ট্রেডিং করার নিদিষ্ট কোন সময় নেই । লাভ করার জন্য কিছু সময় পর পর ট্রেডিং করা যায় । অভিজ্ঞ ট্রেডার তার বুদ্ধি দিয়ে কাজ করে এবং লাভবান হয় ।
Printable View
ট্রেডিং করার নিদিষ্ট কোন সময় নেই । লাভ করার জন্য কিছু সময় পর পর ট্রেডিং করা যায় । অভিজ্ঞ ট্রেডার তার বুদ্ধি দিয়ে কাজ করে এবং লাভবান হয় ।
অভিজ্ঞ ট্রেডার রা অনেক বেশি জানে। তারা বিভিন্ন সময় ট্রেড করে। তবে ট্রেড করার আগে ট্রেড ও প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানতে হবে।অনেকে নিউজ এর সময়ে ট্রেড করে থাকে ।আবার কেও যেকোনো সময় করে।
আসলে যে যে সময় করে লাভবান হয় সে সেই সময় ট্রেড করে থাকে। এর কোন নির্ধারিত সময় নাই।
প্রত্যেক সফল ট্রেডারের ট্রেডিং এর একটা সিস্টেম থাকে। তারা কখনও তাদের সিস্টেম এর বাইরে গিয়ে ট্রেড করে না। একজন সফল ট্রেডার তখনই ট্রেড করে যখন তার সিস্টেম থাকে এন্ট্রি নিতে বলে। কনফিউজিং সময়ে শুধু প্লাটফর্মে বসে নিজের সিস্টেম এর সাথে মিলিয়ে দেখে। এনালাইসিস ছাড়া শুধু মাত্র অনুমানের উপর নির্ভর করে ট্রেড করে না একজন ট্রেডার।
কখন ট্রেড করলে ভাল লাভ করতে পারবে তখন ই একজন ট্রেডার ট্রেড ওপেন করে।অভিজ্ঞা ট্রেডার কোন নির্দিষ্ট সময় নেই। তারা যখন বোঝে যে মার্কেট এখন অনেক পরিবর্তন হতে পারে তখনই যে ট্রেড করে থাকে, এবং তখনই সে লাভ করে।
আসলে ট্রেড করারা কোন নির্দিষ্ট সময় নেই আর অভিজ্ঞ ট্রেডার রা অভিজ্ঞ হয় ভালো ট্রেড করারা মাধ্যমে ভালো ত্রেদ করার জন্য দরকার অভিজ্ঞতা অভিজ্ঞ ট্রেডাররা জানে ফরেক্স মার্কেট সম্পর্কে এজন্য তারা যখন দেখে ফরেক্স ,মার্কেট তদের অনুকুলে তারা তখনই ট্রেড করতে সুরু করে দেয় এরে জন্য দরকার শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর কাজের মাধ্যমেই বাড়ে অবিজ্ঞতা
আমিতো মনে করি অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সেই সময়ই ফরেক্সে ট্রেড করে যখন মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট অনেক বেশি থাকে কারন ঐ সময়ে ট্রেড করলে ট্রেডে যেমন ঝুকি কম থাকে সাথে সাথে ঐ সময় ভাল প্রফিট ও মার্কেট থেকে করে নেওয়া সম্ভাবকর হয়।
।ফরেক্স মার্কেটে একজন অভিজ্ঞ ট্রেডার তখন ট্রেড করেন যখন তার ট্রেডিং প্লান অনুযায়ী মার্কেট লেভেল এবং মার্কেট পজিশন সবকিছু এক সাথে মিলে জায় তখন ফরেক্স মার্কেটে একটি ট্রেড এন্ট্রি নিয়ে থাকে একজন অভিজ্ঞ ট্রেডার।
আসলে ট্রেড করারা কোন নির্দিষ্ট সময় নেই । আর অভিজ্ঞ ট্রেডাররা অভিজ্ঞ হয় ভালো ট্রেড করারা মাধ্যমে ভালো ট্রেড করার জন্য দরকার অভিজ্ঞতা । অভিজ্ঞ ট্রেডাররা জানে ফরেক্স মার্কেট সম্পর্কে । এজন্য তারা যখন দেখে ফরেক্স মার্কেট তদের অনুকুলে তারা তখনই ট্রেড করতে শুরু করে দেয় । এর জন্য দরকার শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর কাজের মাধ্যমেই বাড়ে অভিজ্ঞতা ।
অভিজ্ঞট্রেডার গন আমার মতে সারাদিন ট্রেড করে না। তারা সাধারনত তার নিজস্য সময়ের জন্য অপেক্ষা করেন। একজন অভিজ্ঞ ট্রেডার তার নিজস্য স্ট্রাপেজি যদি মার্কের ঐসময়ের অবস্থার সাথে মিলে যায় তাহলে তারা মার্কেটের সাথে তাদের ব্যালেন্সের সামঞ্জস্য রেখে মার্কেটে ইনকরে। এবং অধিকাংশ সময় তারা লংটাইম ট্রেড করে থাকে।