-
যে বিজনেস স্টার্ট করার আগে সবাই ই ঐ বিজনেস নিয়ে এনালাইসিস করে দেখে যে ঐ বিজনেসে কেমন ইনভেস্ট করলে কত প্রফিট হতে পারে আনুমানিক। কিন্তু ফরেক্স পৃথিবীর সব বিজনেস থেকে আলাদা, কারণ এখানে প্রফিটের চিন্তা করার আগে নিজেকে এই বিজনেসের জন্য ভালোভাবে যোগ্য করে তুলতে হয়। আর তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সবকিছু প্ল্যানমাফিক করলে ফরেক্সে ভালো প্রফিট করা যায়।যারা ভাবে অতি অল্প সময়ে ফরেক্স থেকে ধনী হওয়া সম্বব তারা দ্রুতই ফরেক্স থেকে ঝরে পরে। ফরেক্স কোন কামানোর মেশিন নয়। তাহলে সবাই ফরেক্স করতে। অন্য ব্যবসা বা কাজ কেউ করতে না। ফরেক্স নিয়ে মানুষ পরে থাকতো।
-
ফরেক্স করতে পারলে এবং সথিক সময় গেন ইজন করতে পারলে আমি ফরেক্স থেকে আয় করতে পারব| ফরেক্স থেকে আয় কড়া আমার মুল লক্ষ্য। আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । আমি এই পযন্ত চার বার একাউন্ট জিরো করেছি।কিন্ত নিজের উপরে বিশ্বাস হারায়না।
-
আমি মনেকর অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে চাইলে আমাদের অবশ্যই ফরেক্স ব্যাবসা। করা উচিৎ।। ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং লাভজনক ব্যাবসা।। ফরেক্স করে ইনকাম করতে চাইলে আমাদের অনেক পরিশ্রম ও করতে হবে।। কোনো পেশাই পরিশ্রম ছাড়া সফল হয় না। ।তাই আমি এখন প্রফিটের জন্য ফরেক্স ব্যবসা করি ।
-
সকলেই ফরেক্স মার্কেটে প্রফিট এর জন্য ট্রেড করে থাকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অভিজ্ঞ ট্রেডাররা বেশকিছু পদ্ধতি গ্রহণ করে থাকে। একেকজন একেকটা পদ্ধতি ব্যবহার গ্রহণ করে কেউ কেউ কারেণ্সি নিউজ প্রকাশিত হবার পর ট্রেড নিয়ে থাকে, আবার কেউ খুব ভালোভাবে অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড নিয়ে থাকে।
-
আমি কখনই আমার কৌশল ছেড়ে যাইনি এবং আমার অন্ত্রে সম্পূর্ণরূপে নির্ভর করিনি তবে হ্যাঁ কখনও কখনও যখন আমার কৌশলটি আমাকে বাণিজ্য করতে বলেছিল কিন্তু আমার অন্ত্রের অনুভূতি বলছিল খুব বেশি বাণিজ্য নাও এবং আমি তা করি নি এবং এটি ঠিক ছিল যে আমি রক্ষা পেয়েছিলাম সুতরাং হ্যাঁ এখন আমি ভাবছি আমার অন্ত্রে যা বলতে চাইছে এবং সে অনুযায়ী ব্যবসায়ের চেয়েও।আমার নিজের দক্ষতা অর্জন করে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে অনেক ভাল প্রফিট পেতে চায়।তার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি নিজের দক্ষতা বাড়ানোর জন্য।আমি টেকনিক্যাল এনালাইসিস টার উপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করতেছি।আসা করি আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো।এই বিজনেসের জন্য ভালোভাবে যোগ্য করে তুলতে হয়। আর তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সবকিছু প্ল্যানমাফিক করলে ফরেক্সে ভালো প্রফিট করা যায়।ফরেক্সে ট্রেডিং করে সেই সবচেয়ে বেশি লাভবান হতে পারে যে কিনা খুব বেশি পরিমাণে ফরেক্সে দক্ষতা অর্জণ করতে পারে । ভালো প্রফিট করতে চাইলে আপনাকে সবার আগে ফরেক্স কে ভালো ভাবে শিখতে হবে। যদি ভালো ভাবে শিখতে না পারেন তবে ভালো প্রফিট ত দুরের কথা আপনি কোন প্রফিট ই করতে পারবেন না বরং আপনার লস হয়ে যাবে।