-
মানুষের কাছে যে কোন কিছু তখনি সহজ যখন তিনি সেই কাজটি ভালো পারেন, তেমনি ফরেক্সেও আপনার কাছে তখনি সহজ মনে হবে যখন দেখবেন যে আপনি ফরেক্সকে খুব ভালো আয়ত্ত করতে পারছেন, অথবা ফরেক্সে ট্রেড করতে আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারছেন, এবং সে মোতাবেক আপনি ভালো ফলও পাচ্ছেন। আর যারা এই জিনিস্তা পেরেছে তাদের কাছে অনেক কিছু সহজ লাগে, আর যিনি পারেন নাই তার কাছে ফরেক্সটা অনেক কঠিন ।
-
প্রথম প্রথম আমার কাছে এই ব্যাবসা অনেক কঠিন মনে হয়েছে কারন আমি
তখন ভালোভাবে এটা জানতাম না।এরপর আস্তে আস্তে ফরেক্স
বিষয়ে অনেক কিছু শিখি এবং চর্চা করি।এখন আমার কাছে ফরেক্স এতটা কঠিন
মনে হয় না।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার কাছে কঠিন নয়। কারন আমি ফরেক্স এ পোষ্টের ব্যাপারে অনেকটা শিখেছি তবে আমি নতুন থাকায় এখনো টাকা দিয়ে ইনভেস্ট করিনি। যখন আমি এ বিষয়ে অভিজ্ঞ হব তখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড করবো। তবে আশা করি যদি বেশী বেশী করে ডেমো প্রাকটিস করি তবে তেমন কঠিন হবে না।
-
ফরেক্স ট্রেডিং শুধু কুঠিনই না অনেক কঠিন একটা ব্যপার। যদি এটাকে খুবই সহজ হিসেবে নিতে পারেন সেটা আপনার ব্যপার তবে নিশ্চিত থাকতে পারেন আজ অথবা কাল আপনাকে তার আসল চেহারা দেখাবেই। তাই এটাকে কঠিন হিসেবেই নেন আখেরে লাভ আপনারই হবে। সহজ হিসেবে নিলে আপনি অতি আত্মবিশ্বাসের জেরে উল্টা পাল্টা ট্রেড করার সম্ভাবনা আছে।
-
একটা জিনিসকে আমরা যে দৃষ্টিতে দেখি তা আমাদের মনে ঠিক সেভবেই প্রভাব ফেলে ফরেক্স আমাদের দেশে সেভাবে প্রসারিত ও ব্যপকতা লাভ না করাই আমাদেরদেশের মানুষের কাছে ফরেক্স একটা নতুন ব্যবসায় ধারণা আর তাই সবাই যখন এই ব্যবসা করতে যায় প্রথম দিকে অনেক কঠিন মনে হলেও চেষ্টা এবং ইচ্ছাশক্তির জোরে এটা সহজ হয়ে যায় অার নিয়মিত লাইভ ট্রেডিং, ফোরাম এবং ফরেক্স সম্পর্কে অার্টিকেল পড়লে দেখবেন অল্প কিছুদিনের মধ্যই এটা আয়ত্তে চলে এসেছে
-
আমি ফরেক্স নিয়ে কাজ করছি মোটামুটি ২-৩ মাস.এই ক্ষণিক সময়ে আমি মোটামুটি বুঝলাম ফরেক্স জিনিষটা অত্যন্ত সোজা ও না.কারণ এই ২-৩ মাসে আমাকে ফরেক্স এ অনেক সাফল্য-বের্থতার সম্মুখীন হতে হয়েছে.তাই আমি বলতে পারবনা ফরেক্স অনেক সহজ.তাই এখন ও ধীরে ধীরে ফরেক্স বোঝার চেষ্টা করছি.এবং কাজ তাকে সহজ করার চেষ্টা করছি.কারণ ফোরেক্ষে যতই দিন যাবে এইটা আমর কাছে সহজ হয়ে উঠবে.
-
ফরেক্স ব্যবসা শেখাটা একটু কঠিন। প্রথমে লস করে ট্রেড শিখতে হয়। যারা লসকে ভয় পায় তারা কখনো ট্রেড শিখতে পারে না। লস কমানোর জন্য আমাদেরকে ভালভাবে ডেমো ট্রেড করা উচিত। ডেমো থেকে আমরা কিভাবে আয় করা যায় তা শিখতে পারি। যত বেশি প্রাকটিস তত বেশি অভিজ্ঞতা হবে।
-
ফরেক্স মার্কেট বলে কোন কথা না কোন কাজ বেশি সহজ না সব কাজ কঠিন কিন্তু সেই কাজ সম্পরকে জানতে হয় তার পর সেই কাজ সহজ হয় তাই ফরেক্স মার্কেট আমার কাছে কঠিন ছিল ফরেক্স শেক্লহার আগে আমার কাছে অনেক কঠিন মনে হত আমি মনে হয় ফরেক্স মার্কেট শিখতে পারব না ।
-
আমি ফরেক্সের সাথে প্রায় ২ বছর ধরে আছি তাই আমার কাছে ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার কাছে কঠিন না । তবে আপনার যদি ফরেক্স বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আপনার কাছে ফরেক্স ট্রেডিং ব্যবসা কঠিন মনে হবে । আপনাকে ফরেক্স এ ট্রেডিং ব্যবসা শিখতে হলে ফরেক্স সম্পর্কে জানতে হবে বেশি করে তাহলে আপনার কাছে ফরেক্স এর ট্রেডিং ব্যবসা সহজ হবে ।
-
ফরেক্স যদি আমরা টাকা ইনকামের সহজ রাস্তা মনে করি তাহলে ভুল মনে করা হবে।প্রছুর ট্রেডিং এর অভিজ্ঞতা এবং ফরেক্স সম্পরকে বিপুল পরিমানে পড়াশোনা করলেই আর কথিন মনে হবে বলে আমি মনে করি না। যদি আমরা না জেনে ফরেক্স করতে আসি তাহলে সফল হবার চান্স কম।