হ্যা , আমার আয় এর পরিমান টা আপনাদের সাথে শিয়ার করতে চাই শুধু আসবার আগ্রহ বাড়ানের জন্য । আমি ফরেক্স থেকে প্রায় ১০০/১৫০ ডলার আয় করি পার্ট টাইম কাজ করে । তবে আশা করি সামনে আর বাড়বে ।
Printable View
হ্যা , আমার আয় এর পরিমান টা আপনাদের সাথে শিয়ার করতে চাই শুধু আসবার আগ্রহ বাড়ানের জন্য । আমি ফরেক্স থেকে প্রায় ১০০/১৫০ ডলার আয় করি পার্ট টাইম কাজ করে । তবে আশা করি সামনে আর বাড়বে ।
কোনও সন্দেহ নেই, আমি যে ঘটনাটি পারি না সে পরিস্থিতিতে আমি সেই সময়টাকে পুষ্টির কথা বলব। ফরেক্স সম্পর্কে আমাদের স্মার্ট চিন্তাভাবনা থাকতে হবে যে এটি একটি প্রধান প্রাপ্তি ব্যবসা যা থেকে আপনি এক মাসে নগদ অর্জন করতে পারেন। একটি শালীন বেতন, এবং উত্সাহ, উত্সাহ, যাদের আত্মসমর্পণ করা দরকার, তা অর্জন করার জন্য আমাদের ডেমোটিকে ইতিবাচকভাবে রিহার্সাল করতে হবে।
ফরেক্স বিজনেসে আয় বলতে গেলে আমি মনে করি যে ফরেক্সে পরিশ্রম করতে পারে সেই ভালো আয় করতে পারে।তাই আগে আমরা ফরেক্স শিখি তার পর আয় করি।তাই এখন নতুন যারা আছেন তাদের জন্য সব চাইতে ভালো হবে এখন থেকেই ডেমোতে ট্রেডিং করতে থাকেন অভিজ্ঞ হন কোশলী হন আর ফরেক্স সম্পর্কে ভালো করে জানেন।তাহলে আপনি আয় করতে পারবেন।আর ফরেক্স বিজনেসে আমি আজকে ৫০$লাভ করছি কিন্তু গত কাল লস হইছে লাভটা হিসেব করা যায় প্রতিমাসে তাই আমি মনে করি আমি যদি ফরেক্স থেকে প্রতিমাসে ৩০০$আয় করতে পারি তাহলেই চলবে আমার।
#3
নিবন্ধনের তারিখ:
অবস্থান:
মন্তব্য:
সঞ্চিত বোনাস:
ধন্যবাদ:
72 টি পোস্টের জন্য 120 বার ধন্যবাদ পেয়েছেন
27.71 %:
Jan 2014
Kapasia Forex
416
7.67 USD
0
mamun4earn
প্রবীণ সদস্য
প্রতি পোস্টে আপনি ২০ সেন্ড
প্রধানমন্ত্রী: আমরা যদি চিন্তার সাথে ব্যবসা না করি, আমাদের একেবারেই চাহিদা নেই।সলেমের ব্যবসায়ের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত কারণ আমরা যদি চিন্তাভাবনা করে ট্রেড করি তবে হাশিমি ভাল প্রসপেক্টর পেতে পারে। যারা পরিশ্রম করেন তাদের সফল হওয়া উচিত
আমি নিজেই একজন নতুন ট্রেডার এবং আমি এখনও আমার মুলধন এই বাজারে বিনিয়োগ করিনি। আমি বর্তমানে ডেমো ট্রেডিং করছি ও বাজার সম্পর্কে এনালাইসিস করছি এবং নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করছি।
আসলে ফরেক্স ট্রেডিংয়ে আয়ের কোনো লিমিট নাই।মানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন।তবে এর জন্য দক্ষ ট্রেডার হতে হবে।দক্ষ ট্রেডাররা মাসে গড়ে ৪০০০০-৫০০০০টাকাও ইনকাম করতে পারে।আমি একজন নতুন এবং অদক্ষ ট্রেডার।এখনও ভালোভাবে ফরেক্স শিখিনি।তাই মূলত এখনও আমার উল্লেখ্যযোগ্য কোনো ইনকাম শুরু হয়নি
ফরেক্স এ বিভিন্ন ট্রেডারের আয় বিভিন্ন। আর এখানে ইনভেস্ট এর একটা ব্যাপার আছে। যার ইনভেস্ট বেশি সে বেশি ইঙ্কাম করতে পারে যদি সে ভাল করে ফরেক্স ব্যবসা জানে। আর যার ইনভেস্ট কম সে ইচ্ছা করলেউ বেশি ইঙ্কাম করতে পারবে না। বেশি ইঙ্কাম করতে গেলে তখন তাকে রিস্ক নিতে হবে। যার কারনে একাউন্ট ও রিস্ক এ পরে যেতে পারে।
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। যেহেতু ফরেক্স একটি ব্যবসায়। আর ব্যবসায়ের মাধ্যমে একটি মানুষ সাবলম্বি হতে পারে। আর ফরেক্স একটি আন্তরজাতিক মারকেট। এখানে আপনি দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক লাভ করতে পারবেন।
একটা সময় হয়তো তেমন আয় করা যেত না তবে এখন অনেকেই ভালো আয় করে থাকেন। কারন এখন আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিদা এখানে বারিয়েচে। এখানে ইনস্টাফরেক্স তাদের আয়ের ৬৭% প্রদান করে থাকে বিভিন্ন এফিলিয়েট প্রোগ্রামে। তাই বুজতেই পারেন ভালো প্রফিট করতে পারলে অবশ্যই আপনি উইড্রও পাবেন। যদিও এখনো আমার কোনো আর্নিং হয় নি তবে আশা করি সামনের মাস থেকেও আমিও আর্নিং করতে পারবো।
ফরেক্স মার্কেট এ আয় করতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । এবং ফরেক্স মার্কেট সম্পকে ভাল ভাবে ধারণা নিতে হবে । কারন এটা একটি বড় ধরেনর ব্যবসা যেখান থেকে মাসে অনেক টাকা আয় করা যায়। আমাদের কে ভাল আয় করার জন্য ভাল ভাবে ডেমো চর্চা করতে হবে এবং লোভ , আবেগ এগুলো কে ত্যাগ করতে হবে।তাহলে তারাও উপকৃত হবে।