-
ফরেক্স যেহেতু ২৪ ঘন্টাই খোলা থাকে তাই এই ফরেক্স এ বিভিন্ন পেশার লোক বিভিন্ন্ ট্রেডার গন তারা তদের সময় পছন্দ করে ফরেক্স করে থাকেন। ফরেক্স কেউ রাতে করেন আবার কেনউ বা দিনে করে থাকেন। আমি ফরেক্স রাতেই করে থাকি। আমি দিনে আমার কাজ কর্ম শেষ করে আমি রাতে ফরেক্স এ সময় দিয়ে থাকি। আর তা ছাড়া রাতে নিরিবিলি সময়ে মাথা ঠান্ডা রেখে ফরেক্স করে অনেকটা সাফলতা অর্জন করতে পারি।
-
আমি মনে করি ট্রেডিং করার জন্য উপযুক্ত সময় প্রতিটি ট্রেডার জন্য সব সময়। কারণ আপনি যখন ট্রেড করবেন তখন অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে জেনে বুজেই ট্রেড ওপেন করতে হবে নতুবা আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যাবে। আর এজন্য আপনাকে বুঝে শুনে টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো বিবেচনা করে আপনি ট্রেডিং পদ্ধতি চালু করতে পারেন। আপনি সবসময় মার্কেট ফলো করতে থাকবেন যখন দেখবেন ট্রেড নেয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে তখনই ট্রেড করতে পারেন। তবে সময় হিসেবে দুপুর থেকে রাতের মধ্যে ভালো কিছু সময় তৈরি হয় ট্রেড করার জন্য।
-
আমার মতে ফরেক্স বাজারে ট্রেড এর জন্য কোন সময়ের দরকার নেই। আপনি যেকোন সময় এই বাজারে ট্রেড করতে পারেন। কারণ এই বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে, যার ফলে আপনি যখনতখন এখানে ট্রেড করতে পারেন। যখন দেখবেন ট্রেড নেয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে তখনই ট্রেড করতে পারেন। তবে সময় হিসেবে দুপুর থেকে রাতের মধ্যে ভালো কিছু সময় তৈরি হয় ট্রেড করার জন্য।
-
কোন সময় ট্রেডিং করার জন্য উপোযুক্ত ?
আমি সিনিয়রদের কাছে জানতে চাই ট্রেডিং এর জন্য কী কনো সময় আছে যখোন ট্রেডিং করলে প্রফিট করা সহজ হবে প্লিজ জানান। সফল হতে হলে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ট্রেড করার জন্য সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন টুয়েন্টি ফোর আওয়ার মার্কেটে ট্রেড করা যায়। আমরা জানি যে ফরেক্স একটা স্বাধীন মার্কেট এখানে সবার ইচ্ছামতো সময় বেছে নিয়ে ট্রেড করতে পারে। তবে ট্রেড করার জন্য উপযুক্ত কিছু সময় রয়েছে।
তাহলে আপনাকে জানতে হবে আপনি কোন পেয়ারের ট্রেড করবেন। কারণ একেক রকম পেয়ারে একেক রকম টাইম সেশনে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে আমরা চারটি টাইম সেশনে ট্রেড করে থাকি। এইগুলো হল নিউইয়র্ক, টোকিও, সিডনি, লন্ডন টাইম সেশন।
-
এখানে আপনি আমি ইভেনকি আমরা সকলেই একটা ধারণা নিয়ে ট্রেড করছি মাত্র। তাই বলা যায় যে এখানে সবাই আমরা সকাল কিংবা রাত যে যার মত একটা নির্দিষ্ট সময় বের করে নিয়ে সবাই সবার সুবিধামত কাজ করে চলেছি। নিউজ বের হবার আগে ট্রেড নিয়েন না নিলে লস হতে পারে। সো এই জিনিস গুলা মাথায় রেখে আপনার টাইম দেখতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের ট্রেডার রয়েছে। একটা লং ট্রেডার আরেক টা শর্ট টাইম বা স্কালপিং ট্রেডার। অনেকেই আছেন যারা দিনের ট্রেড দিনেই ক্লোজ করে দেন। আবার যারা দীর্ঘদিন ধরে ট্রেড রানিং করে রাখেন তাদের লং টাইম ট্রেডার বলা হয়। স্কালপিং এর জন্য লন্ডন সেশন হচ্ছে সবচেয়ে ভালো। কেননা এই সময় মার্কেট সবেচেয়ে বেশি মুভ করে থাকে। বাংলাদেশ টাইম দুপুর ২টার পর থেকে ফরেক্স মার্কেট বেশি মুভ করে থাকে।
-
আমরা সবাই জানি ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। কিন্ত সব সময় মার্কেট মুভ করে না। তাই যখন মার্কেট বেশি মুভ করে তখন ট্রেড করলে মার্কেট থেকে দ্রুত প্রফিট করা যাবে। বাংলাদেশ সময় দুপুর এর পর থেকে রাত ১১ টা পর্যন্ত মার্কেট এ বেশি মুভ করতে দেখা যায়। লন্ডন এবং নিউইয়র্ক সেশনে মার্কেট বেশি মুভ করে।
-
এখানে আপনি আমি ইভেনকি আমরা সকলেই একটা ধারণা নিয়ে ট্রেড করছি মাত্র। তাই বলা যায় যে এখানে সবাই আমরা সকাল কিংবা রাত যে যার মত একটা নির্দিষ্ট সময় বের করে নিয়ে সবাই সবার সুবিধামত কাজ করে চলেছি। ফরেক্স মার্কেটে সাধারনত বৈদেশিক মুদ্রার কেনা বেচা হয় বলে সাধারনত আমেরিকা ইউরোপ দেশগুলো যখন অফিসে ব্যস্ত থাকে সেই টাইমেই ট্রেড করা ভাল ।
-
আসলে সত্যি কথা বলতে কি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ঐ ভাবে কোন নিদিষ্ট অনুকূল সময়ের ব্যাপারে আমার জানা নেই কারন মার্কেট কোন সময় মূভ করবে সেটি নিদিষ্ট করে কারর পক্ষেই বলা সম্ভাব নয় তবে হ্যা যদি ভাল ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করার জ্ঞান থাকে তা হলে তার আলোকে মার্কেট ট্রেন্ড পরবর্তিতে কোন দিকে যেতে পারে সে ব্যাপারে পূর্বাভাস কিছুটা হরেও অনুমান করা সম্ভাব।