আপনি যাই বিনিয়োগ করুন না কেন যত বেশি রিস্ক তত বেশি লাভ। কিন্তু রিস্ক বেশি নিলে লস বেশি হতে পারে। তািই কম রিস্ক নেওয়াই ভালো। মাত্র ১০০ ডলার বিনিয়োগ করে বেশি লাভ করা যাবে না। ব্যালেন্স এর ২০% প্রফিট করতে পারলে একাউন্ট এর জন্য নিরাপদ। এর বেশি করতে গেলে রিস্ক বেশি বেড়ে যায়।