স্টপ লস ও টেক প্রফিট টা সবাই ব্যবহার করেনা তবে আমার ব্যক্তিগত মতামত হল নিরাপদ ট্রেড করতে এবং লসের পরিমাণ কমাতে হলে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে হবে আমরা সব ট্রেডারই কম বেশি অনুমান করতে পারি যে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ? তবে অনেকে এটা ব্যবহার করতে চান না অতি লোভ করে কিংবা নিদ্দিষ্ট কছিু কারণে তবে আমি মনে করি এটা ব্যেবহার করার মাধ্যমে সবার লাভ হবে