আসলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস দুটোই সমান প্রয়োজন। কাজ শুরু করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস প্রথমত প্রয়োজন তবে টেকনিক্যাল এর গুরুত্ব ও কম নয়।
Printable View
আসলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস দুটোই সমান প্রয়োজন। কাজ শুরু করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস প্রথমত প্রয়োজন তবে টেকনিক্যাল এর গুরুত্ব ও কম নয়।
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস দুটো কি? এবং এদের মধ্যে পার্থক্য কি? আমি পুরোপুরি বুঝতে পারিনা? সকলের পরামর্শ চাই।
ফরেক্স মার্কেট এ ৩ ধরনের এন্যালাইসি এ ট্রেড করা যাই,কিন্তু সব থেকে জনপ্রিয় এন্যালাইসিস হলো,টেকনিক্যাল এন্যালাইসিস এবং ফান্ডামেন্টাল এন্যালসিস,আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এন্যালাইসি দিয়ে আপনার ট্রেড শুরু করে দিতে পারেন,আপনি যদি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এর কম্বিশনে ট্রেড করেন তাহলে আপনি বেশি ভালো রেজাল্ট পাবেন।
আসলে ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ২ প্রকারেরই আনাল্যসিস করতে হয় । তবে প্রাথমিকভাবে ফান্ডামেন্টাল আনাল্যসিস করে ট্রেডিং শুরু করতে পারেন । আপনি যদি ফান্ডামেন্টাল আনাল্যসিস এর সাথে সাথে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন তাহলে মোটামুটি ভালই আপনি আপনার ট্রেড থেকে লাভ করতে পারবেন বলে আশা করি ।
টেকনিক্যাল এনালাইসিস এর মূল ভিত্তি হলো, প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। তাই আমি মনে করি সঠিক ভাবে টেকনিক্যাল এনালাইসিস শিখে ট্রেড করা যায়। তবে ভূল টেকনিক্যাল এনালাইসিস শিখে ট্রেড করার জন্য অনেক লস এর মুখোমুখি হতে হয়।
ফরেক্স মার্কেট এর তিন ধরনের এন্যালাইসিস এর ভিতর টেকনিক্যাল এন্যালাইসিস মূখ্য আমি মনে করি,আপনি ৭০% টেকনিক্যাল এন্যালাইসি এর উপর ডিপেন্ড করে ট্রেড করতে পারেন,আমি ফান্ডামেন্টাল এন্যালাইসিস তেমন ভালো ভাবে বুঝিনা আম জাস্ট টেকনিক্যাল এন্যালাইসিস এর উপর নির্ভর করে এন্ট্রি নিয়ে থাকি,আপনিও এটি দিয়ে ট্রেড করতে পারেন।
ফরেক্স এনালাইসিস তিন প্রকার। তবে ফরেক্স টেকনিক্যাল এনালাইসিস দিয়ে ট্রেড শুরু করা ভালো। টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করলে অনেক লাভবান হওয়া যায়। তাই টেকনিক্যাল এনালাইসিস ফলো করা প্রয়োজন ।
আমি অন্য দালাল এবং যেমন আমি এখনও ফরেক্স সম্পর্কে খুব বেশি ভাবি না। ফরেক্সে বিশেষত বিশেষায়িত, কী এবং নস্টালজিক পরীক্ষায় তিন ধরণের তদন্ত রয়েছে। তবুও, ফরেক্স শোকেসের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ এবং বাধ্যতামূলক পরীক্ষাটি বিশেষ তদন্ত। বিশেষায়িত বিষয় যা বিশেষ পরীক্ষার জন্য স্মরণ করা হয়। এবং তারপরে সর্বাধিক উল্লেখযোগ্য পরীক্ষা হ'ল প্রয়োজনীয় তদন্ত। এর মধ্যে একটি হ'ল জাতির সাধারণ আর্থিক অবস্থা।
আমি একজন নতুন ট্রেডার আর সে হিসেবে আমি এখনো ফরেক্সে এখনো অনেক কিছু জানি না । ফরেক্সে যে তিন ধরনের এনালাইসিস যথা টেকনিকেল ,ফান্ডামেন্টালও সেন্টিমেন্টাল এনালাইসিস । তবে ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গুরত্বপূর্ণ ও ইফেক্টিভ এনালাইসিস হল টেকনিকেল এনালাইসিস । টেকনিকেল এনালাইসিসের মধ্য যে সব বিষয় অন্তভুক্ত কৈশলগত বিষয়গুলো । আর এর পরেই গুরুত্বপূর্ণ এনালাইসিস হল ফান্ডমেন্টাল এনালাইসিস । এর মধ্য একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা হয় ।
প্রথম অবস্থায় একজন ট্রেডার ফান্ডামেন্টাল সম্পর্কে তেমন কিছু বুঝবে না। একজন নতুন ট্রেডার প্রথমে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড নিতে পারে। কেননা টেকনিক্যাল এনালাইসিস শুধু চার্ট দেখে করা যায়। কিন্তু ফান্ডামেন্টাল সম্পর্কে বুঝতে হলে দীর্ঘদিন সময় লাগবে।