- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্সে লসের কারন হলো আমরা নিজেরাই। এছাড়াও আরও অনেক কারণ আছে আর সেগুলো হলো। 
 ১) ফরেক্স ট্রেডিং সম্পর্কে অদক্ষতা।
 ২) বেসি লাভের আশায় লোভ করে ট্রেড করা।
 ৩) এনালাইসিস করতে না জানা।
 ৪) মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করা।
 ৫) অতি লোভ করে ট্রেড করা ইত্যাদি কারনে এখানে লসের সম্মুখীন হতে হয়।
 
 
- 
	
	
	
	
		ভাই ফরেক্স মার্কেটে কেউ লস করে নাই বা এখনও করছে না এমন ট্রেডার খুঁজে পাওয়াটা খুবই দুস্কর । কারণ আমি মনে করি ট্রেডিং শিখতে হলে আপনার ভুল হবেই । অনেক অভিজ্ঞ ট্রেডার আছে তবুও তাদের ভাল হয় । তবে আমি মনে করি এইসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আবেগ প্রবণতা । আমরা অনেকই মার্কেট খুবই ভালো বুঝি , কিন্তু এই আবেগ এর বশীভূত হয়ে হয়তো ওভারট্রেড করে ফেলি , না হয় লোভকে নিয়ন্ত্রন করতে পারি না । তাই আমাদের আবেগকে নিয়ন্ত্রন করতে হবে । 
 
- 
	
	
	
	
		ফরেক্সে লস নানা কারনে হতে পারে যেমনঃ ট্রেডে অদক্ষতা, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা, নিজের ওপর আত্মবিশ্বাস থাকা ইত্যাদি। এছাড়াও ট্রেড করার সময় মার্কেট এনালাইসিস না করা, মানি ম্যনেজমেন্ট ভালো না করা, ট্রেড করার সময় মনিটরিং ঠিকভাবে না করাও লসের কারন হতে পারে। 
 
- 
	
	
	
	
		লস লাভ মুদ্রার এপিঠ আর ওপিঠ। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তবে লসের জন্য বেশীরভাগ ট্রেডার নিজেই দায়ী বলে আমি মনে করি।যেকোনো বিষয়ে না জেনে কাজ করাটা ঠিক নয়।ফরেক্স বিষয়ে ভালো  কনসেব না থাকা।ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।ধৈর্য্যশীলত  র অভাব। অধ্যসায়ীও পরিশ্রমীর অভাব। বড় রিস্ক নিয়ে ট্রেড করা।সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করা।ওভারলটে ট্রেড করা।উদ্দেশ্যবিহী   ট্রেড করা।সিগন্যালের ওপর নির্ভরশীলতা।অতির  ক্ত লোভ করা।লস হলে হতাশ হয়ে পড়া। এসব কারণই লস হয় বেশী 
 
- 
	
	
	
	
		একজন ট্রেডার ফরেক্সে বিভিন্ন কারনে লস করে থাকেন বা লস হয়ে থাকে তবে আমার কাছে মনে হয় এর মধ্যে সব থেকে যে কারনে বেশি ভাগ ট্রেডার লস করে থাকে তা হল অধিক প্রফিট বা মুনফা লাভের লোভ যা একজন দক্ষ ট্রেডারকেও ভূল ট্রেডিং জালে জড়িয়ে ফেলে বড় ধরনের লসের দিকে ঠেলে দেয়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ ট্রেড এ আমরা বিভিন্ন কারনে লস করে থাকি,অনেক গুলো প্রধান কারণ আছে ফরেক্স মার্কেট এ ট্রেড এ লস করার,তার ভিতর মেইন কারণ গুলো তুলে ধরা হলো।
 ১। মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা।
 ২।স্টপ লস ব্যবহার না করা।
 ৩।ওভার ট্রেড করা।
 ৪।বড় বড় লট এ ট্রেড করা।
 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ লসের অনেক কারন রয়েছে। লোভ আর ভয় ফরেকস্ ট্রেড এ অনেকে সফল হতে পারেনা। আসলে সবসময় একই লট সাইজ ব্যবহার করে ট্রেড করতে হয়। আমরা হয়ত অনেক সময় কম ভলিয়ম দিয়ে লাভ করি। কিন্তু যখন লট বাড়িয়ে দেই তখনই হয় লস। আর লস খেলে ট্রেড করতে ভয় হয়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স এ লস করার অনেক কারণ রয়েছে তবে যে কারণগুলির কারণে প্রায় সব ট্রেডাররাই লস করে থাকে তা হল ভুল কে না শুধরিয়ে বরং একই ভুল আবার করে বসা । এছাড়া ওভারট্রেডিং , মানি মেনেজমেন্ট অনুসরণ না করা , আবেগ কে নিয়ন্ত্রন না করে একটি লসের সাথেই সাথেই আবার ট্রেড ওপেন করা কোন রকম এনালাইসিস না করেই এবং সর্বশেষ হল অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ট্রেড করা । 
 
- 
	
	
	
	
		আমাদের অজ্ঞতা হলো একমাত্র লসের কারণ। আমরা যখন না বুঝে কোনো কিছু বিশ্লেষন না করা যদি কোনো ট্রেড নেই তাহলে এটি আমাদের বিরাট ক্ষতি করতে পারে। এছাড়া আমাদের আবেগ দ্বারা অনেক সময় আমরা লস এ পড়তে পারি। আমাদের লোভ করা উচিত নয় কারণ লোভী মানুসিকতা নিয়ে কখনো বিসনেস করা যাই না এবং এজন্য আমরা লসের সুম্মুখীন হতে পারি। ফরেক্স এ সাফল্য লাভ করতে হলে নিজেকে একজন পেশাদার  ট্রেডের হিসাব গড়ে তুলতে হবে।  সবসময় কঠোর পরিশ্রম চালিয়ে যতে হবে। 
 
- 
	
	
	
	
		আপনাকে ধন্যবাদ অতি সুন্দর একটা টপিক এর জন্য ফরেক্স মার্কেট এ আমরা অনেক কারণেই লস করে থাকতে পারি যেমন ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে শুনেই ট্রেডিং করতে আসা , সঠিকভাবে মানি মেনাগমেন্ট ফলো না করা ,আবেগের বসে ট্রেড ওপেন করা মার্কেট এর টেকনল  সেন্টিমেন্টাল ফান্ডামেন্টাল এর সম্পর্কে কোনো ধারণা না থাকা ,অতিরিক্ত লোভ করা অতি আত্মবিশ্বাসী থাকা  স্টপ লস ও টেক প্রফিট বেবহার না করা ইত্যাদি