আমি বেশিরভাগ সময় লং টার্ম ট্রেড করে থাকি। কার আমি সর্ট টার্ম ট্রেড করে কয়েক ভারই একাউন্ট খালি করেছি। তাছাড়া অনেক অভিজ্ঞ ট্রেডাররা বলে লং টার্ম ট্রেড করলে নাকি ট্রেড এ রিস্ক কমে যায়। এবং প্রফিট করার সম্ভবনা বেশি থাকে। আর আমি ও এর কিছু ফলাফল পেয়েছি।
Printable View
আমি বেশিরভাগ সময় লং টার্ম ট্রেড করে থাকি। কার আমি সর্ট টার্ম ট্রেড করে কয়েক ভারই একাউন্ট খালি করেছি। তাছাড়া অনেক অভিজ্ঞ ট্রেডাররা বলে লং টার্ম ট্রেড করলে নাকি ট্রেড এ রিস্ক কমে যায়। এবং প্রফিট করার সম্ভবনা বেশি থাকে। আর আমি ও এর কিছু ফলাফল পেয়েছি।
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স মার্কেটে ট্রেড করতেই হবে সেটা শর্ট ট্রেড হোক বা লং ট্রেড । ফরেক্সে সব ট্রেড থেকে ভাল প্রফিট করা যায় যদি ট্রেড ভাল করে করা যায় । ফরেক্সে যাদের ডলালের পরিমান কম থাকে তাদের শর্ট ট্রেড করাই ভাল এতে অল্প অল্প করে লাভ হতে থাকে । আর যাদের ফরেক্সে অনেক ডলার আছে তারা ইচ্ছা করলে তাদের ট্রেড লং ট্রেডে ফেলে রাখতে পারে । ট্রেড লং হলে তার প্রফিটাও অনেক লং হয় । তাই আমি লং ট্রেড করি ।
আমি ফরেক্স ট্রেডিংয়ের সাথে দীর্ঘদিন যাবত রয়েছি আর এই সময়ের মধ্যে আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর বেশ ভালই দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করেছি এবং সেই আলোকে আমি ফরেক্সে ট্রেড করি এবং আমি সব সময় লং টাইমফ্রেমে ট্রেড করাকেই পারফেক্ট বা উপযুক্ত বলে মনে করি।
একজন দক্ষ ট্রেডার সব সময় পরিকল্পনা ভিত্তিক ট্রেড করে।তবে মার্কেট এ যখন কোন ট্রেডার যতক্ষন বসে থাকবে ততক্ষন ট্রেড করা উচিত।কারন সে মার্কেটের অবস্থা সম্পর্কে বুঝতে পারে। আর লং ট্রেড করতে হলে নিউজ ফিড ভাল করে পর্যবেক্ষন করে ট্রেড করা উচিত।আর আমি সব সময় শর্ট ট্রেড করি।
আমি লং টার্ম ট্রেডিং খুব বেশি পসন্দ করি কেননা লং টার্ম ট্রেডিং এর জন্য মার্কেট এনালাইসিস করার জন্য অনেক বেশি সময় পাওয়া যায় এবং ট্রেড ক্লোস করার জন্য ও সময় পাওয়া যায় অনেক বেশি সর্ট টাইম ফ্রেম এ যদি ট্রেড ঠিক সময় মত ক্লোস করতে না পারা যায় তাহলে ট্রেড যেকোনো সময় লস হয়েজেতে পারে সর্ট টাইম ফ্রেম এর ঝুকি অনেক বেশি ট্রেডিং এর জন্য লং টার্ম এ অনেক সহজেই প্রফিট গেইন করা যায় কেননা লং টার্ম ট্রেড এর এনালাইসিস গুলো অনেক বেশি স্ট্রং হয়ে থাকে অনেক বেশি সময় ও পাওয়া যায় চার্ট এনালাইসিস এর জন্য
আমি নিউজ টাইম এ শর্ট টার্ম ট্রেড করি । কারন এই ট্রেড এ মার্কেট আনালাইসিস করার জইন্ন অনেক সময় পাওয়া যায়। ট্রেড ক্লোজ করার জন্য ও অনেক সময় পাওয়া যায়। আর শর্ট টার্ম ট্রেড এ ট্রেড ক্লোজ করার সময় কম পাওয়া যায় বলে ট্রেড লস বেশি হয়।
মার্কেটে ট্রেড ২ ধরনের ।যথা-
১।শর্ট টার্ম ট্রেড
২।লং টার্ম ট্রেড
শর্ট টার্ম ট্রেডঃএই ট্রেড অল্প সময়ের জন্য করা হয়ে থাকে।৫মিনিট থেকে ১ঘন্টার টাইম ফ্রেমে করা হয়ে থাকে।
লং টার্ম ট্রেডঃএই ট্রেড ঃবেশি সময়ের জন্য করা হয়ে থাকে।১ ঘন্টা থেকে ১ দিনের টাইম ফ্রেমে করা হয়ে থাকে।
ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে পারা সম্পুর্ন নির্ভর করে দক্ষতার উপর।একজন বিগিনারের সব সময় চেস্টা করা উচিত কম ট্রেড ওপেন করা আর লং ট্রেড করা।কারন শর্ট ট্রেডে অনেক ঝুকি থাকে।আমি লং টাইমের ট্রেড ওপেন করে থাকি।
ফরেক্স মার্কেটে সবাই যার যার সুবিধা মত এবং ট্রেডিং স্ট্রেটিজি অনুযায়ী ট্রেড করে থাকে। কেউ লং ট্রেড করে আবার কেউ শর্ট টাইমে স্কাল্পিং করে থাকে। আমি নিজেও লং ট্রেড এর পাশাপাশি শর্ট ট্রেড নিয়ে থাকি। তবে স্কাল্পিং খুবই রিস্কি। তাই আগে লং ট্রেড করাই উচিত।
আমি অবশ্যই লং ট্রাম ট্রেডিংকে বেশি গুরুত্ব দিয়ে থাকি । কেননা লং ট্রাম ট্রেডিং এর বিভিন্ন পর্যায়ে প্রচুর জিনিস শিখতে পারি । বিশেষ করে নতুন ট্রেডারের ক্ষেত্রে লং ট্রাম ট্রেড অনেক বেশি গুরুত্বপূর্ণ । কেননা লং ট্রাম ট্রেডের মাধ্যমেই আমরা নিজেদের সেরাটা অর্জন করতে পারি । তাই লং ট্রাম ট্রেড যত বেশি পারা যায় তত বেশি করে করা উচিত ।