ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি। এবং এটি সবচেয়ে সহজ পেয়ার। এখানে আপনি খুব সহজেই এনালাইসিস পূর্বক ট্রেড করে ভাল প্রফিট করতে পারবেন। আমি বর্তমানে ইউরোইউএসডি এবং জিবিপিইউএসডি তে ট্রেড করি। ধন্যবাদ
Printable View
ফরেক্স মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি। এবং এটি সবচেয়ে সহজ পেয়ার। এখানে আপনি খুব সহজেই এনালাইসিস পূর্বক ট্রেড করে ভাল প্রফিট করতে পারবেন। আমি বর্তমানে ইউরোইউএসডি এবং জিবিপিইউএসডি তে ট্রেড করি। ধন্যবাদ
ফরেক্সে এলোপাথাড়ি ভাবে সব পেয়ারে ট্রেড না করে নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত। অসংখ্য পেয়ারের মাঝে সব পেয়ার নিয়ে কাজ করতে গেলে মাথা ঠিক থাকবে না। পেয়ারের আচরনও ভালোভাবে বঝা যাবে না। অল্প কয়েকটি পেয়ারে নিয়মিত ট্রেড করলে সেই পেয়ার সম্পর্কে ধারনা তৈরি হয়। আমার পছন্দনীয় পেয়ারের মধ্যে রয়েছে ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি।
আমি মনে করি ফরেক্স ব্যবসা যার যে পেয়ার পছন্দ তার সেই পেয়ারেই ট্রেড করা উচিত। কারন আপনি যে পেয়ারে ট্রেড করে মজা পান সেই পেয়ারে ট্রেড না করলে আপনার লস হতে পারে এবং প্রথম কথা হচ্ছে আপনার ভাল পেয়ার বেছে পছন্দ করতে হবে খারাপ পেয়ার পছন্দ করলে হবে না। তাই সবার উচিত নিজের পছন্দের ভাল পেয়ারে ট্রেড করা তাহলে আপনারা ট্রেড করে মজাও পাবেন এবং অনেক লাভও হবে ট্রেডে।
অনেকের অনেক পেয়ার পছন্দের রয়েছে আমি কয়েকটি পেয়াবে ট্রেড করে থাকি। আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, পেয়ার ।তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে। আর আমার কাছে সবচেয়ে ভাল লাগে ইউএসডি পেযার।
ফরেক্স ট্রেডিং এর সব পেয়ারই আমার পছন্দ হয়। তবে কিছু কিছু সময় কিছু পেয়ার খুব বেশী নড়া চড়া করে সে সমস্ত পেয়ারে ট্রেড করতে হলে পুজি একটু বেশী প্রয়োজন পড়ে। কারন এখানে ব্যাকআপ এর প্রয়োজন পড়ে। তবে আমার ব্যাক্তিগত ভাবে পছন্দ করি জে পি ওয়াই এর সমস্ত পেয়ার গুলি। জে পি ওয়াই এর পেয়ার গুলিতে ট্রেড করতে আমার বেশ মজা লাগে।
ফরেক্স মার্কেটে বেশ কয়টা পেয়ার আমার নিকট ভাল লাগে এবং আমার নিকট পছন্দেরও বটে কারন আনি মুলত এই সব পেয়ার গুলোতেই ট্রেড করে থাকি যেমন aud/usd, nzd/usd, usd/cad, usd/jpy, gbp/usd, এবং eur/usd পেয়ার তবে আমার কাছে বেস্ট পছন্দের পেয়ার হল eur/usd কারন আমি এই পেয়ারটা সবছেয়ে বেশি বুঝি। ধন্যবাদ।
আমার কাছে ইউরো-ইউএসডি হচ্ছে পছন্দনীয় পেয়ার। এই পেয়ার ট্রেড করতে আমি পছন্দ করি । আর আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউএসডি পেয়ার বেছে নিতে পারেন ।
ফরেক্সে যারা ট্রেড করেন হোক সে নতুন এবং হোক সে পুরাতন, সবাই ইউরো ইউএসডি তে ট্রেড করেনই। কারণ, এই পেয়ারে খুব ভাল এনালাইসিস করা যায়। তাছাড়া এর দৈনিক উঠানামার পরিমাণও সীমিত(১০০-২০০ পিপস)। তাই সবাই ইউরো ইউএসডিতে ট্রেড করে থাকেন। ধন্যবাদ
সমস্যার ওপর জয়ী হবার জন্য দু’টি বিষয়ের প্রয়োজন। একটি অভ্যন্তরীণ শক্তি, আর তা হলো ধৈর্য্য ও অবিচলতা। অপর বিষয়টি বাহ্যিক শক্তি, আর তা হলো নামাজ ও আল্লাহর সাথে সম্পর্ক।অতিরিক্ত পাবার ইচ্ছে বা লোভ ও স্বার্থপরতা মানুষের সম্মান ও মর্যাদাকে ধ্বংস করে। স্বার্থপরতা ও অতিরিক্ত পাবার ইচ্ছা মানুষের জন্য লাঞ্ছনা ও দূর্গতি ডেকে আনে। এর ফলে মানুষ বৈষয়িক স্বার্থ অর্জনের জন্য আল্লাহর বিধানকে পদদলিত করতে প্রস্তুত হয়।
ফরেক্স মার্কেটে আমি জত দিন ধরে ট্রেড করছি তার মধ্যে আমি বলতে পারি সবচেয়ে আমার ভাল পেয়ার হল ইউরো /ইউএসডি সবচেয়ে আমার ভাল পেয়ার আমার খুভ ভাল লাগে আর এই পেয়ারে ট্রেড করে আমি ভাল করতে পারি এই জন্য এই পেয়ার আমার পছন্দ হয়।