-
হ্যা পারবেন কোন সমস্যাই হবে না। কারন আপনি সারা মাস ধরে ফোরাম পোস্ট করে পার পোস্ট হিসেবে ২০ সেন্ট করে প্রত্যেকটা পোস্টের টাকা একবারে মাস শেষে আপনার ট্রেডিং একাউন্টে গিয়ে সরাসরি জমা হয়ে যাবে। এবং সেই বোনাসের টাকা দিয়েই আপনি রিয়েল একাউন্টে ট্রেড করতে পারবেন, এবং প্রফিটের টাকাও তুলতে পারবেন।
-
ফরেক্সে আমি বোনাস দিয়ে আগেও ট্রেড করেছি এখনও করছি। মুলত রিয়াল ট্রেডের পাশাপাশি ফোরামে কাজ করি এতে করে আমার ফরেক্স সম্পর্কে জ্ঞানও বাড়ে এবং ফোরাম থেকে একটা বাড়তি আয়ও হয় এবং ফরেক্স সম্পর্কে অনেক ভালো ট্রেডাররা পরামর্শ দেন।
-
হ্যা আপনি অবশ্যই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন,শুধু বোনাস টেন্সেফার বা উঠানো যায়না কারণ বোনাস পাওয়া যাবে তাদের যারা নতুন এবং বোনাস দিয়ে যদি ট্রেড করে প্রফিট করতে পারেন তাহলে আপনি বোনাসের প্রফিট ও তুলতে পারেন কিন্তু শর্তসাপেক্ষা অনুযায়ী, এ বোনাস হয়তো হতে পারে নিজের এবং পরিবারের জন্য আর্থিক সহায়াতা তাই এ সুজোগ হারানো উচিৎ হবেনা ।
-
Online it এর সাথে আমিও একমত। রিয়েল এ্যাকাউন্ট আর ফোরাম বোনাস এ্যাকাউন্টের মধ্যে কোন পার্থক্য নাই। আপনি রিয়েল এ্যাকাউন্টে যে সকল সুবিধা পেয়ে থাকেন তার সব সুবিধাই আপনি ফোরাম বোনাস এ্যাকাউন্টে পাবেন। আপনি সব কারেন্সিই ট্রেড করতে পারবেন। কোন প্রকার ইনিভেষ্ট এর প্রয়োজন হবে না। শুধু পার্থক্য এতটুকুই যে আপনি আপনার বোনাস এর টাকা তুলতে পারবেন না।
-
আমরা বোনাস দিয়ে ট্রেড করতে পারব এবং ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট উত্তোলন করতে পারব। শুধুমাত্র বোনাস উত্তোলন করতে পারব না কারণ এই বোনাস উত্তোলন যোগ্য নয়। ওইটা আমাদের মূলধন। ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং এর বিনিময়ে আমরা যে পোস্টিং বোনাস অর্জন করি তা শুধুমাত্র ট্রেডিং করার জন্য। ট্রেডিং ব্যতীত অন্য কোন কাজে এই বোনাস আমরা ব্যবহার করতে পারব না। তবে ট্রেডিং থেকে প্রাপ্ত সকল প্রফিট উত্তোলন করতে পারব। ফরেক্স বাংলা ফোরাম থেকে পোস্টিং বোনাস পেতে হলে একাউন্টের সাথে আপনার ট্রেডিং একাউন্ট অবশ্যই যুক্ত করতে হবে। অন্যথায় ফোরামে পোস্ট করলেও আপনি পোস্টিং বোনাস থেকে বাদ পড়ে যাবেন।
-
জ্বী পারবেন।সেইজন্য আপনাকে ফোরাম লিংক দিয়ে একটি রিয়েল একাউন্ট খুলতে হবে।তারপর সে একাউন্ট ফোরামে এড করতে হবে।আর আপনার বোনাস যখন মূল একাউন্টে দিয়ে দিবে,তখন আপনি ট্রেড করতে পারবেন।
-
আমি এই ফোরামের সকল সেকশনেই কাজ করি। তব এ সবচেয়ে বেশি কাজ করি ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা সেগমেন্টে কারন এখানেই বেশি ট্রেডারের আনাগোনা থাকে। এখানেই অনেক বেশি থ্রেড আছে। তাই আমিও ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা সেকশনে বেশি ঘোরাঘুরি করি। এখানেই বেশি পোস্ট করে থাকি।
-
হ্যাঁ, আপনি অবশ্যই ফোরামের বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ফরেক্স মার্কেটের লাইভ ট্রেডিং করতে পারবেন। শুধুমাত্র লাইভ ট্রেডিং নয় ট্রেডিং করে যদি কোন প্রফিট করতে পারেন তাহলে সেই প্রফিট উইথড্র দেওয়ার মাধ্যমে তুলতে পারবেন।কারন আমি নিজে কোন প্রকার মূলধন ডিপোজিট না করে ফোরামের দেওয়া বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং করে থাকি এবং ট্রেডিং করে প্রফিট করা ডলার উইথড্র করার মাধ্যমে তুলতে পেরেছি।
-
হ্যা, ভাই আপনি ফোরামের পোষ্ট বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে পারবেন।আমি ফোরামের বোনাস দিয়ে রিয়েল ট্রেড শুুরুু করেছি।ইন্সা ফরেক্স ব্রোকার অনেক ভালো এখানে আপনি কোন বিনিয়োগ চাড়াও রিয়েল ট্রেড করতে পারবেন।
-
আমার মত অনুসারে আপনাকে কিঠু না হলেও ১ মাস খুব ভাল ভাবে ডেমো ট্রেডিং করতে হবে। তবে মনে রাকবে নশুধু ডেমো তে ট্রেডিং করলেই হবেনা ঠিক যত ডলার আপনার রিয়েল অ্যাকাউন্টে নেবার সামর্থ আছে ঠিক ঐ পরিমান টাকাই আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে নেবেন এবং রিয়েল মত কোরে ট্রেডিং করবেন।