-
লস করলে খুবই খারাপ লাগে তখন আসলে মনে হয় আমার দ্বারা ফরেক্স করা সম্ভব নয়। কারন অনেক এনালাইসিস করার পরেও যখন দেখি লস খাচ্ছি তখন আর কিছু করার থাকে না তখন মনে হয় আমি পারবো না। তবে কিছু সময় পরে নিজেকে শান্ত করে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্যই নতুন করে নতুন কিছু শেখার চেষ্টা করি।
-
যে কনো ব্যবসায় লস করলে ত খারাপ লাগবেই। তাই ফরেক্স এ লস করলে অ খারাপ লাগার কথা। তবে আমি ফরেক্স এ লস করি কম কারন আমি ট্রেড টা ভালি বুঝি। তবে ২-১ টা ট্রেড এ আমি যখন লস করি তখন আমার খুব খারাপ লাগে, আর এটা সবার লাগার কথা।
-
লস ব্যাপার টা আসলে কারো কাছেই সুখের বলে আমার কাছে মনে হয় না । কিন্তু ব্যাবসায় লাভ লস দুইটাই থাকবে এইটাই স্বাভাবিক।
লস কে আসলে লস হিসেবে না নিয়ে আমাদের শিক্ষা হিসেবে নেওয়া দরকার তাইলে আমাদের মন খারাপ হইলেও খুব বেশি যে মন খারাপ হবে এমন না। লসের অবশ্যই একটা কারন আছে, একটা ভুলের জন্য ই লস টা হয়। তাই মন খারাপ না করে , মন কে শক্ত করে ঐ ভুল কে খুজে বের করে আমাদের সাম্নের দিকে এগিয়ে যাইতে হবে আর মনে রাখতে হবে যাতে একই ভুল আবার না হয়
-
ফরেক্স এ যার লস মেনে নেওয়ার ক্ষমতা যার নেই সে কোন দিন ফরেক্স কিছু করতে পারবেন না। কেননা ফরেক্স এ লাভ এবং লস মিলিয়ে ট্রেড করা হবে। আপনি কখনোই সবগুলো ট্রেড থেকে লাভ নিতে পারেবেন না। অনেক ট্রেডার আছেন যারা ৫০,০০০ টাকার বিনিময়ে লস হবে গ্যারান্টি সহকারে ট্রেড করানো হবে। এরকম অফার দিয়ে থাকে। আসলে এগুলো থেকে দুরে থাকুন।
-
ফরেক্স এ আমি এর আগে বা এখনো কোন প্রকার রিয়েল ট্রেড করিনি তাই আমার সঠিক জানা নেই যে লস হলে কেমন লাগে নিজের কাছে । কেনান লস লাভ কোনটার শিকার এখনো আমি হয়নি । তাই যারা জানেন তাদের উদ্দেশ্য করে বলছি যে জানাবেন ।
-
অমাদের লস হলে একটু হলেও খারাপ লাগে। কিন্তু আমি মনে করি এটা শিক্ষা নেওয়ার জন্য একটি উপযুক্ত সময়। তাই ভেঙে পড়ি না। ভূলগুলি আইডেন্টিফাই করে নিজেকে এমনভাবে সতর্ক করি যেন ভবিষ্যতে এমন ভূলের মুখোমুখি আর না হতে হয়। ব্যার্থতাই সফলতার চাবিকাঠি। কিন্তু ভুল থেকে শিক্ষা না নিলে জীবন এ কখনো উন্নতি করতে পারবো না।তাই সব সময় ভুল করলে ভুল কেনো হলো তার কারন খুজে বের করতে পারলে আমরা সমাধান করতে পারবো।
-
ফরেক্স মার্কেট এ লস করলে নিজেকে অনেকটা অসহায় মনে হয়। আর মাঝে মাঝে জিদ হয় যে আমি কেন এই ট্রেড টা করলাম তার জন্য। এছাড়া নিজের কাছে আর অনেকটা খারাপ লাগে যে আমি যদি এই ট্রেডটা না করে অন্য ট্রেড টা করতাম তাহলে হয়তো লস হত না। যাই হোক আমি নিজেকে নিয়ন্ত্রন করে রাখি। এবং লস হলে আমি সেখান থেকে আর কিছু শিখার চেষ্টা করে যাই। ধন্যবাদ।
-
ফরেক্স একটি ব্যাবসা আর ব্যাবসা মানে লাভ লস । লাভ হলে যেমন ভাল লাগে তেমন লসের বেলায়ও তেমন খারাপ লাগার কথা । তাই ফরেক্সে লস হলে আমি বিচলিত না হয়ে মাথা ঠান্ডা করে লসের কারন খোজার চেষ্টা করি । এবং সে কারন থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে থাকি এবং পুনারায় ট্রেডের প্রস্তুতি গ্রহন করি।এই লস নিয়ে বসে থাকা যাবে না। কারন সব সময় পরিবর্তনশীল। প্রতিনিয়ত মার্কেট মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। তাই পরে যাতে আমরা লস না করি সেদিকএ লক্ষ্য রাখতে হবে।
-
ফরেক্সে লস করলে অনেক বেশি খারাপ লাগে। আর আমার মনে হয় সবারই খারাপ লাগে। আর এটাই স্বাভাবিক প্রফিট করলে যেমন ভালো লাগার কথা তেমনি লস করলে খারাপ লাগারই কথা৷ তবে এই লস যখন রিকোভার করে আবার লাভের মুখ দেখা যায় তখন আবার অনেক ভালো লাগে।
-
ফরেক্স এ আমি এর আগে বা এখনো কোন প্রকার রিয়েল ট্রেড করিনি তাই আমার সঠিক জানা নেই যে লস হলে কেমন লাগে নিজের কাছে । কেনান লস লাভ কোনটার শিকার এখনো আমি হয়নি । তাই যারা জানেন তাদের উদ্দেশ্য করে বলছি যে জানাবেন ।