-
ফরেক্স মার্কেট এর কয়েকটি গুন এর মধ্যে একটি হচ্ছে ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করার সুযোগ। তাই আমি বলবো ফরেক্স মার্কেট থেকে আপনি যা আয় করবেন তা নির্ভর করবে আপনার মেধা এবং আপনার ট্রেড করার ধরনের উপর। তাই আপনি যদি পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে দিনে ১০০ ডলার ও আয় কোরতে পারবেন আবার ১ ডলার ও আয় কোরতে পারেন। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
-
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয়
-
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে । তাই এই সময় ভাল।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদে মনে রাখতে হবে যে সময় মার্কেটে বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে সেই সময় মার্কেটের মুভমেন্ট বেশি থাকার জন্য অনেক ভাল প্রফিট করা যায় তাই আমাদের ফরেক্স মার্কেটে আমাদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায়।
-
আমরা জানি ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
-
ফরেক্স বিজনেস দিন রাত ২৪ ঘন্টাই করা যায় তবে রাত ৩-৪ টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, আবার সপ্তাহে দুদিন যেমনঃ শনিবার ও রবিবার এ সময় বাদ দিয়ে অন্যান্য সময় ট্রেড পরিচালনা করতে পারেন। তবে একটি নিদ্দিষ্ট সময় যেমন রাতে আমি একটা চাকুরি করি এর ফাকে ট্রেড পরিচালনা করি। তবে দিনেও চেক করা ভালো।
-
আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে,চীনের চেয়ে ইউরোপের অর্থনীতি খুব দ্রুত গেইন করে।সুতরাং আপনি যদি ইউরোপের নিউজ এবং অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেন,তাহলে একটা জিনিস ভালভাবে লক্ষ্য করবেন যে একটা কোরিলেশন তাদের মধ্যে কাজ করছে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও এখানে নির্দিষ্ট সময়ে লেনদেন কম/বেশি হয়ে থাকে৷৪ টি সেসনে বিভক্ত আছে এই বিশাল মার্কেট৷লন্ডন সেসন ও নিউইর্য়ক সেসনে সর্বাধিক লেনদেন হয় তাই ঐ সময়েই মার্কেটে ভলাটিলীটি বেশি থাকে৷এজন্য এই দুই সেসনে ট্রেড করা সুবিধাজনক হয়৷
-
ফরেক্স বিশ্বের একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট এখানে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে এই মার্কেটে লেনদেন করতে হলে কিছু সময় অনুযায়ী করলে সবচেয়ে বেশি ভাল প্রফিট অর্জন করা যায়, আর এই সময়গুলো হচ্ছে নিউইর্য়ক, লন্ডন, জাপান সেসনে সর্বাধিক লেনদেন হয়ে থাকে। তাই ঐ সময়গুলোতে ফরেক্স মার্কেটের অধিক বেশি মুভমেন্ট করে থাকে প্রতিটি পেয়ার। তাই আমি বলব উক্ত সেসনে সুবিধা অনুযায়ী আপনি ট্রেড করতে পারলে অধিক লাভবান হতে পারবেন।
-
ঠিক বলেছেন কারন সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভমেন্ট বেশি হয় । এ সময় আমরা অনেকেই ট্রেডে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকি । আবার অন্যান্য কারেন্সি যেগুলো আবার দুপুরের পর থেকে মুভ করা শুরু হয় । সুতরাং ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় আমরা বেছে নিতে পারছি এটাই এই ব্যবসার একটা বিশেষ সুবিধা ।