আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং ব্যবসা অবধ্য। কারণ হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশ সরকার চাইনা যে আমরা টাকা বাইরের দেশে ইনভেন্ট করি।আর এজন্যই ফরেক্স ব্যবসাতে অবধ্য করেছে।
Printable View
আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং ব্যবসা অবধ্য। কারণ হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশ সরকার চাইনা যে আমরা টাকা বাইরের দেশে ইনভেন্ট করি।আর এজন্যই ফরেক্স ব্যবসাতে অবধ্য করেছে।
আমি ফরেক্স এ নতুন এসেছি। আর ফরেক্স এ কাজ করার টাকা বাংলাদেশে ব্যাংক এর মাধ্যমে করা যায়। তবে এটা কতটা বৈধ সেই সম্পর্কে আমার বেশি ধারনা নাই। তবে আমির বন্ধুর মাধ্যমে জিনাতে পেরেছি এটা ব্যাংক এতটা এলাউ করো না। ব্যাংকিং খেত্রে ব্যাংক কর্মকর্তারা এটাকে পাত্তা দেয় না।
এ বিষয়ে আমার কোন ভাল ধারনা নেই । ফরেক্স মার্কেট এ কারেন্সি পেয়ার এর মাধ্যমে ট্রেড করা হয় এ বিষয়ে বাংলাদেশ সরকারের এখনও কোন দিক নিদের্শনা আছে কি না আমার জানা নেই । তবে আমার মনে হয় এ বিষয়ে এখনও পযর্ন্ত কোন সুনিদির্ষ্ট নীতিমালা তৈরি হয় নি । আসলে বাংলাদেশ এখনও অতটা উন্নত হয় নি ।
নেক্সট দেশি কঠোর পরিশ্রম করছে এবং আপনি আত্মবিশ্বাসী যে আপনি বাংলাদেশ ফরেক্সে একজন সফল নেতা হবেন, তাই আমি মনে করি আপনি অবশ্যই তাদের মধ্যে অন্যতম হয়ে উঠবেন। সাফরা অবশ্যই কাজ করবে আমি একজন সফল নেতা হতে পারি এবং আপনি অর্জন করতে পারেন এবং আপনি একজন সফল নেতা হতে পারেন যাতে আপনার কঠোর পরিশ্রম করা উচিত।
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন সত্যি কথা বলতে কি, জাতির কাছ থেকে নগদ অপসারণ করা অপরাধমূলক অপরাধ is এটি যেমন হয় তা হউক, আমি মনে করি যে ব্যক্তিগণকে আমরা ফরেক্স শোকেসে বিনিময় করি তারা এ সম্পর্কে যথেষ্ট খাঁটি। সে যাই হোক না কেন, বাংলাদেশের আইনসভা এখনও ফরেক্সকে ওপেন এক্সচেঞ্জের অনুমোদন দেয়নি, যা বাংলাদেশে ফরেক্সের অগ্রগতি এবং প্রসারকে হ্রাস করেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে ব্যক্তিরা ফরেক্স মার্কেটের বিনিময় করেন তারা আরও বেশি সুবিধা দিয়ে উচ্চতর বসতি অর্জনের চেষ্টা করবেন।
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং অবৈধ । কারণ এখানে দেশের টাকা অবৈধ পথে বাইরে যাওয়ার সু্যোগ আছে তাই বাংলাদেশ ব্যাংক এটার বৈধতা দেয়না। কিন্তু এটা থেকে যে বৈদেশীক মুদ্রা দেশে আসে সেটাও বুঝা উচি। যাতে করে রেমিট্যান্স খাত আরো বৃদ্ধি পাবে।
বাংলাদেশে ফরেক্সের মাধ্রমে আয় করা অবৈধ্য বলে আমার কাছে মনে হয না কারন এখান থেকে আয় করে যেমন বেকারত্বের হার কুমছে ঠিক তেমনি দেশও অর্জন করছে অনেক অনেক বৈদেশিক মুদ্রা ফলে এটিকে অবৈধ ভাবার কোন কারন আছে বলে আমার মনে হয় না।
ফরেক্স এর মাধ্যমে বাংলাদেশে আয় করা অবৈধ না। ফরেক্স একটা আন্তরজাতিক ব্যবসায় এখান এ পরিশ্রম করে ইনকাম করতে হয়। ভাল ট্রেড শিখে অনেক কাজ করে ফরেক্স থেকে আয় করতে হয়। তাই আমি বলতে পারি ফরেক্স থেকে আয় করা বৈধ এটা অবৈধ কিছু না।
যদি এই ব্যবসাটি অবৈধ হতো তাহলে বাংলাদেশ সরকার কখনও ফরেক্স ব্যবহার করতে দিতো না বরং আরোও বর্তমানে সরকার অনলাইন আয়ের উপর অধিক বেশি উৎসাহ দিতেছে । আর বর্তমানে তো ফরেক্স এর অফিস বাংলাদেশে ঢাকায় স্থাপন করা হয়েছে । আর বাংলাদেশ ব্যাংক যেটা বুঝাতে চায় আপনি সরাসরি বৈদেশিক মুদ্রা বিনিময়ের সাথে সংযুক্ত কিনা সেটার ব্যপারে । এখানে আমরা তো আর সরাসরি কোন বৈদেশিক মুদ্রা বিনিময় করছি না সুতরাং ফরেক্স অবৈধ হওয়ার কোন অবকাশ আছে বলে মনে হয় না ।
বাংলাদেশে ফরেক্সে টাকা ডিপোজিট করা অবৈধ। কারন বাংলাদেশের টাকা অন্য দেশে চলে গেলে মানি লন্ডারিং আইনে তা অবৈধ বলে বিবেচিত হতে পারে।এই দৃষ্টিকেন থেকে বাংলাদেষ থেকে ফরেক্সে ডিপোজিট করে ট্ররড করাটা অবৈধ। আমির বন্ধুর মাধ্যমে জিনাতে পেরেছি এটা ব্যাংক এতটা এলাউ করো না। ব্যাংকিং খেত্রে ব্যাংক কর্মকর্তারা এটাকে পাত্তা দেয় না।