-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা ঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ওভার ট্রেডের কারনেই আমাদের বেশির ভাগ সময় এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে থাকে। আর আমরা সাধারনত এই ওভার ট্রেড করি লোভের কারনেই। আপনি যদি লোভে না পড়ে ওভার ট্রেড না করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম। তবে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মাথা গরম হওয়ার কারনেই আমরা ওভার ট্রেড করে থাকি।
-
অভার ট্রেড ফরেক্স মার্কেটে একটি অভিসাব।অভার ট্রেড আমরা তখনি করি যখন আমরা লস করি।যখন আমরা স্বাভাবিক ভাবেই একটা বা তারোও বেশি ট্রেড লস করি।তখন আমরা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।তখন আমাদের মাথায় একটাই চিন্তা কিভাবে লস রিকভারির করবো।আর এই চিন্তা থেকেই লস রিকভারির করার জন্য অভার ট্রেড করতে থাকি যতখন না পর্যন্ত আমাদের একাউন্ট্ ফাকা না হয়ে যায়।
-
আসলে ওভার ট্রেড কখনও এই মার্কেটে বেশি দিন টিকে থাকা যাবে না। কারণ ওভার ট্রেড হচ্ছে লোকে একটা অংশ। এই মার্কেটে যে যত বেশি লোভ করবে সে তত বেশি এই মার্কেট থেকে চলে যেতে বাধ্য হবে। কারণ লোভ করে কখনও কেউ কোন দিন সফলতা অর্জন করতে পারেনি এবং পারবেও না। আশা করি আপনিও কখনও এই মার্কেটে লোভ না করে ট্রেড করুন এবং এই মার্কেট সম্পর্কে অধিক বেশি জ্ঞান অর্জন করুন। আর বেশি বেশি করে ফরেক্স নিউজ সম্পর্কে জ্ঞান অনুধাবন করুন। আশা করি তাহলে একদিন ভাল সফলতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
ট্রেড আপনার বেলেন্স জিরো করার প্রধান কারণ। আপনাকে মানিমেনেজমান্ট করতে হবে, আপনার বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করতে হবে৷ মার্কেট এন্টি থেকে ট্রেড নিতে হবে। মার্কেট ট্রেন্ড বুজতে হবে। প্রতিটি ট্রেড টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। ডেইলি প্রফিট আসলে মার্কেট থেকে সেই দিনের জন্য দুরে থাকা টায়ে উত্তম কাজ।নিজের আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে কতবার যে ওভার ট্রেডিং করে অ্যাকাউন্ট শূন্য করে ফেলেছে তার কোন হিসাব নেই । আসলে অভার ট্রেডিং এর কুফল যে কতটা খারাপ এটা আমরা যখন বাস্তবে অভিজ্ঞতা অর্জন করতে পারি তখন আমরাই বুঝতে পারি । আমরা সব সময় আমাদের লস রিকভার করার চিন্তায় থাকি আর এই লস রিকভার করতে গিয়ে যে আমরা খুব সহজে অভার ট্রেডিং এর ফাঁদে পা দেই , সেটা আমরা বুঝতে পারি না ।বুঝতে পারি যখন আমাদের অ্যাকাউন্ট মার্জিন কল খেয়ে শূন্য হয়ে পড়ে থাকে । তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই কয়েকটা ট্রেডে আপনার লস হতেই পারে সেজন্য লস পোশানোর ক্ষেত্রে কখনোই অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না । তখন আমাদের উচিত স্টপ লস ব্যবহার করা এবং ট্রেডিং থেকে বিরতি নেওয়া । পরবর্তীতে মার্কেটের অবস্থা দেখে লস রিকভার করার জন্য খুব ছোট ছোট লটে ট্রেডিং করা যেন রিস্ক এর পরিমাণ খুব কম থাকে ।
-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা ঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ওভার ট্রেডের কারনেই আমাদের বেশির ভাগ সময় এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে থাকে। আর আমরা সাধারনত এই ওভার ট্রেড করি লোভের কারনেই। আপনি যদি লোভে না পড়ে ওভার ট্রেড না করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম। তবে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মাথা গরম হওয়ার কারনেই আমরা ওভার ট্রেড করে থাকি।ওভার ট্রেড হলো এক সাথে অনেক গুলো ট্রড বসানো অর্থাৎ বাই বা সেল বসানো। এতে করে আপনার এনালাইসিস দুর্বল হয়ে যায়, মানিম্যানেজ ম্যান্ট করা কঠিন হয়ে যায়, যে কোন সময় ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা থাকে। এটি তখনই হয় যখন আপনি অতিরিক্ত লোভ করবেন, একদিনে কোটি পতি হতে চাইবেন। আসলে এটি সম্ভবনা, এই অভার ট্রেড ট্রেডারকে ভাল ভাবে ফকির বানাতে সাহায্য করে।
-
ফরেক্স এ যত সম্ভব ওভার ট্রেড থেকে বিরত থাকা দরকার। কারন আপনি হয়তো অনেক সময় বুঝতে পারবেন না যে আপনি কি কারনে লস করচ্ছেন ফরেক্স এ। মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মার্কেট এনালাইসিস না করে বা মার্কেট মুভমেন্ট না ধারণা নিয়ে একসাথে একাধিক ট্রেড ওপেন করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। তাই ফরেক্স মার্কেটে একাধিক ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত লোভ কোন কাজে ভালো ফলাফল এনে দিতে পারে না। তাই ফরেক্স মার্কেটে আমাদের সকলের উচিত অতিরিক্ত লোভ বা ওভার ট্রেড থেকে বিরত থাকা।
-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা ঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ওভার ট্রেডের কারনেই আমাদের বেশির ভাগ সময় এ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে থাকে। আর আমরা সাধারনত এই ওভার ট্রেড করি লোভের কারনেই। আপনি যদি লোভে না পড়ে ওভার ট্রেড না করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম। তবে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। মাথা গরম হওয়ার কারনেই আমরা ওভার ট্রেড করে থাকি।