-
পেশা হিসেবে ফরেক্স করার চিন্তাটা হুট করে না নেওয়ায় ভালো। কারন পেশা হিসেবে ফরেক্স তখনই করবেন যখন ফরেক্সের সামগ্রিক ধারনা তৈরী হবে এবং নিয়মিত ফরেক্স থেকে প্রফিট করার যোগ্যতা তৈরী হবে।তবে প্রত্যেক নতুন ট্রেডারের উচিত ফরেক্সে কে পার্ট টাইম হিসেবে নিয়ে ভালোভাবে ফরেক্স শিখে পরে চূড়ান্ত সিধান্ত নেওয়ার
-
ফরেক্সকে পেশা হিসেবে বেছে নেয়া অবশ্যই একটা বুদ্ধিমানের কাজ।আপনি নিশ্চিন্তে ফরেক্সকে পেশা নিতে পারেন এবং এখান থেকে প্রচুর পরিমানে আয় করতে পারেন।তবে অবশ্যই তার আগে আপনাকে ফরেক্স ট্রেডিংকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স কে পেশা হিসাবে নেওয়ার আগে আপনার আরও একটা ইনকামের সাথে থাকলে ভাল হবে তাহলে আপনার আর এই মার্কেট থেকে আয় করার একটা চাপ থাকবেনা কারন আপনি যখন এইটাতে আসবেন তখন আপনার কাছে মনে হবে এটাকে পেশা নিতে গিয়ে লস করার এই মার্কেট থেকে এখান থেকে ছিটকে পড়বেন। আপনাকে এক বছর সময় দিয়ে সেটার উপড় নির্ভর করে আপনি পেশা হিসাবে নিতে পারেন।
-
ফরেক্স হিসেবে বেছে নিলে ইটা অনেক ভালো হয়, পেশা হিসেবে ফরেক্স অনেক ভালো. আপনি পারলে এখান অফুরন্ত টাকা আয় করতে পারেন, অনেক বড় বড় ট্রেদার রয়েছে, যারা প্রতি মাসে প্রচুর টাকা আয় করে চলছেন, এত পরিমান টাকা যে তারা প্রতিদিন আয় করে থাকেন, টা আমি আপনি চিন্তাও করতে পারি না, সুতরাং পেশা হিসেবে ফরেক্স অনেক ভালো হয়.
-
আমি যদি ফরেক্সে পেশা হিসেবে বেছে নেই তাহলে অবশ্যই আশাকরি জীবনে সফলকাম হতে পারব । কিন্তু ভালোভাবে মার্কেট বুঝে তারপর এই ব্যবসা করলেই সফরকাম হওয়া সম্ভব । সুতরাং আপনারাও এই ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিন তাহলে অবশ্যই সফরবান হতে পারবেন ।
-
শুধু আমি না সারা পৃথিবীতে অনেক মানুষ ফোরেক্স কে নিজের একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছে। ফোরেক্স মার্কেট 24 ঘন্ট ওপেন থাকে এখান থেকে অনেক সুযোগ আছে নিজের ইচ্ছা মত ট্রেড করার। তাই এটাই মূল পেশা হিসেবে বাছলে কোন সমস্যা থাকার কথা না তবে অব্যশয় অভিজ্ঞতা থাকতে হবে।
-
ফরেক্স ব্যবসা বর্তমানে সবখানে অনেক সমাধৃত ও অনেক বেশি জনপ্রিয় হয়ে যাওয়া একটা ব্যবসা । বিশ্বব্যাপি দিনে দিনে এই ব্যবসার ট্রেডারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে । আমি মনে করি যে কোন কাজকে যদি ভালভাবাসেন ও সে কাজ যদি জীবিকা নির্বাহের সাথে সম্পৃক্ত হয় তবে অবশ্যই সে কাজকে পেশা হিসেবে নেওয়া উচিত । কেননা কোন কাজকে পেশা হিসেবে নিলে সে কাজের প্রতি পেশাদ্বারিত্ব মনোভাব বৃদ্ধি পায় এবং সাথে সাথে কাজের গতিও বৃদ্ধি পায় ।
-
পেশা হিসেবে বেছে নেওয়ার আগে অবশ্যই ভালো ভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । ফরেক্স যেহেতু একটি উন্মুক্ত ব্যাবসা তাই আমি মনে করি যিনি এখানে অনেক সময় দিতে পারবেন তারাই ফরেক্স কে পুরপুরি পেশা হিসেবে বেছে নিতে কোন সমস্যা নেয়। আমারও ইচ্ছা আছে আমি যদি ভালো ভাবে শিখে নিতে পারি আমি ফরেক্স কেই পেশা হিসেবে বেছে নিব।
-
ফরেক্স সম্পর্কে ভালো ভাবে না শিক্ষা গ্রহণ করে এটা কে পেশা হিসাবে নেয়া ঠিক না । ফরেক্স এ লাভ এর পাশা পাশি লস ও আসে । তাই আপনার মূলধন বিনিযোগ করার আগে ভালো ভাবে এই ট্রেডিং শিখে নিন । তবে আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স একটি খুব ভালো এবং চেলেন্জিং পেশা । ফরেক্স থেকে আমরা কল্পনাতীত পরিমান মুনাফা আয় করতে পারি যদি আমরা সঠিক ভাবে এর উপর শিক্ষা নিতে পারি এবং আমাদের নিজেদের দূরদৃষ্টি ও বুদ্দিমত্তার পরিচয় দিতে পারি । আমি নিজে ফরেক্স কে পেশা হিসাবে নিতে চাই তাই আমি এখন ফরেক্স এর শিক্ষার জন্য অনেক সময় দিচ্ছি এবং ডেমো একাউন্ট এ ট্রেড করছি নিযমিত।
-
আসলে এত তারাতারি আপনি একটা বিষয়কে পেশা হিসাবে নিতে পারেন না কারন আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকে তবে আপনি আপনার একাউন্ট ঠিকাতে পারেবন বলে আমি মনে করি না তাই আগে আপনি যদি ফরেক্স মার্কেটে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন তবেই তা পেশা হিসাবে নিতে পারেন।