদ্যমান বাড়ি বিক্রয় (Existing Home Sales) এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 6.69M আর এই মাসে এর পূর্বাভাস হল 6.55M । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর
-
আগামিকাল ২৩শে মার্চ যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন বাংলাদেশের লোকাল টাইম দুপুর ০১.০০ তে জাতীয় পরিসংখ্যান জাতীয় পরিসংখ্যান অফিস ফেব্রুয়ারী মাসের বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে বেকারত্বের হার ৫.২% হবে। আগে মাসে এটি ছিল ৫.১% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুয়ায়ী বেকারত্বের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা পাউন্ডকে দুর্বল করতে পারে। যদি বেকারত্বের হার যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় পাউন্ড ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে Markit আগামিকাল ২৪শে মার্চ বাংলাদেশ সময় দুপুর ২:৩০ তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ মাসিক German Flash Manufacturing PMI এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 60.7 আর এই মাসে এর পূর্বাভাস হল 60.4 নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল দিনে যারা gbp তে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১:০০ ঘটিকায় যুক্তরাষ্ট্রের জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস ফেব্রুয়ারী মাসের রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে গড় রিটেল সেলস ২.২.% হবে। আগে মাসে এটি ছিল -৮.২% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মাসিক রিটেল সেলস বাড়ার সম্ভাবনা রয়েছে যা ব্রিটিশ পাউন্ডকে কিছুটা শক্তিশালী করতে পারে।যদি রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা ব্রিটিশ পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে gbp বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় gbp ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ব্রিটিশ পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল ব্যাংক অফ ইংল্যান্ড বাংলাদেশ সময় 2:30pm তে পাউন্ড প্রবাভিত করে এমন নিউজ মাসিক Mortgage Approvals এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি GBP এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর GBP উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 99K আর এই মাসে এর পূর্বাভাস হল 95K। অর্থাৎ এটি হ্রাস পেতে পারে যা GBP জন্য খারাপ হবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি GBP কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা GBP কে দুর্বল করবে। এছাড়াও আজ GBP এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে।
-
আগামীকাল যারা জাপানি ইয়েন এ ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ৩০শে মার্চ জাপানের meti বাংলাদেশ সময় ভোর ৫.৩০ এর দিকে ফেব্রুয়ারী মাসের বার্ষিক রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে গড় রিটেল সেলস -২.৭% হবে। আগে মাসে এটি ছিল -২.৪% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী রিটেল সেলস কমার সম্ভাবনা রয়েছে যা ইয়েনকে কিছুটা দুর্বল করতে পারে। যদি রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা জাপানি ইয়েন জন্য ভাল হবে। সেক্ষেত্রে জাপানি ইয়েন বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় জাপানি ইয়েন ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর জাপানি ইয়েন ভোলাটিলিটি বাড়তে পারে।