যেকোন ব্যাবসা করার পুর্বে তার একটা সঠিক পরিকল্পনা দরকার। আপনি ব্যাবসাটা কিভাবে পরিচালনা করবেন কিভাবে আপনি সামনের দিকে আগাবেন, কত পার্সেন্ট প্রফিট নিবেন এ সবই আপনাকে একটা পরিকল্পনার ভিতরে রাখতে হবে। এরপর আপনাকে দেখতে হবে আপনার পরিকল্পনা কতটা কার্যকর যদি ভালো কার্যকরী হয় তাহলে ভালো আর কার্যকর না হলে নতুন করে পরিকল্পনা করে নিতে হবে যতদিন না সফল একটা পরিকল্পনা দাড় করানো যায় ততদিন চেষ্টা করে যেতে হবে।