-
যে কোন বিজনেস প্রথমে শুরু করতে হলে কম পুঁজি নিয়ে শুরু করা ভাল। অল্প অল্প করে লাভ করতে করতে এক সময়ে সা ভাল লাভবান হবে। যদি লস হয় তবে কম হবে, কিন্তু বেশি পুঁজি খাটালে তখন যদি লসা হয় তাহলে সব শেষ। তাই প্রথমে ট্রেড কম পুঁজি দিয়া শুরু করে পরে বেশি পুঁজি খাটানো উচিত।
-
আমি মনে করি নতুন হক পুরাতন হক সবাই কে ডিপোজিট করেই ট্রেড করতে হবে , কারন আমরা ডিপোজিট ছাড়া ট্রেড করতে পারব না , তবে আমার মতে যারা নতুন তাদের জন্য 100 বা 150 ডলার ডিপোজিট করা ভাল । এত ভাল ফল পাওয়া সম্ভব ।
-
আমার মতে নতুন অবস্থায় ১০০ডলার ডিপোজিট করা উচিত নয়,কারন নতুনদের ১০০ডলার ডিপোজিট অনেক বেশি হয়ে যায়,তাদের প্রথমে উচিত ডেমো ট্রেডিং ভাল করে প্রাকটিস করে এরপর ডিপোজিট করা।প্রথম অবস্থায় ডিপোজিট যত কম হবে আমার মতে তত ভাল হবে,তাই প্রথমে ১০ডলার ডিপোজিট করাই উত্তম।
-
ফরেক্সের মত গুরুত্বপূর্ন মার্কেটে নতুন অবস্থায় ইনভেস্ট না করাই ভালো যদিও কেউ ইনভেস্ট করতেও চাই তবে অল্প ইনভেস্ট করাই ভালো।ফরেক্সে যারা নতুন তারা প্রথম ডেমো ট্রেডিং করে অভিজ্ঞ হয়ে তার পর ইনভেস্ট করে ট্রেডিং করলে ভালো হবে। অন্যথায় ট্রেডিং করার প্রচুর মনবল থাকলে অল্প ইনভেস্ট করে ট্রেড করে দেখা যেতে পারে।
-
নতুন অবস্থায় সবাই সাধারনত বেশ ভুল করে। ভুলের ফলে লসের পরিমান টাও বেশি থাকে। শুরুতেই বেশি লসের ফলে অনেকেই ধৈর্য হারিয়ে হতাশ হয়ে ফরেক্স ছেড়ে দেয়। তাই আমি মনে করি নতুন অবস্থায় বেশি ইনভেস্ট করা ঠিক নয়, কম ইনভেস্ট করলে লসের পরিমানও কম হবে। একচুয়ালি শুরুতে ফোরাম পোস্টিং এর বোনাস দিয়েই ট্র্বেড করা ভালো।
-
নতুন অবস্থায় কম ডিপোজিট নিয়ে শুরু করাই ঠিক আছে । কারণ নতুন অবস্থায় অনেকের লস করার সম্ভাবনা অনেক বেশি থাকে। নতুন অবস্থায় ট্রেড করা থেকে ট্রেড শিখা অনেক বেশি প্রয়োজনিয় হয়ে পরে। এই জন্য সে সময় প্রতিটি ট্রেড থেকে লাভ করার সম্ভাবনা অনেক থাকে। তাই কম ডলার নিয়ে কাজ শুরু করাকে আমি যুক্তি সংগত মনে করি।
-
নতুন অবস্থায় ইনভেস্ট এর পরিমাণ কম থাকায় ভালো। কারণ ডেমো ট্রেডিং করে যে দক্ষতা অর্জন করেছেন তা বাস্তব একাউন্টে সঠিক ব্যবহার হয়না। রিয়েল একাউন্টে এসে বেশির ভাগ ট্রেডার ইমোশনাল হয়ে যায় এবং তাড়াতাড়ি বেশি লাভ করার লোভ জেগে যায়। যার কারণে নতুন অবস্থায় প্রায় সবারই একাউন্ট জিরো হয়। তাই নতুন অবস্থায় বেশি ইনভেস্ট না করে খুব অল্প ইনভেস্ট দিয়ে ট্রেডিং শুরু করাই ভালো।
-
ফরেক্স এ নুতন অবস্থায় ইনভেষ্ট না করাই ভাল। আমি জানি আমার এ কথার সাতে নতুন ট্রেডারা কখনোই একমত হতে পারবে না। তবে হা ইনভেষ্ট যদি করতেই হয় তাহলে আগে অন্তত ৬ মাস ডেমো প্রাকটিস করুন। ডেমোতে যখন ধারাবাহিক ভাবে সফলতা পাবেন তখন রিয়েল ট্রেডে আসুন। এবং যত কম পারেন ইনভেষ্ট করুন। কারন- প্রথম ইনভেষ্ট কখনোই আপনি ধরে রাখতে পারবে না। তাই অল্প ইনভেষ্ট করে ছোট ছোট লটে ট্রেড করুন। আর ভাবুন অন্যরা যা পারেনি আপনাকে তা পারতেই হবে। অর্থাৎ আপনি আপনার কোন ইনভেষ্ট হারাতে চান না।
-
ুরন।ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় বেশি ইনভেস্ট না করা ভাল কারন নতুন অবস্থায় ফরেক্স ট্রেডারের ভাল কোন অভিজ্ঞতা থাকে না তাই নতুন অবস্থায় ইনভেস্ট কম করা ভাল তাহলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেল্লে একজন নতুন ট্রেডার লস কম করে।
-
আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা নেওয়ার পর ইনভেস্ট করতে হবে। প্রথমিক ভাবে ৫০ থেকে ১০০ ডলারেরর বেশি ইনভেস্ট করা ঠিক না। কারন বেশি ইনভেস্ট করার পর লস হলে ফরেক্স এর প্রতি আগ্রহ কমে যাবে।।