ফরেক্স থেকে লাভ করার থেকে লস করা অনেক সহজ। ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় সত্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে।ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাণিজ্য। এখানে একটি দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা হয়ে থাকে। এই মার্কেটে বাই-সেল দুই দিকেই লাভ করা যায়। কিন্তু বলা সহজ কিন্তু করা কঠিন। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আসে কিন্তু টিকে থাকে কয়জন? শতকরা 5 ভাগ ট্রেডার টিকে থাকে। এর প্রধান কারণ হচ্ছে অদক্ষতা, অনভিজ্ঞ ও অধৈর্য। ভাগ্যের জোরে এক/দুই বার লাভ করলেও বারবার হবে না। তাই ফরেক্স মার্কেটে লাভ করাটা বড় বিষয় নয়, টিকে থাকাটা বড় ব্যাপার।