ফরেক্স আপনি একটা টার্গেট নিয়ে ্ওগতে পারেন। এতে লাভ কত সেটা বলা মুশকিল। কেননা মার্কেট আপনার প্রতিকূলে গেলে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন। আর এখানে নির্দিষ্ট পরিমান বলা যাবে না আপনি কত লাভ বা কত পিপ প্রফিট হতে পারে।
Printable View
ফরেক্স আপনি একটা টার্গেট নিয়ে ্ওগতে পারেন। এতে লাভ কত সেটা বলা মুশকিল। কেননা মার্কেট আপনার প্রতিকূলে গেলে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন। আর এখানে নির্দিষ্ট পরিমান বলা যাবে না আপনি কত লাভ বা কত পিপ প্রফিট হতে পারে।
ফরেক্স বিজনেস থেকে আপনি কত পার্সেন্ট লাভ করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা এবং ভালো দক্ষতার উপরে তাই আমাদের ফরেক্স শিখতে হবে অনেক ভালভাবে যেনো লাভ করতে গিয়ে যেনো শুন্য না হয়ে যায় এজন্ন মার্কেট কোনদিকে যাচ্ছে এসব বুঝেশুনে প্রফিট করা উচিৎ বাদবাকিটা আপনার কাজের উপরে নিরভর করবে বলে আমি মনে করি।
আমি সবসময় ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি তে ট্রেড করে থাকি। আমি সবসময় চিন্তা করি যে আমি সর্বমোট ৩০% প্রতিমাসে প্রফিট করব। কারণ, আমি জানি যে ফরেক্স মার্কেটে বেশি লোভ করলে তার পতন হয়। তাই আমি এত বেশি লোভ করি না।
ভাই একটা পেয়ার নিয়ে কাজ করেন, এখানে অনেক রাস্তা রয়েছে, তাই বেঁছে নিয়ে একটা রাস্তা দিয়ে চলার চেষ্টা করুন। একাধিক পেয়ার নিয়ে যদি কাজ করেন বা ট্রেড করেন তাহলে একটা সময় আসবে যখন কোনটাই আর পুরোপুরি আয়ত্বে আসবে না। সুতরাং একাধিক পেয়ার থেকে সামান্য কিছু পিপর্স কালেক্ট করার চেয়ে বরং একটা পেয়ারের একটা লাইন ধরে পথ চলার অভ্যাস করুন তাহলে ঐ এক জায়গা থেকে অনেক বেশি পরিমাণ উপার্জন কিংবা পিপর্স সংগ্রহ করতে পারবেন।
আসলে নিয়মিত প্রফিট করতে পারলে ১০% ই এনাফ। কারন একবার ভাবুন যখন আপনার ব্যালেন্স ১০০ হয় তাহলে ২০% মানে ২০ ডলার ৩০% মানে ৩০ ডলার। আবার একই ভাবে যদি ১০০০০ হাজার ডলারের একাউন্ট হয় তাহলে কিন্তু অনেক বেশি। আমি সবসময় বলে থাকি যদি আপনার বেশি ইনকাম দরকার হয় তারলে রিস্ক না বাড়িয়ে ব্যালেন্স বাড়াতে হবে।
ধরুন আপনার মাসে ২০০ ডলার ইনকাম দরকার। তাহলে কমপক্ষে ২০০০ ডলারের একাউন্ট থাকলে রিস্ক লেভেল অনেক কমে আসবে। চিন্তা করুন ২০০০ ডলারের ৩০% আসে ৬০০ ডলার। যদি এভাবেই নিয়মিত লাভ করতে যান তাহলে লসটাও কিন্তু সেরকম বড় হবে। তাই বরাবরের মতই বলব লাভ বেশি চাইলে ব্যালেন্স বাড়ান, রিস্ক নয়।
ফরেক্স মার্কেট থেকে প্রাপ্য প্রফিট নির্ভর করে ট্রেডার ট্রেডিং দক্ষতার উপর। আপনি যত দক্ষ আপনার লাভ করার সম্ভাবনাও তত বেশি। সাধারনত ফরেক্স মার্কেট থেকে ২০% লাভকে স্বাভাবিক লাভ হিসেবে ধরা হয়। তবে এর জন্য আগে আপনাকে দক্ষ হতে হবে।
আমার মতে আমি বলবো ফরেক্স বিজনেস থেকে আপনি কত পার্সেন্ট লাভ করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা এবং ভালো দক্ষতার উপরে তাই আমাদের ফরেক্স শিখতে হবে অনেক ভালভাবে যেনো লাভ করতে গিয়ে যেনো শুন্য না হয়ে যায় এজন্ন মার্কেট কোনদিকে যাচ্ছে এসব বুঝেশুনে প্রফিট করা উচিৎ বাদবাকিটা আপনার কাজের উপরে নির্ভর করবে।
ভাই ফরেক্স মার্কেট থেকে আমি মোটামুটি ভালই প্রফিট করছি কিন্তু অতীতের তুলনায় বর্তমানে অনেক ভাল প্রফিট করতে পারছি কেননা আগে আমি এই মার্কেট সম্পর্কে তেমন একটা বুঝতাম না এবং এর টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসগুলো সঠিকভাবে বুঝে উঠতে পারিনি বিধায় তখন ভালভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারতাম না। তবে এখন আমি ফরেক্স সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করি পাশাপাশি ডেমো ট্রেডিং পদ্ধতিটা নিয়মিত পরিচালনা করে আসছি। কারণ ডেমো ট্রেডিং দ্বারা আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠছি যার ফল আমি এখন প্রায় প্রতিটি ট্রেডেই সফলতা ভোগ করতে পারছি।
আসলে সঠিক ভাবে বলা যাবে না । ফরেক্স মার্কেট থেকে কত পারসেন্ট প্রফিট করতে চাই তা বলা যাবে না। আমি অবশ্যই চেষ্টা করি থাকি 100 ডলার প্রফিট করার । এটা আসলে নিজের উপর নির্ভরশীল হয়। ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক বেশী প্রফিট লাভ করা যাবে। তাই আগে বেশী করে জানতে হবে কিভাবে ভালো করে শিখা যায়। তাহলে অবশ্যই বেশী করে টাকা উপার্জন করা যাবে।
ফরেক্স থেকে আয় টা নির্ভর করে আসলে দক্ষতা এবং বিনিয়োগ এর উপর । আমি এখন তেমন একটা লাভ করতে পারি নাই । তবে ডেমোতে ভাল ট্রেড করছি । আশা করি ফরেক্স থেকে ভাল একটা ইনকাম করতে পারব।