-
ফরেক্সে অনেক ব্রোকার রয়েছে। তবে বহু্বিধ ব্রোকারের সবগুলোই ভালো নয়।একেক ব্রোকার একেক রকম।তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় ইন্সটাফরেক্স অনেক ভালো ব্রকার।ইন্সটাফরে ্সে ট্রেডিং করার অনেক সুবিধা রয়েছে।ইন্সটাফরেক সের ক্লাইন্টরা অনেক সুবিধা পায় বলে আমি মনে করি ইন্সটাফরেক্স ভালো ব্রোকার হাউজ।
-
চারিদিকে অনেক নতুন ব্রোকার বের হয়েছে। এরা অনেক নতুন অফার করছে। নানা রকমের ডিপোজিট এবং লোভনীয় অফার দিচ্ছে। তবে নতুন ব্রোকারদের থেকে সাবধান। আপনি যদি ন্তুন কোন ব্রকার এ ইনভেস্ট করতে যান তাহলে অব্যশই দেখে শুনে নিবেন। আমার মতে ইন্সটা ফরেক্স সবচেয়ে ভালো। আমাদের অনলাইনে দেখতে হয় ব্রোকার টি রেগুলেটেড কিনা। ব্রোকার কোন হেল্প সেন্টার আমাদের দেশে আছে কিনা। এই সকল দিক দেখে ব্রোকার নির্বাচন করতে হবে। এই সকল সব কিছু ইনস্টা ফরেক্সেে আছ।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট। ইন্সতাফরেক্স এর মাধ্যমের ট্রেড করছি আর ইন্সতাফরেক্স অনেক ভালো ব্রোকার । আমি কখনই কোন রকম সমস্যায় পড়ি নাই । তাই যদি আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ট্রেড করতে চান সেক্ষেত্রে ইন্সতাফরেক্সকে ব্রোকার হিসেবে বেছে নিতে পারেন ।
-
আমার মতে এই ব্রোকার গুলো খুবিই ভালো।এই ব্রোকারগুলো হলো এক্সনেস, অয়েষ্টানএফএক্স, রোবোফরেক্স, হটফরেক্স, লিটাফরেক্স এবং ইন্সটাফেক্স।আপনি যদি প্রশ্ন কেন এই বোকর গুলোর মধ্যে কোন ব্রোকারটি সবচেয়ে ভালো। এই ব্রোকারের স্পীড হল নির্দিষ্ট যা অন্য ব্রোকার গুরোতে কম বেশি কাটে। ফরেক্স মার্কেটে আসার আগে আমাদের নির্বাচন হতে হবে সঠিক ভাবে তাহলে আমাদের ডলার খাওয়ার কোন ভয় থাকেনা।
-
সবচেয়ে জনপ্রিয় ব্রোকার হল ইন্সটাফরেক্স যা শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে জনপ্রিয়তা নয় ওয়েস্টার্ন ইউরোপেও এট খুবই জনপ্রিয়তা রয়েছে। একমাত্র ইনস্টাফরেক্স ব্রোকারই আমাদের পোষ্টের মাধ্যমে বোনাস প্রদান করে রিয়েল একাউন্টে ট্রেড করার সুযোগ প্রদান করেছেন। শুধু তাদের লেনদেন প্রক্রিয়া, সেবা ও সার্ভিসের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি সকলের কাছে পছন্দের ব্রোকার হিসেবে বিবেচিত হয়েছেন। এসব গুনের কারণে ইন্সটাফরেক্স আমার খুব পছন্দ।
-
জনপ্রিয় একটি অনলাইন ব্যবসা হল ফরেক্স। ভাল ব্রোকার হাউস হল যে ব্রোকার ভাল পেমেন্ট দেয় ঝামেলা করেনা সেই ব্রোকার হাউস ভাল,সে খানে একাউন্ট করলে কোন ঝামেলা হবেনা ভাল ব্রোকার আপনাকে একাউন্ট ভেরিফাই করতে বলবে,তাই তারা করে থাকে,ফরেক্স মার্কেটে ইসিএন টাইপের ব্রোকার গুলি ভাল ফরেক্স ব্রোকার।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
ফরেক্স মার্কেটে একাধিক ব্রোকার রয়েছে যারা ট্রেডারদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের কথা বলে থাকে কিন্তু আসলে সবাই একই রকম সুযোগ-সুবিধা প্রদান করে না।বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
আসলে ফরক্সে মার্কেটে অনেক ব্রোকার রয়েছে।একেক ব্রোকার একেক রকম।তবে আমার মনে হয় ইন্সটাফরেক্স অনেক ভালো ব্রোকার।ইন্সটাফর ক্সে ট্রেডিং করার অনেক সুবিধা রয়েছে।ইন্সটাফরেক সের ক্লাইন্টরা এখানে ট্রেড করে অনেক সুবিধা পায় বলে আমি মনে করি। আমি মনে করি, বাংলাদেশিদের জন্য ইন্সটা ফরেক্স সবচেয়ে ভাল ব্রোকারহাউস কারণ এই ব্রোকার হাউজ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্রোকার হিসেবে খ্যৎ রয়েছে আর পুরুষ্কারও পেয়েছে বহুবার। তবে সব চেয়ে বড় সুবিধা হচ্ছে এই ব্রোকার আমরা ফোরামের পোষ্টে ডলার ইনভেস্ট করেই ট্রেড করতে পারি এবং প্রফিট উত্তোলণ করতে পারি।
-
একটু মনোযোগ দিয়ে বিচার বিশ্লেষণ করলেই বুঝা যাবে কোন ব্রোকার ভালো বা খারাপ। ফরেক্স মার্কেটে ভাল ব্রোকার হাউস হল যে ব্রোকার ভাল পেমেন্ট দেয় ঝামেলা করেনা সেই ব্রোকার হাউস ভাল,সে খানে একাউন্ট করলে কোন ঝামেলা হবেনা ভাল ব্রোকার আপনাকে একাউন্ট ভেরিফাই করতে বলবে।যে ব্রোকারটি নিজের কাছে বেশি উপযোগি মনে হবে সেই ব্রোকার হাউজটি একাউন্ট খোলার জন্য পারফেক্ট মনে করা যায় ।
-
ফরেক্স ব্রোকার তাদের ক্লাইনট দের পেমেন্ট দিতে ঝামেলা করে না বা একাউন্ট বন্ধ করে না সেই সকল ফরেক্স ব্রোকার হল ভাল ফরেক্স ব্রোকার তাই আমাদের ভাল ফরেক্স ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করা ভাল, ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট করার পরে তা ভেরিফাই করে নিলে অনেক ভাল হয়।ট্রেডারদের ট্রেড করার জন্য বিভিন্ন ক্যাল্ডেলার দিয়ে থাকে যা আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে অধিক বেশি মুনাফা অর্জন করতে পারবেন।