একটা প্রবাদ আছে, "যে গরু দুধ দেয় তার লাথি ও ভাল" । ফরেক্স এ যদি কেউ ট্রেডিং করতে পারে তাহলে সে ফরেক্গস কে না ভালবেসে পারবে না। কারণ ফরেক্স আপনাকে প্রচুর পরিমাণ টাকা দিবে। ঘরে বসেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তাই ফরেক্স কে না ভালবেসে থাকা যায় না।
Printable View
একটা প্রবাদ আছে, "যে গরু দুধ দেয় তার লাথি ও ভাল" । ফরেক্স এ যদি কেউ ট্রেডিং করতে পারে তাহলে সে ফরেক্গস কে না ভালবেসে পারবে না। কারণ ফরেক্স আপনাকে প্রচুর পরিমাণ টাকা দিবে। ঘরে বসেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তাই ফরেক্স কে না ভালবেসে থাকা যায় না।
ভাই ফরেক্স মার্কেট এ আসার পর ফরেক্স মার্কেট সম্পর্কে জানলাম এবং বর্তমানে ফরেক্স নিয়ে আচি। আসা আচে ফরেক্স মার্কেট টা কে আমার জিবনের একটি অংস হিসেবে নিব। কারন ফরেক্স মার্কেট থেকে আমি অনেক কিছু শিখেচি। এবং আসা আছে আর বেসি করে ফরেক্স মার্কেট গেয়ান অর্জন করব।এবং পরবর্তীতে ফরেক্স মার্কেট থেক আমার আয় করব। তাই এক্কতাই বলতে গেলে ফরেক্স মার্কেট টাকে আমি অনেক বেসি ভালবাসি।
ফরেক্সকে আমি অনেকটা ভালবাসি কারন আমি মনে করি ফরেক্সের মাধ্যমে আয়ের সাথে সাথে আমি আর একটি জিনিস শিখছি আর তা হল নিয়মাবর্তিতা/ডিসিপ্লিন।ফরেক্স হল একটি পরিচ্ছন্ন মার্কেট প্লেস এখানে অাপনি তখনি ভাল ভাবে টিকে থাকতে পরবেন যখন আপনি ফরেক্সের সকল নিয়মাবর্তিতাকে পরিপূর্ন ভাবে নিজের ভেতর লালন এবং তা যথাযথোভাবে পালন করতে পারবেন।
ফরেক্স কে আসলে ভাল বাসার কিছু নেই। নিয়ম মেনে মার্কেট সেন্টিমেন্ট কে রেসপেক্ট করে ট্রেড করুন। সফলতা পাবেনই। ফরেক্সকে নয় আপনার সিস্টেমকে ভাল বাসুন। আপনার আবেগ এবং অনুভুতিকে ভাল বাসেন । সব শেষে একটা কথা ফরেক্স কোন ছেলে খেলা নয় তাই জেনেবুজে মার্কেটএ প্রবেশ করুন।
ফরেক্স মানে একটা ব্যাবসাকে বুজায় সবাই তার ব্যাবসাকে ভালবাসে আমিও তেমনি এটাকে আমার ব্যাবসা মনে করে খুব ভালবাসি । কারন কোন কিছুকে ভাল না বাসলে তার কাছ থেকে কিছু আসা করা যায় না তাই ভালবেসে কাজ করলে তার কাছ থেকে কিছু আসা করা যায় । আমি ফরেক্সকে অনেক ভালবাসি তাই আমি অনেকটা সময় এখানে কাটাতে চাই, চাই এটা সম্পর্কে জানতে এটা থেকে আমরা অনেল লাভবান হতে পারি তাই এটাকে ভালবেসে কাজ করা আমাদের প্রত্যেকের দরকার।
ফরেক্স বিজনেসে এসে আমি নিজেকে বদলে নিয়েছি অনেক তাই আমি ফরেক্স কে অনেক বালবাশি অনাক আমি বুজাতে পারব না। আর আরেক টি বিষয় আমি একজন ছাত্র তাই ফরেক্স মার্কেটে আমি খুব বেশি একটা সময় দিতে পারিনা এটা আমার জন্য কুব দুকের।আর আমি আশা বাদি জে আমি আমার ফ্রী সময় গুলু ফরেক্স এ লাগাব ইনশাল্লাহ।
ফরেক্স কে কত ভালবাসি জানি না কারন ফরেক্স ট্রেডিং করে আমি ইনকাম করতে পারি তাই আমি গুরুত্ত দেই ফরেক্স ট্রেডিং কে এটা ভাল বাসা না এটা শুধু কাজ কে সম্মান করা আর কিছু না। আমি কাজ কে সম্মান করি কিন্তু ভাল বাসি না। তাই আমি ফরেক্স কে সম্মান করি কিন্তু ভালবাসি না।
আপনি যে কাজই করুন না কেন সে কাজের প্রতি আপনার যদি ভালবাসা না থাকে তবে সে কাজে আপনি কখনোই সফল হতে পারবেন না ঠিক একইভাবে আপনি যদি একজন ট্রেডার হন তবে আপনাকে অবশ্যেই ফরেক্সকে ভালবাসতে হবে কারণ কোন কাজ এর প্রতি ভালবাসা থাকলে সে কাজে দ্রুত সফলতা লাভ করা যায় তাই ফরেক্সকে ভালবাসুন এবং এতে করে ফরেক্স আপনাকে ভালো কিছু উপহার দিবে
ফরেক্সকে আমি অনেক ভালোবাসি এবং অনেক বেশি পছন্দ করি। ফরেক্স ব্যবসা করে আমি জীবনধারণ করি এটি আমার আয়ের উৎস ফরেক্স ব্যবসায়ের মাধ্যমে আমি অনেক সহজে উপার্জন করতে পারি তাই আমি ফরেক্সকে এত ভালোবাসি। আমি ফরেক্স ব্যবসা করে সুন্দর ভাবে জীবনযাপন করতে পারছি।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা বিনা পুজিতে ট্রেড বা বিজনেস কোরতে পারি। ফরেক্স মার্কেট এ আমরা সারাদিন ট্রেড কোরতে পারি এবং ফরেক্স মার্কেট থেকে আমরা আনলিমিটেড আয় কোরতে পারি। তাই আমরা ফরেক্স মার্কেট কে অনেক ভালবাসি । ফরেক্স মার্কেট কে কতটুকু ভালবাসি তার কোন হিসেব আমার কচে নেই। ফরেক্স মার্কেট কে আমি আমার জীবনের একটি অংশ হিসেবে নিয়েচি তাই ফরেক্স কে ভালবাসি।