-
।তাই আমি মনে করি ফরেক্স একটি উজ্জ্বল নক্ষএ কারন ফরেক্স থেকে সহজে টাকা আয় করা যায়। আর তখনই আপনার ফরেক্স এক অতি উজ্জ্বল নক্ষএ হয়ে জলে উথবে।তাই আমি মনে করি ফরেক্স একটি উজ্জ্বল নক্ষএ কারন ফরেক্স থেকে সহজে টাকা আয় করা যায়। ফরেক্স থেকে শিক্ষা নিতে হবে।জ্ঞ্যানী হতে হবে।অভিজ্ঞ হতে হবে।কোশলী ট্রেডার হতে হবে আর পরিশ্রম করে তার পর আপনি লাভ করে নিজের ভবিষত উজ্জল করতে পারেন বলে আমি মনে করি। আমার ভাই ওবোন মামা চাচা সকলে ফরেক্স এ কাজ করে তারা তাদের জীবনে পরিবতন আনতে পেরেচেন।
-
হ্যা যারা ফরেক্স কে ভাল ভাবে বেচে নিয়ে কাজ করতে চাই তাদের জন্য ফরেক্স ব্যবসা অবসস্যাই ভাল আর যারা ফরেক্সকে ভাল ব্যবসা মনে করে না তাদের জন্য কোন উজ্জ্বল নক্ষত্র না কেন না তারা তো ফরেক্স কে ভাল মনে করে না।আসলে ফরেক্স এমন একটি ব্যবসা বা পেশা কিছু সময় ধরে কাজ করতে পারলে জীবনে অনেক কিছু করা যাবে যা হয়ত কখনও কল্পনা করা যায়।শুদু ফরেক্স করতে মনোযোগ প্রয়োজন।
-
হ্যা তখনই ফরেক্স একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে দাড়াবে যখন আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে অভিজ্ঞতা অর্জন করবেন এবং অধিক লাভবান হবেন। যখন আপনি ফরেক্স কে কাজে লাগিয়ে ফরেক্স কে পেশা হিসেবে নিবেন। তখন ফরেক্স কে একটি উজ্জ্বল নক্ষত্র মনে হবে। কারণ ফরেক্স ব্যবসা দিয়ে অধিক টাকা ইনকাম করতে পারবেন।
-
হ্যা ,ফরেক্স একটি উজ্বল নক্ষত্র । কারণ ফরেক্সের মাধ্যমে মানুষ তার উজ্বল নক্ষত্রের সন্ধান পায় । এই ফরেক্সই পারে একজন ব্যক্তির মনের আশা পূরণ করতে । যদি কেউ নিজের ভাগ্যোন্নতি করতে চায় সে যেন এই ফরেক্স ব্যবসায় মনোনিবেশ করে । ফরেক্স ব্যবসা দ্বারা অনেক মানুষ আজ এত উন্নত । তারা নিজেদেরকে এই ফরেক্সের মাধ্যমেই প্রতিষ্ঠিত করেছে । সহ্য , ধৈর্য , জ্ঞান , বুদ্ধি , কৌশল খাটিয়ে তারা তাদের লক্ষ্য বস্তুতে পেরেছে ।
-
আপনি যদি নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে ফরেক্সকে আপনি সারাজীবন মনে রাখবেন,কারন ফরেক্স থেকে আপনি এত কিছু পাবেন যে তা অন্য কোন ব্যবসা থেকে পাবেন না।
-
ফরেক্স মাকেটে আপনি যদি সফল হতে না পারেন বেশীর ভাগ সময়ই আপনার লস হয় তাহলে আপনার কাছে ফরেক্স উজ্বল নক্ষএ না হয়ে সবচেয়ে বিরক্তিকর মনে হবে।আর যদি আপনি ফরেক্স মাকেটে ট্রেড করে সফল হতে পারেন তাহলে আপনার কাছে ফরেক্স উজ্বল নক্ষএ মনে হবে।ধন্যবাদ
-
ফরেক্স আমাদের জন্য একটা ভাল কাজ এ কাজের জন্য আমাদের জীবনকে উপরে নিয়ে যায় এ কাজ করে অনেক মানুষ লাভবান হসছেচ জারা আগে গরীব ছিল তারা এখন দনি হয়েছে তাই আমাদের এ কাজ ভাল পর্যায়ে নিয়ে যায়। পথমে এ কাজ জানতে হবে তারপর এ কাজ করতে হবে তাছাড়া ভাল ইনকাম করা যাবে না। তাই ভাল ইনকাম করতে হলে আগে ভালভাবে জানতে হবে। এ কাজ করতে পাড়লে সামনে ভাল ইনকাম করা যাবে ভবিষ্যৎ ভাল হবে।
-
প্রতিটা জিনিসেরই নেগেটিভ এবং পজিটিভ সাইড রয়েছে, ফরেক্সের খেত্রেও একই বিষয়।
-
হা,আমার মতে ফরেক্স একটি উজ্জ্বল নক্ষত্র।কেননা ফরেক্স কে যদি আপনি লস থেকে সরিয়ে লাভের দিকে নিতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য উজ্জ্বল নক্ষএ।আপনার যদি ফরেক্স সম্পরকে কনো ধারনা না থাকে তাহলে আপনার উজ্জ্বল নক্ষএ আর উজ্জ্বল থাকবে না।ফরেক্স তখনে উজ্জ্বল হবে যখন আপনি ফরেক্সকে একটা ভাল কাজে লাগাতে পারবেন।আর তখনই আপনার ফরেক্স এক্তি উজ্জ্বল নক্ষএ হয়ে জলে উথবে।তাই আমি মনে করি ফরেক্স একটি উজ্জ্বল নক্ষএ কারন ফরেক্স থেকে সহজে টাকা আয় করা যায়।
-
আপনি বেশ ভালই বলেছেন ঠিক তাই আমি ও মনে করি যে ফরেক্স আসলেই ভাল আয়ের ক্ষেত্রে একটি উজ্বল নক্ষত্র।তবে সেই নক্ষত্রের আলোক রশিতে আপনিও আপনার জীবন আলোকিত করে নিতে পারবেন যদি কিনা আপনি যথাযথো ভাবে ফরেক্স ট্রেডিংয়ের কেৌশলগুলো নিজের মধ্যে আয়েত্ব করে নিতে পারেন।