-
ফরেক্স মার্কেটে আপনি ডিপোজিট করেন তবে আমি মনে করি সেটা রিক্স হয়ে যাবে তবে ব্যাংকে যদি করেন লাভ কম হলেও আপিনার কোন প্রকার লস হবে বলে আমি মনে করি না। তবে আপনি যদি ফরেক্স মার্কেটের প্রতি বেশি জ্ঞান লাভ করে থাকেন তবে আপনি ইনভেস্ট করতে পারেন তবে পরিমানে সেটা কম।
-
আমি বলবো ফরেক্স এ আমরা সবাই লাভ করার জন্য বিজনেস করি। তবে লাভ করার জন্য আমাদের ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হয়। আমরা যারা এখানে বিজনেস করি তারা আমার মনে হয় ট্রেড না করে ব্যাংক এ রাখবে না। তবে যারা ফরেক্স সম্পর্কে জানে না, তারা তো তাদের টাকা ব্যাংক এ রাখবেই। ব্যাংক তাদের টাকার উপর যা সুদ দেই তারা তাতেই খুশি থাকে।
-
যেখানে ঝুঁকি বেশি সেখানের লাভের পরিমাণও বেশি । আর ফরেক্স মার্কেটে মোটামুটিভাবে অনেক ঝুঁকি বিদ্যমান । এই ঝুঁকি পার হয়ে আমরা লাভবান হতে পারব যদি আমরা নিজেদেরকে ওেইভাবে দক্ষ করে গড়ে তুলতে পারি । আর মুলত ব্যাপার হল আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা অনেক বেশি পরিমাণে রিস্ক ম্যানেজমেন্ট চর্চা করে বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসতে পারব ।
-
ব্যাংক ডিপোজটি করলে লাভ খুব কম দেয়। ১০০ টাকা রাখলে মাত্র ৬ টাকা লাভ দেয় :woo: । কিন্তু ফরেক্সে ইনভেষ্ট করলে ৩০%৳ থেকে ৩০০%৳ পর্যন্ত বোনাচ দেয় । আবার একটু বুঝে শুনে ফরেক্সে েট্রড করলে অল্প দিনে অনেক বেশি লাভ করা সম্ভব । যা ব্যংকে ডিপোজিট করার চেয়ে ফরেক্সে ডিপোজিট করা অনেক বেশি লাভের । এবং বুদ্ধিমানের ।
-
আমি ও তাই মনেকরি।। ব্যাংক এ ডিপোজিট করার চাইতে ফরেক্স মার্কেট এ ডিপোজিট করে ট্রেড করলে তা ডাবল হবে কিছুদিনের মধ্যে তবে শর্ত হবে ভালো এবং দক্ষ ট্রেডার হতে হবে।। নয়তো টাকা সব যাবে, আর সেক্ষেত্রে ব্যাংক এ ডিপোজিট করা ভাল যদি দক্ষ ট্রেডার না হয়।।
-
ব্যংকে টাকা ডিপোজিট করা আর ফরেক্সে টাকা ডিপোজিট করা এক কথা নয়। যারা ফরেক্স সম্পর্কে যানে না, ফরেক্স ট্রেড করতে আগ্রহী নয় তারা অবশ্যই ফরেক্সে টাকা ডিপোজিট করবে না। ব্যংকে টাকা জমা রাখা হয় টাকার নিরাপত্তার জন্য তবে ফরেক্সে টাকা ডিপোজিট করা হয় ব্যবসায় করার জন্য। ফরেক্সে লাভ-লস থাকে। ভালো ট্রেডার হতে না পেরে একাউন্ট জিরো করে ফেলি অনেকই। ফরেক্সে ট্রেড করে লাভ করতে হয়। ফরেক্স ডিপোজিট তাদের জন্যই ভালো যারা ফরেক্স ট্রেড করতে জানেন।
-
আমার মতে ব্যাংকে ডিপোজিট করার চাইতে ফরেক্সে ডিপোজিট করে কয়েকগুন বেশী লাভ করা সম্ভব।আপনি যদি ভালো ট্রেড জানেন তাহলে মাত্র কয়েক দিনেই আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন। তবে শর্ত হচ্ছে দক্ষ ট্রেডার হতে হবে।। কিন্তু যদি ফরেক্স না বুজেন তাহলে আপনার টাকা ব্যংক এই রাখেন, এটাই আপনার জন্য বেশি নিরাপদ।।
-
আমার মনে হয় ব্যাংকে ডিপোজিট করার ছেয়ে ফরেক্স মার্কেটে ডিপোজিট করলে ভার হবে কারন ফরেক্স মার্কেটে আপনি সব কিছু জেনে ট্রেড করলে মাসে ভাল লাভ করতে পারবেন।কিন্তু ব্যাংকে টাকা রেখে আপনাকে সিমীত লাভ দিবে।ফরেক্স মার্কেটে জেনে ট্রেড করলে আনলিমিটেড লাভ করতে পারবেন।
-
আমার মতে ব্যাংকে ডিপোজিট করার চাইতে ফরেক্সে ডিপোজিট করে ব্যবসা করে কয়েকগুন বেশী লাভ করা সম্ভব।আপনি যদি ভালো ট্রেড জানেন তাহলে মাত্র কয়েক দিনেই আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন।যেটা ব্যাংকে করতে আপনার ৬-৭ বছর লেগে যাবে।
-
ব্যাংকে ডিপোজিট করার চাইতে ফরেক্সে ডিপোজিট করে কয়েকগুন বেশী লাভ করা সম্ভব।আপনি যদি ভালো ট্রেড জানেন তাহলে মাত্র কয়েক দিনেই আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন।যেটা ব্যাংকে করতে আপনার কয়েক বছর লেগে যাবে।