বাস্তবে, যখন আমরা বাজারটি দেখি এবং এটি 1 দিনের জন্য সরে যায়, আমরা নীচের সমর্থন বিন্দুটিকে কল করি এবং উপরেরটিটিকে প্রতিরোধের পয়েন্ট বলা হয় আপনি যদি এইভাবে এবং ভাল উপায়ে বাণিজ্য করতে চান তবে আপনার বোঝার চেষ্টা করা উচিত প্রথম বাজার
Printable View
ভাই জন, তুমি ঠিক আছো, কিন্তু আমি বলবো যে তাকে অবশ্যই আমাদের নতুন বান্দা কাঁটা দিয়ে সাহায্য করতে হবে আর বাজারে যখন এমন খবর আসছে যখন বাজারে অনেক প্রতিরোধ গড়ে উঠেছে । আমরা হয় ভাল সঞ্চয় পাব বা করব ।
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুমান করে আমরা কাজ করব । অনেকটাই সফল আমার মতে, সেল বা বাই দিয়ে তিনি আয় করতে পারবেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে মার্কেট বুঝতে পারবেন । আমরা সর্বদা সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল মেনে চলার চেষ্টা করব ।
টেকনিক্যাল এনালাইসিস এর ক্ষেতে সবচেয়ে গুরুত্বপূর্ন ২টি মৌলিক ধারনা হচ্ছে সার্পেট এবং রেসিসটেন্স।সার্প ট হচ্ছে মার্কেট নিচে নেমে যে প্রাইসে আবার উপরে চলে গেছে।আর রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে।সাপোর্ট এবং রেসিসটেন্স এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কখন ট্রেডে ঢুকবেন এবং কখন বের হবেন।আপনি কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও কি পরিমান হবে।
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুমান করে আমরা কাজ করব । অনেকটাই সফল আমার মতে, সেল বা বাই দিয়ে তিনি আয় করতে পারবেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে মার্কেট বুঝতে পারবেন । আমরা সর্বদা সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল মেনে চলার চেষ্টা করব ।
সাপোর্ট এবং রেজিসট্যান্স ফরেক্স মার্কেট এ খুবই গুরুত্বপূর্ণ। যদি একজন ট্রেডার মার্কেট এ সঠিকভাবে সাপোর্ট এবং রেজিসট্যান্স নির্ধারন করতে পারে তাহলে সে সহেজেই মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবে। হাইয়ার টাইমফ্রেম গুলো দেখলে বুঝা যায় মার্কেট কোন জায়গা থেকে বাউন্স করে আসছে। সেই সব এরিয়া থেকে ট্রেড নিলেও প্রফিট করা যায়।
একটি কারেন্সির দর বা মূল্য কোন একটি নিদিষ্ট সময়ে সর্বনিম্ন যে পরিমান নেমে যায় তাকে ঐ কারেন্সির সাপোর্ট লেভেল বা প্রাইজ বরে আর সব্বোচ যে পরিমান উপরে দর বা পাইজ উঠে তাকে ঐ কারেন্সির রেজিস্ট্যান্স পাইজ বা লেভেল বলে অবিহিত করা হয় । অর্থনীতির ভাষায় যোগান এবং চাহিদার সমন্বয়ের রুপই হচ্ছে সাপোর্ট এবং রেসিসটেন্স । সাপোর্ট এবং রেসিসটেন্স এর উপর ভিত্তি করে কখন ট্রেড ওপেন করতে হবে এবং কখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে তা বোঝা যায় । ফরেক্স একটি অর্থ নির্ভর ব্যবসা তাই এই ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ ।
ফরেক্স মার্কেট হলো অর্থ নির্ভর মার্কেট। এখানে তিন ধরনের এনালাইসিস রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ন। এই টেকনিক্যাল এনালাইসিসের মাঝে সাপোর্ট এবং রেসিস্টেন্স দুটি মৌলিক ধারনা। সাধারণত সাপোর্ট এরিয়াতে থালে প্রাইস ঈঙ্ক্রেসিং আর রেসিস্তেণ্ট এরিয়া হলে প্রাইস ডিক্রেসিং নির্দেশ করে। এর থেকে আমরা ফরেক্স মার্কেট এর অবস্তা সম্পর্কে জানতে পারব এবং প্রপিট করবো।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমরা কয়োকটি বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখি তারমধ্যে অন্যতম সাপোর্ট ও রোজিস্টান্স। আমরা সাপোর্ট রেজিস্টান্স দেখে খুব সহজেই ট্রেড করতে পারি কারন যদি মেজর সাপোর্ট বা রেজিস্টান্সে পৌছায় তবে সেটা খুব সহজে ব্রেক করতে পারে না তাই বেশিরভাগ ট্রেডেই প্রফিট করা সম্ভব হয় বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন ধরনের এনালাইসিস এর সমন্বয়ে ট্রেড করি। সাপোর্ট এবং রেসিস্টেন্ট এরিয়া বলতে আমরা বুজি প্রাইস ইঙ্ক্রেসিং বা প্রাইস ডিক্রেসিং এর অবস্তা। সাপোর্ট এরিয়া মানে প্রাইস ইঙ্ক্রেসিং আর রেসিস্টেণ্ট এরিয়া মানে প্রাইস ডিক্রেসিং। সাধারণত সাপোর্ট এরিয়াতে থালে প্রাইস ঈঙ্ক্রেসিং আর রেসিস্তেণ্ট এরিয়া হলে প্রাইস ডিক্রেসিং নির্দেশ করে।তাই তার পিভট পয়েন্ট ও বুঝতে পারে না । আপনি এই জিনিস টা শেয়ার করে অনেকের উপকার করলেন । আর সাপোর্ট রেসিস্টেন্ট সম্পর্কে বাংলায় ভাল কোন রিসোর্স ও নেই ।