বোনাস পাওয়া ডলারগুলো আপনার একাউন্টে ততদিনই থাকবে যতদিন না আপনি তা লস করার মাধ্যমে নিঃশেষ করছেন । ফরেক্সে ট্রেড করে সফল হওয়ার জন্য ফরেক্স ফোরাম বোনাসকে যথার্থভাবে কাজে লাগানোর বিকল্প নেই । আমি যতদিন ফরেক্স এ লেখালেখি করবো ঠিক ততদিন আমি ফেরাম থেকে বোনাস পাবো। সেই বোনাস দিয়ে ট্রেড করতে পারবো। ফরেক্স ফোরামের বোনাস আমরা উঠাতে পারবো না , ফরেক্স ফোরমের টাইপ করর ফলে আমরা যে বোনাস পেয়ে থাকি সেই গুলো দিযে ট্রেড করে সাবল্বমী হয়ে উঠতে পারবো।