-
ফরেক্স এমন একটি মার্কেটে এখানে প্রথমে যারা আসে তারা সবাই সফলতা লাভ করার চিন্তা করে আসে কিন্তু বেশির ভাগ ট্রেডার ফরেক্স এ আসার পরে ঝড়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে দক্ষ ও অভিজ্ঞতা না থাকার জন্য। বিশেষ করে অনভিজ্ঞ ট্রেডাররা ফরেক্স মার্কেটে কখনও সফলতা লাভ করতে পারবে না বরং নিজের বিনিয়োগকৃত ব্যালেন্স শূন্য করে চলে যেতে বাধ্য হবে। কেননা তারা মার্কেটে কোন ধরনের ট্রেডিং কৌশল না শিখে শুধু মাত্র লাভের কথা ভেবে লোভ করে ওভার ট্রেডার করার ফলে ফরেক্স থেকে চলে যেতে বাধ্য হয়। অতএব এই মার্কেটে ভাল সফলতা পেতে চাইলে আপনাকে সঠিকভাবে কৌশলগুলো শিখতে হবে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এছাড়াও ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনাকে সকল ধরনের দক্ষতা অর্জনে অভিজ্ঞ হতে হবে। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে *একসময় সফলতা ভোগ করতে হবে। তবে ধৈর্য্য সহকারে মার্কেটে টিকে থাকার মত মন মানসিকতা থাকতে হবে।
-
ফরেক্স এ সফল হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ডেমো প্রাকটিস করতে হবে। কারন যত বেশি ডেমো প্রাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ফরেক্স এ দক্ষ হলে আপনি ফরেক্স থেকে সফল হতে পারবেন।
-
মার্কেটে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আমাদের ধৈর্য্যের সহিত কাজ করতে হবে । যে যত বেশ মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত লোভ , লিভারেজ , ভলিউম ইত্যাদি আমরা নিয়ন্ত্রনে রাখব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । আমরা সব সময় মার্কেট অনুশীলন করার চেষ্টা করব ।
-
খুব অল্প সংখ্যাক মানুষে এখানে সফলতা লাভ করতে পারে । আসলে সফলতা হল এমন একটা বিষয় যেটা রাতারাতি অর্জিত করা যায় না । তবে পরিশ্রম এবং কঠোর সাধনার মধ্য দিয়েই এটাকে অর্জন করতে হয় । ফরেক্স মার্কেটে সফল হতে হলে ফরেক্স নিয়ে বেশি পরিমাণে গবেষণা করার কোন বিকল্প নেই ।
-
ফরেক্সে সফল হওয়ার জন্য অনেক ধরনের মাধ্যেম আছে যা আমরা এইগুলো মেনে চললে ফরেক্স এ সাফল্য পেতে পারব। আর সে গুলো হলঃ- ফরেক্স এ জ্ঞান ও দক্ষতা দিয়ে ট্টেড করা। ফরেক্স এর এনালাইসিস করে ভল ব্রোকারে ট্টেড করা। মানি মেনেজ মেনে চলা। লোভ ত্যাগ করে ধৈর্য্য ধরে ফরেক্স এ কাজ করা।
-
আমি প্রথমেই বলবো নিযেকে দক্ষ করতে হলে প্রথমে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আর ফরেক্সে সফল হতে হলে আপনাকে কয়েকটি বিষয় লক্ষ রাখতে হবে। এখানে সফলতা লাভের অন্যতম উপায় হল নিজেকে দক্ষ করা। আর আমি মনে করি ফরেক্স একটা স্বাধীন এবং মুক্ত পেশা। এখানে আপনি আপনার যত বেশি দক্ষতা দেখাতে পারবেন ততই সফল হবেন। আর নিযেকে দক্ষ করার আসলে কোন নিদ্দিষ্ট সীমা নেই এখানে। ধন্যবাদ
-
ফরেক্স এ সফল হওয়া অনেক কঠিন তবে ফরেক্স এ চাইলেই আমরা সফল হতে পারি তার জন্য আমাদের ফরেক্স এর সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তার পর আমাদের ফরেক্স এ ডেমো ট্রেড করতে হবে । ভাল করে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করার পর ফরেক্স এ রিয়েল ট্রেড করে সাফল্য অর্জন করা যাবে
-
এখানে সফলতা লাভের অন্যতম উপায় হল বেশি করে নিজেকে দক্ষ করাএর কারন হল,ফরেক্স,ফরেক্স একটা স্বাধীন এবং মুক্ত পেশা যার দক্ষ করার আসলে কোন নিদ্দিষ্ট সীমা নেইতাই,এখানে সফলতা লাভের অন্যতম উপায় হল বেশি করে নিজেকে দক্ষ করা
-
নতুন অবস্থায় আমারা সবাই অনভিজ্ঞ হয়ে থাকি,তাই শুধু সাজেশন আর সাজেশন খুজি আসলে আপনা সব থেকে ভাল হবে কোন দক্ষ টেডার খুজে বের করা। আপনি বল্গ পড়ে শিখতে চাইলে অনেক সময় লেগে যাবে।সব থেকে ভাল উপায় হবে,ফোরামের দক্ষ ঢেডারদের সাহায্য নেওয়া বা তাদের পরামশ নেওয়া।আপনি আপনার পবলেম গুলো ফোরাম পোষ্ট করবেন, ফোরামের অভিজ্ঞ টেডাররা আপনাকে তাদের মতা মত শেয়ার করবে তাতে আপনার অনেক সুবিধা হবে ফরেক্স পরিচালনায়।ধন্যবা
-
ফরেক্সে কিভাবে সফল হওয়া যায় এর জন্য অনেকেই অনেক ধরনের আইডিয়া বা করণীয় কি এ বিষয়ে অনেক বিস্তারিত বলেছেন । তাই আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না , শুধু আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি তা হল প্রচুর শেখা , ফরেক্স করার কিছু প্রাথমিক নিয়ম রয়েছে সেগুলো অন্ধের মত অনুসরণ করা এবং সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে জরুরী তা হল ধৈর্যের সহিত প্রতিনিয়ত ফরেক্স করে যাওয়া । শুধু ধৈর্যের সহিত লেগে থাকতে পারলে আসলে যে কোন ব্যবসাতেই সফল হওয়া সম্ভব ।