যে ট্রেডারের যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা যদি দক্ষতদা অর্জণ করতে পারব তাহলে অবশ্যই আমরা সফলকাম হততে পারব । অতএব অামরা সব সময় এই ব্যবসা শুরু করার আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আশা কর ভাগ্য পরিবর্তন হতে পারে । আর আমরা যারা ফরেক্স মার্কেটে ধৈর্য্য হারা হয়ে যাবো তারা অবশ্যই লস করবো। কারন মাথা গরম হয়ে গেলে আমরা অনেক সময় অনেক ভুল ট্রেড নিয়ে ফেলি এ কারণেই আমাদের মাথা ঠান্ডা করে কাজ করব।