-
ইন্ডিকেটর এর উপরে নির্ভর করা যেতে পারে, তবে অবশ্যই সেটা ডেমো তে টেস্ট করে নিতে হবে । আমিও বেশ কিছু ইন্ডিকেটর ব্যবহার করছি , তবে তার উপরে নির্ভর করি না, শুধু মাত্র নিজের ট্রেড এর সিন্ধান্ত নিতে সাহায্য করে। যদি আপনি ডেমো তে সফল হন ইন্ডিকেটর ব্যবহার করে তবে ফলো করতে পারেন ।
-
আপনি একটি ইনডিকেটর এর উপর নিরভর করতে পারেন না, মার্কেট এ বাই অথবা সেল শিধান্ত নেয়ার আগে আপনাকে এক সাথে অনেকগুল বিশয় এর উপর খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে মার্কেট weekly তে কি অভথায় আছে, day1 এ কন সাপর আর রেসিস্তেন্ত এ আছে, H4 এ কোন ত্রেন্দ এ আছে, আর আপনার ইনদিকেতর কি দেখাচ্ছে।
-
এই মার্কেটে কোন কিছুর উপর বেশি নির্ভরতা ভাল নয়। হোক সেটা ইনডিকেটর অথবা কোন রোবট। কারণ এসব কখনও কনসটেন্ট প্রফিট দিতে পারে না। যদি এই সব কনসটেন্ট প্রফিট দিতে পারত তবে এই মার্কেটে এত লুজার থাকত না। তার পরও আপনার ট্রেডিং স্টাইল আপনার কাছে।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড না করা ভাল তবে তাও মাঝে মাঝে আমরা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তবে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলেও কখনো ইন্ডিকেটর এর উপর কখনো নির্ভর করা যাবে না যে ইন্ডিকেটর যে সিগ্নাল দিছে সেটা সটিক।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের অনেক ইনডিকেটর মেনে চলতে হয় না হলে আমরা এ থেকে ভালো ফল পেতে পারি না আমি মনে করি ইনডিকেটর দিয়ে ট্রেড করে ভালো কিন্তু এর উপর নির্ভর হওয়া একদমে ভালো না কারণ এগুল ঠিক মত এনালাইসিস করতে না পারলে ফরেক্স মার্কেটে তেমন কোন উন্নতি করা যায় না
-
না ইন্ডিকেটর নির্ভর হওয়া কখনই ভালো নয় । সব সময় উচিত নিজে এনালাইসিস করে ট্রেড করা । আগে আমাদেরকে নিজে এনালাইসিস করে তারপর আপনি ইন্ডিকেটর দেখে আপনার এনালাইসিস ঠক আছে কিনা তা মিলিয়ে নিতে পারেন । আর আপনি যেভাবেই ট্রেড করুন না কেন আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে । আর কণ ইন্ডিকেটর আপনাকে ১০০% সঠিক ফলাফল দিতে পারে না তাই আপনারও উচিত না এর উপর ১০০% নির্ভর হওয়া ।
-
ইন্ডিকেটর ফরেক্স মার্কেট এ ভাল ভুমিকা পালন করে থাকে ।আমি মনে করি ফরেক্স মার্কেট এ গতি বিধি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে । তবে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করলে চলবে না । আপানাকে ফান্ডামেন্টাল এর উপর এনালাইসিস করতে হবে । আরো ফরেক্স এ যে সব টলস আছে তার দিকে নজর দিতে হবে ।
-
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা একদম থিক না। ইন্ডিকেটর আমাদের বলে কখন বাই বা সেল দিতে হবে কিন্তু সবসময় তা ঠিক বলে না। শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটা বকামি আমদের আরও আনালায়সিস করতে হবে।
-
আমি এক কথায় বলব যে ফরেক্সে ঈন্ডিকেটর নির্ভর হওয়া কোনভাবেই ভাল নয় ফরেক্স মার্কেটে ডিফল্ট সহ অনেক ঈন্ডিকেটর পাওয়া যায় তবে আমি মনে করি এসব ঈন্ডিকেটর বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হয় না কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক অার এই নির্দেশক আপনাকে বেশি কিছু দিতে পারবে না শুধু মাত্র মার্কেট সম্পর্কে কিছু নির্দেশনা দিতে পারবে এই ঈন্ডিকেটর বিশেষ করে নতুন ট্রেডারদের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে ঈন্ডিকেটর নির্ভরশীলতা দেখা যায় যেখানে তারা ইন্ডিকেটরের যথার্থ ব্যবহার জানে না
-
ফরেক্স মার্কেট করতে গেলে কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হয়।তাই ফরেক্স ট্রেডিং করতে গিয়ে অনেকে অনেক ইন্ডিকেতর ব্যবহার করে থাকে। ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মুবমেন্ট খুব সহজে বুঝা যায় না। তাই ইন্ডিকেটর ব্যবহার করলে ট্রেড করতে সুবিধা হয়।