-
ফরেক্স শুধু মাত্র আয়ের উৎস হিসেবে কাজ করে না, ফরেক্স ট্রেড করলে আপনি খুব ভাল বৈদেশিক মুদ্রার বিভিন্ন কিছুর সম্পর্কে অবগত হতে পারবেন। ফরেক্স ট্রেডিং এ আপনি আন্তর্জাতিক বাবসার সদস্য হতে পারেন। তাই আমি বলব, ফরেক্স শুধু আয়ের উৎস হতে পারে না, ফরেক্স ট্রেড করলে অনেক কিছু শেখা যায় জানা যায়। ধন্যবাদ:bravo:
-
ফরেক্সে ট্রেড করা মানে আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা করবেন। ফরেক্সে ট্রেড করার সময় আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা গুলোর খোঁজ খবর রাখতে হয়, নিউজ সম্পর্কে খোঁজ রাখতে হয়, টেকনিকালি এনালাইসিস করতে হয়। তাই আমরা বলতে পারি, ফরেক্স শুধু আয়ের উৎস নয় ট্রেডারদের জ্ঞানের পরিধি বিশাল করতে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ধন্যবাদ
-
মোঃ আনোয়ার হোসেন
ফরেক্স আসলে শুধু অ্যায়ের উৎস ভাবলে কিছুটা ভুল হবে ,কারন এখান থেকে আমরা শুধু আয় করব তা কিন্তু না ,আমারা এখান থেকে অনলাইন বিজনিস সম্পর্কে ভাল ধারনা লাভ করতে পারব যা অনেক উপকার হবে, তবে এর জন্য অবশ্যই আপনাকে সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
-
না ফরেক্স শুধু আয়ের উৎস না। ফরেক্সে ট্রেড করলে আপনি অনেক কিছু অর্থাৎ আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার খবরাখবর জানা ও বোঝা যায়। তাই আমি মনে করি ফরেক্স মার্কেট অনুশীলন করলে উপার্জন ছাড়া আরও অনেক কিছুই শেখা যায়। ধন্যবাদ
-
আপনি অবসসই একটি বাবাশা সিখছেন এর মনে রাখবেন সেখার কোন বয়শ নাই । এর ফরেক্স কক্ষনও উরা যাবে না । আপনি এমন একটি জায়গায় আচেন যেখানে ভবিশত এবং অতিত এর পারথক্ক হয়। আতি একটি বাবশা ।
-
ফরেক্স বিজনেস অনেক ভাল একটা বিজনেস। কারন আপনি ঘরে বসেই ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে। আর আমার মনে হয় ফরেক্স শেখাটা খুব একটা কঠিন কাজ নয়। আপনি এই ফোরামের সব গুলো ভালভাবে পরেন আর বেশি বেশি ডেমো ট্রেড করুন। তাহলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক ভালভাবে জানতে পারবেন। ফরেক্স করতে হলে অবশ্যই আপনার ধৈয থাকতে হবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাবসা। ফরেক্সে ট্রেড করলে আপনি বৈদেশিক মুদ্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে অনেক ভাল ধারণা হবে। তাই আমরা বলতে পারি ফরেক্স শুধু আয়ের উৎস নয়। ধন্যবাদ
-
হা হা হা আমরা ব্যবসা করিই আয় করার জন্য। আমরা চাই আমরা যে ব্যবসা টা করি সেটা যেন আমাদের আয়ের উৎস হয়। ফরেক্সে ট্রেড করি আমরা একই আশায়। আমরা চাই ফরেক্স আমাদের আয়ের উৎস হোক। কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায়। ফরেক্স শুধু আয়ের উৎসই নয়। এখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা সম্পর্কেও ধারনা পাই।
-
ফরেক্স একটা ইন্টারন্যাশনাল অন লাইন ব্যাবসা। যেহেতু এটি একটা ব্যাবসা সেহেতু ব্যাবসায় লাভ লস থাকে। আর এই ব্যাবসা একটু দেখে করতেপারলে এখান থেকে মোটামুটি ভাবেসফলতা আসবে। তবে আমার কাছে মনে হয় এটা একটা ইন্টারেষ্টিং ব্যাবসা। ফরেক্স করতে আমার কছর বেশ মজাই লাগে।
-
ফরেক্স শুধুই একটি আয়ের উৎস নয় । আমরা জানি যে, যেখানে লাভ আছে সেখানে লস অবশ্যই আছে । তবে আমরা সবাই চাই লস না করে লাভ করতে যা প্রায়ই অসম্ভব । তাই ফরেক্স মার্কেটও একটি লাভ ও লসের সমন্বয়ে তৈরি একটি বিশাল আধার । যেখানে শুধুই আয় নয়, বরং ব্যাপক ব্যায়ও হতে পারে ।