ফরেক্স বিসনেস করার জন্য কোন বয়স শীমা নির্ধারন নেই। সুস্থ স্বাভাবিক সকল বয়সেই ফরেক্স বিসনেস করার সুযোগ আছে।
Printable View
ফরেক্স বিসনেস করার জন্য কোন বয়স শীমা নির্ধারন নেই। সুস্থ স্বাভাবিক সকল বয়সেই ফরেক্স বিসনেস করার সুযোগ আছে।
ফরেক্স বাবসা যেকেউ করতে পারেন। নির্দিষ্ট বয়স উল্লেখ করা নেই। কিন্তু এতে তাকে মার্কেট বুঝতে হবে। ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। পরিশ্রমী হতে হবে। কিন্তু ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর বুদ্ধি এবং ফরেক্স জ্ঞান থাকতে হবে। ধন্যবাদ
ফরেক্স বেবসা শুরু করতে হলে বয়স লাগে না এ কথাটা ঠিক না কারন একটা ১৪/ ১৫ বছরের করো পক্ষে ফরেক্স ভাল করে তেরেদ করতে পারার কথা না। ফ্রএক্স তেরেদ করতে হলে অনেক পরা শুনা করতে হয় বেশ কিছু দিন ( ৭/ ৮ মাস) ডেমো হিসাবে তেরেদ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। অভিজ্ঞতা ছাড়া ফ্রএক্স তেরেদ করে কোন প্রফিত করা যাবে না। তাই যে বয়সে এগুলো আয়ত্ত করতে পারবে তখন থেকে যে কেও এ বেবসা শুরু করতে পারবে বলে আমার ধারণা।
ফরেক্স ব্যবসা যেকোনো বয়সের লোক ফরেক্স মার্কেট ট্রেড করতে পারে।ফরেক্স ব্যবসা বয়স নিয়ে বিবেচনা করা হয় না।যারা ফরেক্স ব্যবসা অবিজ্ঞ শুধু মাত্র তারাই ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করে থাকে।ফরেক্স মার্কেট নির্ভর করে আপনার দক্ষতা এবং অবিজ্ঞতার উপর।তাই ফরেক্স বিজনেস বয়সের কোন সীমানেই বলে আমার মনে হয়।
হ্যা আমি মনে করি বয়সের একটা ব্যপার অবশ্যই আছে। কারন আজকাল বাচ্চা রাও ফেইসবুক চালায়, তাই বলে সেও কি ট্রেডিং করতে পারবে?হয়ত শিখলে পারবে। কিন্ত এখানে কিছু নিয়মকানুন, সেন্টিমেন্তাল ব্যপার রয়েছে। আর এগুলো পরিপক্ক বয়স না হলে তৈরি হয় না।
ফরেক্স ব্যবসায় বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই । যে ফরেক্স ব্যবসা বুঝতে পারে সে তা করতে পারে। ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে কৌশলী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে। এই ব্যবসায় বয়স কোন বিষয় না, ফরেক্সে পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।
সকল প্রকার বয়সেই একজন ভাল ফরেক্স ট্রেডার হতে পারেন তো তার জন্য কোন প্রকার বয়সের সিমা বদ্ধতা নেই এবং যে কোন প্রকার পেশার মানুষেরা এই ব্যবসাতে অংশ গ্রহন করে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে পারে। তাই আমি মনে করি কোন বয়সই বাধা সৃষ্টি করতে পারে না ফরেক্স ট্রেডিং এর ব্যবাস করতে।
আমি মনে করি ফরেক্স বিসনেস এ বয়স এর সীমা আছে আর সেটা হলো 18 বছর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কারন ফরেক্স ব্যবসায় যদি 18 বছরের *নিচে হয় তাহলে তার অনেক সমস্যা হতে পারে সে ঠিক মত বুঝবে না সাথা দিন ফরেক্স এর সাথে থাকতে ইচ্ছা করবেনা। আর বৃদ্ধ বয়সে মাথা ঠিক মত কাজ করে না অনেক কিছু মনেও থাকে না আর ফরেক্স ব্যবসায় আসল হল মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করা। তা্ই আমার মতে বৃদ্ধ কালে ফরেক্স ব্যবসা না করাই ভাল বলে আমি মনে করি।
ফরেক্স ব্যাবসায় বয়সের কোন সিমা নাই। যাহারা অন লাইন ব্যাবসা সম্বন্ধে জানে তারা সবাই ফরেক্স ব্যাবসা করতে পারেন। তাতে বয়সের কোন সীমা বদ্ধতা নাই। এ কারনেই ফরেক্স করার জন্য কোন বয়স লাগেনা।
না ফরেক্স এর বয়সেরই শুধু বয়সের কোন সীমা নাই আর অন্য সব কাজে বয়সের সীমা আছে বলে আমি মনে করি তাই আপনি অনায়াসে ফরেক্স করতে পারনে এবং এই ফরেক্স মূলত যে ভালো বুঝে সেই করতে পারে আর যে বুঝেনা সে করতে পারেনা। আরে এই ফরেক্স করতে হলে আপনাকে কনেক পরিশ্রম করতে হবে প্রথম দিকে তাহলে আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন তাছাড়া আপনি সাফল্যতা অর্জণ করতে পারবেন না।